২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

ব্রডের রেকর্ড, রেকর্ডের ব্রড

১৮ বছরের পেশাদার ক্যারিয়ারের ইতি টানছেন স্টুয়ার্ট ব্রড। ইংলিশ পেসার ঝলমলে সব পরিসংখ্যান সঙ্গী করেই বিদায় নিচ্ছেন ক্রিকেট থেকে।

ক্যারিয়ারের শেষ ম্যাচে স্টুয়ার্ট ব্রডরয়টার্স

টেস্ট ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ উইকেটশিকারি স্টুয়ার্ট ব্রড।

১৫১

অ্যাশেজে স্টুয়ার্ট ব্রডের উইকেট, যা ইংল্যান্ডের সর্বোচ্চ ও সব মিলিয়ে তৃতীয় সর্বোচ্চ।

অ্যাশেজে সবচেয়ে বেশি উইকেট

* ওভাল টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস পর্যন্ত

আরও পড়ুন
৮/১৫

টেস্ট ক্যারিয়ারের সেরা বোলিংটা ২০১৫ সালের অ্যাশেজে ট্রেন্ট ব্রিজে পেয়েছেন স্টুয়ার্ট ব্রড। ১৯৫৬ সালের পর যেটি অ্যাশেজে সেরা বোলিং। অ্যাশেজে কোনো পেসারের সেরা বোলিংও এটি। টেস্টে এর চেয়ে কম রান খরচায় ৮ উইকেট নেওয়ার উদাহরণ আছে মাত্র দুটি।  

১০৪

ইংল্যান্ডের মাটিতে অ্যাশেজে ১০০ উইকেট নেওয়া দ্বিতীয় বোলার। সর্বোচ্চ ১২৯ উইকেট অস্ট্রেলিয়ার প্রয়াত লেগ স্পিনার শেন ওয়ার্নের।

অ্যাশেজে পাঁচবার এক সিরিজে ২০ উইকেট পেয়েছেন ব্রড। এই রেকর্ডেও শুধু ওয়ার্নের (৬ বার) পেছনে বিদায়ী ইংলিশ বোলার।

ব্রডের প্রিয় শিকার ডেভিড ওয়ার্নার
রয়টার্স
১৭

ওভাল টেস্টের প্রথম ইনিংস পর্যন্ত অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারকে ১৭ বার আউট করেছেন ব্রড। টেস্ট ইতিহাসে এক ব্যাটসম্যানকে এর চেয়ে বেশি আউট করেছেন শুধু দুজন বোলার—অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাকগ্রা ইংল্যান্ডের মাইক আথারটনকে ১৯ বার ও ইংল্যান্ডের অ্যালেক বেডসার অস্ট্রেলিয়ার আর্থার মরিসকে ১৮ বার আউট করেছেন।

২০

সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ওয়ার্নারকে ২০ বার আউট করেছেন ব্রড। এই রেকর্ডে ওপরে আছেন শুধু কার্টলি অ্যামব্রোস। ওয়েস্ট ইন্ডিজের সাবেক ফাস্ট বোলার অস্ট্রেলিয়ার মার্ক ওয়াহকে ২১ বার আউট করেছেন।

আরও পড়ুন
১৬৭

ব্রডের খেলা টেস্টের সংখ্যা। তাঁর চেয়ে বেশি টেস্ট খেলেছেন মাত্র চারজন—শচীন টেন্ডুলকার (২০০), জেমস অ্যান্ডারসন (১৮৩), রিকি পন্টিং (১৬৮) ও স্টিভ ওয়াহ (১৬৮)।

ক্যারিয়ারের শেষ বলে ছক্কা মেরেছেন স্টুয়ার্ট ব্রড
এএফপি

মাত্র দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে মুখোমুখি শেষ বলে ছক্কা মারলেন ব্রড। প্রথম এ কীর্তি ছিল ওয়েস্ট ইন্ডিজের ওয়েন ড্যানিয়েলের, ১৯৮৪ সালে পোর্ট অব স্পেনে অস্ট্রেলিয়ার টম হোগানকে মেরেছিলেন তিনি। ব্রড মেরেছেন অস্ট্রেলিয়ারই মিচেল স্টার্ককে।

১০

ক্যারিয়ারে এখন পর্যন্ত ১০ বার ম্যাচসেরা হয়েছেন ব্রড, বিশেষজ্ঞ ইংলিশ পেসার হিসেবে যেটি সর্বোচ্চ, সব মিলিয়ে তাঁর ওপরে আছেন আর চারজন পেসার।

আরও পড়ুন