২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

কত টাকা পাবে মেয়েদের টি–টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল

মেয়েদের টি–টোয়েন্টি বিশ্বকাপে ছয়বার চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়াএএফপি

ঐতিহাসিক সিদ্ধান্তটা ২০২৩ সালের জুন মাসে বার্ষিক সভাতেই নিয়েছিল আইসিসি। আন্তর্জাতিক ক্রিকেটের অভিভাবক সংস্থা জানিয়েছিল, এখন থেকে সমমানের টুর্নামেন্টে সমান প্রাইজমানি দেওয়া হবে নারী ও পুরুষ ক্রিকেটে। সেই সিদ্ধান্তটা প্রথমবারের মতো কার্যকর হতে যাচ্ছে আগামী মাসের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে। এ বছরের জুনে ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত যে প্রাইজমানি পেয়েছে, মেয়েদের বিশ্বকাপ চ্যাম্পিয়নরাও সেই পরিমাণ অর্থ পাবে।

আরব আমিরাতে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ২৩.৪ লাখ মার্কিন ডলার বা প্রায় ২৮ কোটি টাকা। ২০২৩ সালের সর্বশেষ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে অস্ট্রেলিয়া যা পেয়েছিল, তার চেয়ে অর্থের পরিমাণ ১৩৪ শতাংশ বেশি। অস্ট্রেলিয়ার মেয়েরা ২০২৩ সালে পেয়েছিল ১০ লাখ ডলার।

২৮
আরব আমিরাতে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ২৩.৪ লাখ মার্কিন ডলার বা প্রায় ২৮ কোটি টাকা।

এবার রানার্সআপ দলের অর্থ পুরস্কারও গতবারের তুলনায় ১৩৪ শতাংশ বাড়ছে। গতবার সাড়ে ৫ লাখ পেয়েছিল রানার্সআপ দক্ষিণ আফ্রিকা। এবার ১১.৭ লাখ ডলার বা প্রায় ১৪ কোটি টাকা পাবে ফাইনালে হারা দল। এবার সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া দুই দল বাড়ি ফিরবে ৬.৭৫ লাখ ডলার বা প্রায় ৮ কোটি টাকা নিয়ে।

৩ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ
ফাইল ছবি

সব মিলিয়ে ২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে মোট ৭৯ লাখ ৫৮ হাজার ৮০ মার্কিন ডলার বা প্রায় ৯৫ কোটি টাকা। গতবার মোট অর্থ পুরস্কার ছিল ২৪ লাখ ৫০ হাজার মার্কিন ডলারের। সব মিলিয়ে ২২৫ শতাংশ বেড়েছে আর্থিক পুরস্কার।

আরও পড়ুন

গ্রুপ পর্বে প্রতিটি জয়ের জন্য দলগুলো পাবে ৩১ হাজার ১৫৪ মার্কিন ডলার করে। টাকার অঙ্কে যেটি প্রায় ৩৭ লাখ ২২ হাজার। বিশ্বকাপের প্রতিটি দলই কমপক্ষে ১ লাখ সাড়ে ১২ হাজার মার্কিন ডলার বা প্রায় ১ কোটি ৩৪ লাখ টাকা নিয়ে দেশে ফিরবে।

বাংলাদেশের অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এবারের টি–টোয়েন্টি বিশ্বকাপ
প্রথম আলো

৩ অক্টোবর শারজায় বাংলাদেশ-স্কটল্যান্ড ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের। ৫ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। আজ সেই ম্যাচ শুরুর সময় পরিবর্তনের কথা জানিয়েছে আইসিসি। স্থানীয় সময় বেলা ২টায় শুরুর কথা থাকলেও ম্যাচটি এখন শুরু হবে সন্ধ্যা ৬টায়। সন্ধ্যার অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা ম্যাচটি হবে বিকেলে।

এবারের বিশ্বকাপ হওয়ার কথা ছিল বাংলাদেশে। কিন্তু আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর আইসিসি টুর্নামেন্টটি সরিয়ে নেয় সংযুক্ত আরব আমিরাতে।

আরও পড়ুন