২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

‘আমি একজন গর্বিত মুসলিম ও ভারতীয়, সমস্যার কী আছে’

এবারের বিশ্বকাপে প্রথমবার সুযোগ পেয়েই ৫ উইকেট নেন শামিআইসিসি

ভারতকে গত মাসে বিশ্বকাপের ফাইনালে তোলায় দারুণ অবদান ছিল মোহাম্মদ শামির। ৭ ম্যাচে ২৪ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন এই পেসার। তবে বিশ্বকাপের মাঝেই এক বাজে অভিজ্ঞতা হয়েছিল শামির। ইনিংসে ৫ উইকেট নিয়ে ‘সিজদা’ দেওয়ায় সমর্থকদের রসিকতার শিকার হয়েছিলেন। ভারতের সংবাদমাধ্যম ‘আজ তক’-এর সঙ্গে আলাপচারিতায় এ নিয়ে মুখ খুলেছেন শামি।

বিশ্বকাপের লিগ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ৫ উইকেট নিয়ে মাঠেই সিজদা দিয়েছিলেন শামি। মুসলিম হওয়ায় ধর্মীয় বিশ্বাস থেকেই এভাবে নিজের সাফল্য উদ্‌যাপন করেছিলেন। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে রসিকতায় মেতে উঠেছিলেন ক্রিকেটপ্রেমীরা। ‘আজ তক’-এর সঞ্চালক এই প্রসঙ্গ জানতে চাইলে শামি বলেছেন, ‘আমি প্রার্থনা করতে চাইলে কে ঠেকাবে? আমি অন্তত কারও প্রার্থনা থামাব না। আমি প্রার্থনা করতে চাইলে করব, তাতে সমস্যার কী আছে? আমি একজন মুসলিম, সেটা গর্ব নিয়েই বলব। আমি একজন ভারতীয়, সেটাও গর্ব নিয়েই বলব। এতে সমস্যার কী আছে?’

আরও পড়ুন

খেলাধুলায় ভারতের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার ‘অর্জুনা অ্যাওয়ার্ড’-এর জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছেন শামি। সেটি করেছে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ভারতের সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’ মন্ত্রণালয়ের সূত্র মারফত জানিয়েছে, এই পুরস্কারের জন্য মনোনীতদের তালিকায় শুরুতে ছিলেন না শামি। তাঁর নামটা রাখতে ক্রীড়া মন্ত্রণালয়কে বিশেষ অনুরোধ করেছে বিসিসিআই।

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ৫ উইকেট নিয়ে মাঠেই সিজদা দিয়েছিলেন শামি
রয়টার্স

তবে ‘আজ তক’-এর সঙ্গে আলাপচারিতায় বিশ্বকাপে সিজদার জন্য রসিকতার শিকার হওয়া নিয়ে সোজাসাপটা ভাষায় নিজের ভাবনাটাই জানিয়েছেন শামি, ‘প্রার্থনার জন্য আমার যদি কারও অনুমতি নিতে হয়, তাহলে এই দেশে আছি কেন? ৫ উইকেট নিয়ে এর আগে কি আমি কখনো এটা করেছি? অনেকবারই তো ৫ উইকেট পেয়েছি। আপনি বলুন কোথায় গিয়ে প্রার্থনা করতে হবে, সেখানেই করব।’

আরও পড়ুন

বিশ্বকাপে ভারতের প্রথম ৪ ম্যাচে দলে জায়গা পাননি শামি। এরপর সেমিফাইনাল ও ফাইনালসহ টানা ৭ ম্যাচে নিয়েছেন ২৪ উইকেট। বোলিং গড় ১০.৭০। ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে শামির খেলার সম্ভাবনাই বেশি। সেঞ্চুরিয়ানে হবে প্রথম টেস্ট। ৩ জানুয়ারি থেকে দ্বিতীয় টেস্ট শুরু হবে কেপটাউনে।