২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

বাংলাদেশের মেয়েরা সিরিজ খেলবে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডেও

মেয়েদের এশিয়া কাপ জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশপ্রথম আলো

ওয়ানডেআন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের মেয়েদের ব্যস্ততা বাড়িয়ে দিয়েছিল আইসিসি উইমেনস চ্যাম্পিয়নশিপ। ২০২২-২০২৫ চক্রে প্রথমবার এই টুর্নামেন্টে অন্তর্ভুক্ত হয়ে আটটি তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার সুযোগ পায় বাংলাদেশ। ওই চক্র শেষ হওয়ার আগেই আজ মেয়েদের নতুন ভবিষ্যৎ সফর পরিকল্পনা বা এফটিপি ঘোষণা করেছে।

বাংলাদেশের মেয়েদের দল আছে নতুন এফটিপির উইমেনস চ্যাম্পিয়নশিপেও। ২০২৫ সালের মে মাস থেকে ২০২৯ সালের এপ্রিল পর্যন্ত চার বছরের এই চক্রে বাংলাদেশ নারী দল প্রথমবারের মতো অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডে দ্বিপক্ষীয় সিরিজ খেলবে।

চতুর্থ উইমেনস চ্যাম্পিয়নশিপে একটি দল বাড়লেও আগের মতোই দলগুলো চারটি হোম ও চারটি অ্যাওয়ে ওয়ানডে সিরিজ খেলবে। চলমান তৃতীয় উইমেনস চ্যাম্পিয়নশিপটা ২০২৫ ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব হিসেবেও কাজ করছে। ২০২৯ ওয়ানডে বিশ্বকাপে বাছাইপর্ব হিসেবে কাজ করবে চতুর্থ উইমেনস চ্যাম্পিয়নশিপ। ওই টুর্নামেন্টে নতুন দল হিসেবে সুযোগ পেয়েছে জিম্বাবুয়ে নারী দল।

ইংল্যান্ডের মাটিতে প্রথমবার সিরিজ খেলবে বাংলাদেশের মেয়েদের দল
রয়টার্স

বাংলাদেশ একটি হোম সিরিজ খেলবে জিম্বাবুয়ের বিপক্ষেও। ওই সিরিজে ওয়ানডে তিনটি ছাড়াও থাকছে তিনটি টি-টোয়েন্টি। জিম্বাবুয়ে ছাড়াও বাংলাদেশের মেয়েরা উইমেনস চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে ঘরের মাঠে খেলবেন শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এ সময়ে দেশের বাইরে বাংলাদেশ নারী দল সিরিজ খেলবে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে। প্রতিটি ওয়ানডে সিরিজের সঙ্গেই থাকবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও।

আরও পড়ুন

উইমেনস চ্যাম্পিয়নশিপের বাইরেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে একটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ নারী দল। এই সময়ে শুধু দ্বিপক্ষীয় সিরিজ মিলিয়েই ২৭টি ওয়ানডে ও ৩০টি টি-টোয়েন্টি খেলার কথা বাংলাদেশের।

মেয়েদের টি–টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড
এএফপি

দ্বিপক্ষীয় সিরিজের বাইরেও এ সময়ে পাঁচটি বৈশ্বিক টুর্নামেন্ট খেলার সম্ভাবনা আছে বাংলাদেশের মেয়েদের। ২০২৫ সালে ভারতে হবে ওয়ানডে বিশ্বকাপ, ২০২৬ সালে যুক্তরাজ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৭ সালে মেয়েদের চ্যাম্পিয়নস ট্রফি টি-টোয়েন্টি, ২০২৮ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও লস অ্যাঞ্জেলেস অলিম্পিক।

২০২৫ ওয়ানডে বিশ্বকাপে আটটি দল, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ১২টি, ২০২৭ চ্যাম্পিয়নস ট্রফিতে ৬টি ও ২০২৮ অলিম্পিকে সম্ভাব্য দলের সংখ্যাও ৬। ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের দলের সংখ্যা এখনো নির্ধারিত হয়নি।

আরও পড়ুন

মেয়েদের নতুন এফটিপিতে বাংলাদেশের সিরিজ

* অ্যাওয়ে সিরিজ

আরও পড়ুন