বিশ্রাম শেষে কবে ফিরবেন, নির্বাচকদের জানিয়েছেন কোহলি

ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলিফাইল ছবি: এএফপি

ভারতীয় ক্রিকেট বোর্ড কাল জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে। ওয়েস্ট ইন্ডিজের মতো ১৮ থেকে ২২ আগস্টের এই সিরিজেও দলের নেতৃত্ব দেবেন শিখর ধাওয়ান।

বিশ্রাম নিয়েছেন নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা। দলে নেই লোকেশ রাহুলও। করোনায় আক্রান্ত হওয়া রাহুল এখনো ঠিকভাবে সেরে ওঠেননি বলেই এই সিরিজে নেই।

তবে অনেকেই বিস্মিত হয়েছেন জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে বিরাট কোহলি নেই বলে। সর্বশেষ আইপিএলের পর সব সংস্করণে ভারতের হয়ে ৬টি ইনিংস খেলেছেন তিনি। এই ছয় ইনিংসে ভারতের সাবেক অধিনায়কের সর্বোচ্চ রানের ইনিংসটি ২০ রানের। ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না বলে বিশ্রামে আছেন কোহলি।

ওয়েস্ট ইন্ডিজ সফরের ভারত দলে ছিলেন না। অনেকেই ভেবেছিলেন জিম্বাবুয়ে সফরের দলে থাকবেন তিনি, কিন্তু এখানেও নেই তিনি। তাহলে কবে ফিরবেন কোহলি? ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা পিটিআই খবর দিয়েছে, আগস্টে এশিয়া কাপ টি–টোয়েন্টি দিয়ে বিশ্রাম কাটিয়ে ক্রিকেটে ফিরবেন তিনি।

পিটিআই তাদের প্রতিবেদনে ভারতীয় ক্রিকেট বোর্ডের সূত্রকে এভাবে উদ্ধৃত করেছে, ‘বিরাট নির্বাচকদের সঙ্গে কথা বলেছেন। তিনি এশিয়া কাপ থেকে খেলার জন্য তৈরি আছেন বলে জানিয়েছেন। দলের নিয়মিত খেলোয়াড়েরা এশিয়া কাপ থেকে শুরু করে টি–টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত খুব কমই বিশ্রাম পাবেন।’