‘নাসিম আমার কাঁধ নিয়ে নে’
ছিলেন দুর্দান্ত ছন্দে। বিশ্বকাপে ব্যাটসম্যানদের ভোগাবেন তো নিশ্চয়ই, সেই ভোগান্তির পরিমাণ কতটা হবে—তা নিয়েই আলোচনা হচ্ছিল। এমন দুর্দান্ত ছন্দে থাকা নাসিম শাহ চোটের কারণে বিশ্বকাপই খেলতে পারছেন না। স্বাভাবিকভাবেই ২০ বছর বয়সী নাসিমের মন খারাপ হওয়ার কথা। তবে এমন খারাপ সময়ে সতীর্থদের পাশে পাচ্ছেন নাসিম। তাতে কিছুটা দুঃখ লাঘব হলেও হতে পারে পাকিস্তানের ফাস্ট বোলারের।
এশিয়া কাপে ভারতের বিপক্ষে ম্যাচে কাঁধে চোট পান নাসিম। শুধু বিশ্বকাপ নয়, এই পাকিস্তান পেসার ছিটকে গেছেন কয়েক মাসের জন্য। বিশ্বকাপে তাঁর জায়গায় ডাকা হয়েছে হাসান আলীকে। বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর নাসিমকে সমবেদনা জানিয়ে টুইট করেছেন মোহাম্মদ হারিস, মোহাম্মদ ওয়াসিম জুনিয়রের মতো তরুণ ক্রিকেটাররা।
টুইটে হারিস নিজের একটি ছবি শেয়ার করেছেন। সেই ছবিতে একটি প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে আছেন হারিস। প্ল্যাকার্ডে লেখা, ‘নাসিম আমার কাঁধ নিয়ে নে’। ছবিটি দেখেই বোঝা যাচ্ছে, নিজের ছবিতে এডিট করে লেখাটা বসিয়েছেন হারিস।
সেই ছবির ক্যাপশনে আবার হারিস লিখেছেন, ‘শক্ত থেকো বন্ধু’। হারিসের এই টুইট শেয়ার করে নাসিম লিখেছেন, ‘ধন্যবাদ আমার জান। বিশ্বকাপের জন্য শুভকামনা।’ তরুণ ব্যাটসম্যান হারিস অবশ্য বিশ্বকাপের মূল দলে জায়গা পাননি। তিনি ভারতে যাচ্ছেন রিজার্ভ হিসেবে।
টুইটে মোহাম্মদ ওয়াসিম জুনিয়র লিখেছেন, ‘ভাই, তোমাকে মিস করব। শিগগিরই দেখা হবে। শক্ত থেকো, ইনশা আল্লাহ।’
দল থেকে বাদ পড়ার হতাশা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের আক্ষেপের কথা জানিয়েছেন নাসিম। তিনি লিখেছেন, ‘খুবই দুঃখ ভারাক্রান্ত হৃদয় এবং আবেগাক্রান্ত হয়ে জানাচ্ছি, আমি অসাধারণ এই দলের সঙ্গে প্রাণপ্রিয় দেশকে প্রতিনিধিত্ব করতে পারছি না। আমি আমার সব ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীদের তাঁদের সমর্থন এবং প্রার্থনার জন্য ধন্যবাদ জানাচ্ছি।’
এই পোস্ট শেয়ার করে আরেক তরুণ পাকিস্তানি ক্রিকেটার আগা সালমান লিখেছেন, ‘তুমি দ্রুতই ফিট হয়ে যাবে এবং মাঠে ফিরবে। আমরা নাসিম “২.০” দেখতে উন্মুখ হয়ে আছি। কারণ, আমি জানি তুমি আরও শক্তিশালী ও দ্রুতগতির বোলার হয়ে ফিরবে। আমরা তোমাকে মিস করব।’