জীবন বাঁচানো সেই রজত ও নিশুকে স্কুটার উপহার ঋষভ পন্তের
রাস্তার বিভাজকে ধাক্কা লেগে দুমড়েমুচড়ে যাওয়া গাড়ির মধ্যে কাতরাচ্ছিলেন ঋষভ পন্ত। সেই সময় ওই জায়গা দিয়ে যাচ্ছিলেন দুই যুবক রজত কুমার ও নিশু কুমার। তাঁরা দুজন দৌড়ে গিয়ে গাড়ির মধ্য থেকে টেনে বের করলেন মারাত্মকভাবে আহত পন্তকে। রজত ও নিশু তখনো জানতেন না, পন্ত ভারত জাতীয় দলের ক্রিকেটার। তাঁদের কাছে দুর্ঘটনার শিকার এক অসহায় ব্যক্তিকে সাহায্য করাটাই ছিল মুখ্য।
পন্তকে উদ্ধার করে অ্যাম্বুলেন্স জোগাড় করে হাসপাতালে নেওয়া, বিষয়টি পুলিশকে জানানো—সেই সময় সবকিছুই করেছিলেন রজত ও নিশু। দেরাদুনে যাওয়ার পথে পন্ত ভয়াবহ এই গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছিলেন ২০২২ সালের ডিসেম্বরে। এরপর উন্নত চিকিৎসায় ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন। ফিরেছেন ক্রিকেট মাঠেও। এখন তিনি অস্ট্রেলিয়ায় ভারত দলের হয়ে খেলছেন বোর্ডার-গাভাস্কার ট্রফিতে।
এর মধ্যেই আবার আলোচনায় এসেছে পন্তের সেই দুর্ঘটনা আর তাঁকে উদ্ধার করা দুই যুবক রজত ও নিশুর খবর। এটা পন্তের কারণেই এসেছে। সম্প্রতি ভারতের উইকেটকিপার-ব্যাটসম্যান দুই যুবককে দুটি স্কুটার উপহার দিয়েছেন। সেই স্কুটার রজত ও নিশু চালাচ্ছেন—এমন ভিডিও দিয়ে অনেকেই এটা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন।
পন্ত অবশ্য ওই দুর্ঘটনার পর বহুবারই রজত ও নিশিকে ধন্যবাদ জানিয়েছেন। গত বছরও একবার তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘আমি হয়তো সবাইকে আলাদাভাবে ধন্যবাদ জানাতে পারব না। কিন্তু আমাকে এই দুই নায়কের কথা আলাদাভাবে বলতেই হচ্ছে, যাঁরা আমার দুর্ঘটনার সময় নিরাপদে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছেন। রজত কুমার ও নিশু কুমার, আপনাদের ধন্যবাদ। আমি আজীবন কৃতজ্ঞ ও ঋণী থাকব।’
ঋণী তো পন্তকে থাকতেই হবে। অমন একটি দুর্ঘটনার পর অনেকের কাছে তাঁর বেঁচে থাকাটাই অলৌকিক। সেই পন্তই কিনা সুস্থ হয়ে স্বাভাবিক জীবন ফিরে পেয়েছেন। আবার বহাল তবিয়তে খেলছেন ক্রিকেটও। এ সবই তো সম্ভব হয়েছে রজত ও নিশুর জন্য।