প্রথম ২ রান তুলতেই নেই ৬ উইকেট—কোথায় এই বিরল ঘটনা
ইনিংসে এমন বাজে শুরু এর আগে কবে দেখেছে ক্রিকেট! উত্তর পেতে ১৫২ বছর পেছনে যেতে হবে। রঞ্জি ট্রফিতে আজ এমন বিরল ঘটনাই ঘটেছে।
মুম্বাইয়ের বিপক্ষে মেঘালয় আজ স্কোরবোর্ডে ২ রান তুলতেই হারিয়েছে ৬ উইকেট। এর আগে এর চেয়ে কম রানে ৬ উইকেট হারানোর ঘটনা ঘটেছে ১৮৭২ সালে। লর্ডসে সারের বিপক্ষে কোনো রান না তুলেই ৬ উইকেট হারিয়েছিল এমসিসি।
মুম্বাইয়ের সরোদ পাওয়ার ক্রিকেট একাডেমিতে চলা ম্যাচটি আগে থেকেই আলোচনায় ছিল। রোহিত শর্মা, শ্রেয়াস আইয়ার, যশস্বী জয়সোয়ালরা এই ম্যাচে খেলেন কি না, সেটিই ছিল আলোচনার বিষয়।
শেষ পর্যন্ত রোহিত, আইয়ার, জয়সোয়াল ও শিবম দুবে এই ম্যাচে খেলেননি। রিংকু সিংয়ের চোটে বদলি হিসেবে ইংল্যান্ড সিরিজে ভারত দলে যোগ দিয়েছেন শিবম দুবেও। আর ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রস্তুতির জন্য খেলেননি রোহিতরা।
তবে ম্যাচ শুরু হওয়ার পর রোহিতদের খেলা না-খেলার বিষয়টি আড়ালে পড়ে যায়। সেটা দুই পেসার শার্দুল ঠাকুর ও মোহিত আভাস্তির করা দুর্দান্ত বোলিংয়ে। ইনিংসের প্রথম ওভারেই উইকেট পান শার্দুল, পরের ওভারে মোহিত। ইনিংসের তৃতীয় ওভারে শার্দুল করে ফেলেন হ্যাটট্রিক।
ওভারের শেষ ৩ বলে আউট করেন বলচাঁদের অনিরুদ, সুমিত কুমার ও জাসকিরাত সাচদেভাকে। প্রথম শ্রেণির ক্রিকেটে মুম্বাইয়ের হয়ে পঞ্চম হ্যাটট্রিকটি করেছেন শার্দুল। পরের ওভারের প্রথম বলেও উইকেট যায় মেঘালয়ের। এই উইকেটটি নেন মোহিত। তাতে স্কোরকার্ডে মেঘালয়ের সংগ্রহ দাঁড়ায় ২/৬।
প্রথম শ্রেণির ক্রিকেটে সবচেয়ে কম রানে ৬ উইকেট হারানোর তালিকার ৩ নম্বর ঘটনাটিও অনেক আগের। ১৮৬৭ সালে অক্সফোর্ড ইউনিভার্সিটি এমসিসির বিপক্ষে ৬ উইকেট হারায় ৩ রানে। সবচেয়ে কাছাকাছি ঘটা ঘটনাটি ঘটে ১৯৬৩-৬৪ সালে। বেঙ্গালুরুতে রঞ্জি ট্রফিতেই কেরালা মাইশোরের বিপক্ষে ৪ রানে ইনিংসের প্রথম ৬ উইকেট হারায়।
শুরুর ধাক্কা সামলে মেঘালয় প্রথম ইনিংসের তুলতে পেরেছে ৮৬ রান। মুম্বাই প্রথম ইনিংসে তুলে ফেলেছে ২ উইকেটে ১৮৬।