ওয়েস্ট ইন্ডিজ টি-২০ বিশ্বকাপ সূচি
ওয়েস্ট ইন্ডিজ: সোনালি দিন ফেরানোর চ্যালেঞ্জ
প্রথম দল হিসেবে একাধিক টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের রেকর্ড তাদের, পরে যেটিতে ভাগ বসিয়েছে ইংল্যান্ড। তবে এবার দ্বিতীয়বারের মতো টি–টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ, এর আগে কেউ যা করেনি। টি-টোয়েন্টির একসময়ের সোনালি প্রজন্মের প্রায় সবাই চলে গেছেন, এরপরও আশা আছে। এবার তৃতীয় শিরোপা জিততে গেলে অবশ্য একটা ইতিহাসও বদলাতে হবে তাদের। এর আগে কোনো স্বাগতিক দল যে জিততে পারেনি টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা।
অস্ট্রেলিয়ায় হয়ে যাওয়া সর্বশেষ বিশ্বকাপে ভরাডুবি হয়েছিল টি-টোয়েন্টি ক্রিকেটকে একসময় বদলে দেওয়া ওয়েস্ট ইন্ডিজের। গতবার প্রথম রাউন্ড থেকে বিদায়ের পর কোচিং ও নেতৃত্বে আনা হয়েছে পরিবর্তন। দুবার ওয়েস্ট ইন্ডিজকে টি–টোয়েন্টি বিশ্বকাপ জেতানো অধিনায়ক ড্যারেন স্যামি এখন প্রধান কোচ, নিকোলাস পুরানের জায়গায় নেতৃত্বে আনা হয়েছে রোভম্যান পাওয়েলকে। সুনীল নারাইনকে ফেরানো না গেলেও আন্দ্রে রাসেল এসেছেন জাতীয় দলে। জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রিসবেন টেস্ট জিতিয়ে পাদপ্রদীপের আলোয় আসা শামার জোসেফকেও দলে রাখা হয়েছে। বিশ্বকাপ দলে ডাক পাওয়ার আগে যিনি কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেননি।...আরও