মাশরাফির মতো ইমরুলেরও ‘ম্যাজিক নেই, উপরে আল্লাহ আছে’
বিপিএলের আট আসরে চারবারই ট্রফি হাতে তুলেছেন মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশ দলের সফলতম অধিনায়ক এবার আরও একটি ফাইনালে নামার অপেক্ষায়। আগামীকাল সিলেট স্ট্রাইকার্সকে নিয়ে নামবেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে।
মাশরাফি যদি বিপিএলের সফলতম অধিনায়ক হন, দ্বিতীয় সফলতম তবে ইমরুল কায়েস। এই বাঁহাতি ব্যাটসম্যানের নেতৃত্বে দুবার বিপিএল চ্যাম্পিয়ন হয়েছে ভিক্টোরিয়ানস। এবার খেলবে টানা দ্বিতীয় এবং সর্বশেষ চার আসরের মধ্যে তৃতীয় ফাইনাল।
এবারের বিপিএলে দুই ফাইনালিস্টের পথচলা শুরু হয়েছিল বিপরীত গতিতে। প্রথম পাঁচ ম্যাচের সব কটিতেই জিতেছিল সিলেট, আর নিজেদের প্রথম তিন ম্যাচের সব কটিতে হেরেছিল কুমিল্লা। সিলেট শুরুর সেই ছন্দ ধরে রেখে আর কুমিল্লা টানা ১০ ম্যাচ জিতে জায়গা করে নিয়েছে ফাইনালে।
এর মধ্যে এবারই প্রথম বিপিএল ফাইনালে উঠেছে সিলেট। যার সঙ্গে অভিজ্ঞ মাশরাফির অধিনায়কত্বের সংযোগ খুঁজে পাচ্ছেন অনেকে। মঙ্গলবার দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুর রাইডার্সকে হারিয়ে সিলেটের ফাইনাল নিশ্চিতের পর মাশরাফিকে এ নিয়ে জিজ্ঞেস করা হয়েছিল। অধিনায়ক একগাল হেসে বলেছিলেন, ‘আমার কোনো ম্যাজিক নেই। সবই আল্লাহর রহমত।’
ফাইনালের আগের দিন আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদমাধ্যমের মুখোমুখি হন কুমিল্লা অধিনায়ক ইমরুল। কুমিল্লাকে তৃতীয়বার ফাইনালে তোলা এই অধিনায়কের দিকেও ধেয়ে যায় সাফল্য–সূত্রের প্রশ্ন। প্রথম তিন ম্যাচ হেরেও ভিক্টোরিয়ানস যেভাবে ঘুরে দাঁড়িয়ে এখন শিরোপার অপেক্ষায়, তাতে ইমরুলের কোন ম্যাজিক কাজ করেছে?
৩৬ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটসম্যানের জবাবটা এল মাশরাফির মতো করেই, ‘আমার কোনো ম্যাজিক নেই। উপরে আল্লাহ আছে।’
ম্যাজিক না থাকলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে একটি দল কীভাবে সফল হয়, তার একটি ব্যাখ্যা দিয়েছেন ইমরুল।
অনেক সময় ভালো খেলোয়াড়ে ভরা দলও জিততে পারে না মন্তব্য করে কুমিল্লা অধিনায়ক বলেন, ‘ক্রিকেট দলগত খেলা, এখানে ম্যাজিক বলে কোনো কথা নেই। দলের একতা যদি ভালো থাকে, আপনার দল যদি ভালো খেলতে থাকে, তাহলে দলের ফলাফল সম্ভব। অনেকে অনেক বড় মাপের দল করেও কিন্তু ফল আসে না। কারণ, দলের ভেতরকার পরিবেশ ভালো থাকে না। একতা থাকে না। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। মাশরাফি ভাই যে দলেই খেলুক না কেন, এই জিনিস খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করেন। দলের সবাইকে নিয়ে থাকেন, একতাটা ভালো রাখেন। এটাই উনার হয়তো ম্যাজিক বলা যায়।’
আগামীকালের ফাইনাল জেতার ক্ষেত্রে ম্যাচ–পরিস্থিতিতে শান্ত থাকতে পারাই পার্থক্য গড়ে দেবে বলে মনে করেন ইমরুল। এ ক্ষেত্রে সর্বশেষ বিপিএলের ফাইনালকে উদাহরণ টানেন তিনি।
গত আসরের শিরোপামঞ্চে সাকিব আল হাসানের ফরচুন বরিশালকে মাত্র ১ রানে হারিয়েছিল ইমরুলের কুমিল্লা, ‘কালকের ফাইনালটা পুরোটাই আসলে মাইন্ড গেম। হাইভোল্টেজ খেলাগুলো আসলে যে যত বেশি স্নায়ু নিয়ন্ত্রণ করতে পারবে, যে যত বেশি নিজেকে শান্ত রাখতে পারবে, সেই দল তত বেশি ভালো করবে। কারণ, দুই শ রান করেও জেতার নিশ্চয়তা নেই। সর্বশেষ ফাইনালে কিন্তু ১৮ ওভার পর্যন্ত আমরা পিছিয়ে ছিলাম। শেষ ২ ওভারে আমরা খেলাটা জিতে গেছি।’