সুযোগ থাকলেও পাকিস্তানকে ফলো-অন করাল না অস্ট্রেলিয়া

ইমাম উল হককে আউট করার পর অস্ট্রেলিয়ানদের উচ্ছ্বাসএএফপি

পার্থ টেস্টে ২ উইকেটে ১৩২ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল পাকিস্তান। আজ তৃতীয় দিনে ১৩৯ রান তুলতে বাকি ৮ উইকেট হারিয়ে নিজেদের প্রথম ইনিংসে ২৭১ রানে অলআউট হয় শান মাসুদের দল। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস থেকে ২১৬ রানে পিছিয়ে সফরকারীরা। নিজেদের প্রথম ইনিংসে ৪৮৭ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া।

পাকিস্তানকে ফলোঅন করিয়ে আবার ব্যাটিংয়ে পাঠানোর সুযোগ থাকলেও করেননি অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স। সফরকারীদের রানের বোঝা চাপিয়ে দিতে নিজেরাই ব্যাটিংয়ে নেমে পড়েছেন।

আরও পড়ুন

আজ দুই সেশন ব্যাট করতে পেরেছে পাকিস্তান। ট্রাভিস হেড পাকিস্তানের শেষ উইকেট শাহিন আফ্রিদিকে তুলে নেওয়ার মধ্য দিয়ে চা–বিরতি ঘোষণা করা হয়। আগের দিন ১ উইকেট নেওয়া অস্ট্রেলিয়ান অফ স্পিনার নাথান লায়ন আজ ইমাম–উল–হক এবং আমের জামালকে তুলে নেন।

৫০০ টেস্ট উইকেট পেতে লায়নের চাই আর একটি
এএফপি

৪৯৬ উইকেট নিয়ে পার্থ টেস্টে খেলতে নামা লায়নের ৫০০ উইকেটের মাইলফলক ছুঁতে চাই আর ১ উইকেট। সেটি যে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি, তা আন্দাজ করে নেওয়াই যায়।

৩৮ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিনে মাঠ ছাড়া ইমাম আজও ধৈর্যের প্রতীক হয়ে ব্যাট করছিলেন। কিন্তু ১৬১ বলে অর্ধশতক তুলে নেওয়ার পর সম্ভবত ধীরে ধীরে ধৈর্যচ্যূতি ঘটেছে পাকিস্তানি ওপেনারের। এরপর দু–একবার চড়াও হওয়ার চেষ্টা করেছেন অস্ট্রেলিয়ার বোলারদের ওপর। শেষ পর্যন্ত ১৯৯ বলে ৬২ রানে লায়নকে ক্রিজে ছেড়ে বেরিয়ে এসে মারতে গিয়ে স্টাম্পিংয়ের শিকার হন ইমাম।

তার আগে বাবর আজমকে নিয়ে ১০৪ বলে ৪৮ রানের জুটি গড়েছিলেন এই বাঁহাতি। ব্যক্তিগত ২১ রানে মিচেল মার্শের বলে উইকেটের পেছনে অ্যালেক্স ক্যারিকে ক্যাচ দেন বাবর। পাকিস্তান এরপর তেমন বড় জুটি গড়তে পারেনি।

প্যাট কামিন্সের বলে বোল্ড হয়েছেন অভিষিক্ত খুররাম শাহজাদ
এএফপি
আরও পড়ুন

সপ্তম উইকেটে আগা সালমান ও সৌদ শাকিল ৬৬ বলে ৩৫ রানের জুটি গড়ে পাল্টা প্রতিরোধের চেষ্টা করেছিলেন। কিন্তু ২৮ রান করা সৌদ জস হ্যাজলউডকে উইকেট দেন। আগা সালমান ২৮ রানে এক প্রান্তে অপরাজিত ছিলেন।

অস্ট্রেলিয়ার হয়ে ৬৬ রানে ৩ উইকেট লায়নের। ২টি করে উইকেট প্যাট কামিন্স ও মিচেল স্টার্কের।