টানা সাত ম্যাচ জেতা মহানগরকে হারিয়ে ফাইনালে রংপুর
লক্ষ্য মাত্র ১০৮ রানের। সেই রান তাড়া করতেও ঢাকা মহানগরের বিপক্ষে রংপুরকে খেলতে হয়েছে ১৯.২ ওভার। উইকেট হারিয়েছে ৬টি। প্রথম কোয়ালিফায়ারে ৪ উইকেটের এই কষ্টার্জিত জয়ে জাতীয় লিগ টি-টোয়েন্টির ফাইনালে উঠেছে রংপুর।
হেরে গেলেও ফাইনালে ওঠার আরও একটি সুযোগ পাচ্ছে টানা সাত ম্যাচ জিতে কোয়ালিফায়ারে ওঠা ঢাকা মহানগর। কাল দ্বিতীয় কোয়ালিফায়ারে তারা খেলবে এলিমিনেটরে জয় পাওয়া খুলনার বিপক্ষে। এলিমিনেটরে চট্টগ্রামকে বিদায় করেছে খুলনা।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ফাইনালে ওঠার ম্যাচে শুরু থেকে খেই হারিয়েছে ঢাকার ব্যাটসম্যানরা। ৬৬ রানেই হারায় প্রথম ৬ উইকেট, এই রানও তারা তুলেছে ১৪.৫ ওভারে। ওপেনার ইমরানুজ্জামান ৩০ রান করেছেন ৪২ বলে। অধিনায়ক মোহাম্মদ নাঈম করেছেন ১১ রান। ঢাকা যে ১০৭ রান তুলতে পেরেছে সাতে নামা আমিনুল ইসলামের ২৪ বলে ২৩ রানের অপরাজিত ইনিংসে।
রংপুরের ব্যাটসম্যানরাও শুরু থেকেও খোলসে আটকে ছিলেন। প্রথম ১২.১ ওভারে তারা তুলতে পারে মাত্র ৬২ রান, উইকেট হারায় ৪টি। অভিজ্ঞ তানভীর হায়দার ও আরিফুল ইসলামের ২২ রানের ইনিংসে রান তাড়া করতে সক্ষম হয় দলটি।
সংক্ষিপ্ত স্কোর
ঢাকা মহানগর: ২০ ওভারে ১০৭/৯( ইমরানুজ্জামান ৩০, আমিনুল ২৩*; আলাউদ্দিন বাবু ২/২৫, রবিউল ৩/১৯)
রংপুর: ১৯.২ ওভারে ১০৮ রান( তানভীর ২২*, আরিফুল ২২; শহীদুল ২/২৫, আবু হায়দার ১/২৫)
ফল: ঢাকা মহানগর ৪ উইকেটে জয়ী
ম্যাচসেরা: রবিউল হক
চট্টগ্রামের বিদায় দিল খুলনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সকালে খুলনার দেওয়া ১৪৭ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ৬ উইকেটে ১৩৯ রানে থামে চট্টগ্রাম। ম্যাচসেরা হয়েছেন খুলনা অধিনায়ক নুরুল হাসান। টসে হেরে ব্যাটিং করা খুলনা ১৪৬ রান তুলতে পারে মূলত সোহানের ৩৯ বলে ৫২ রানের ইনিংসে। দলের দ্বিতীয় সর্বোচ্চ রান এসেছে আজিজুল হাকিমের ব্যাট থেকে। তিনি করেছেন ২০ রান।
রান তাড়ায় ৬৪ রানে ৫ উইকেট হারানো চট্টগ্রাম ইয়াসির আলী ও নাঈম হাসানের ৩৮ বলে ৫৩ রানের জুটিতে জয়ের পথে ছিল। তবে ১৭তম ওভারে ইয়াসির ৩৭ করে আউট হলে পথ হারায় দলটি। ১৩৯ রানে থেমে ৭ রানে হেরে যায় তারা। নাঈম অপরাজিত ছিলেন ৩৪ রানে। খুলনার হয়ে ২টি করে উইকেট নিয়েছেন মেহেদী রানা ও মাসুম খান।
সংক্ষিপ্ত স্কোর
খুলনা: ১৯.৩ ওভার ১৪৬/১০(নুরুল ৫২, আজিজুল ২০; ফরহাদ ৩/২০, শরীফ ৪/২৬)
চট্টগ্রাম: ২০ ওভারে ১৩৯/৬( ইয়াসির ৩৭, নাঈম ৩৪*; মাসুম ২/২১, রানা ২/১২)
ফল: খুলনা ৭ রানে জয়ী
ম্যাচসেরা: নুরুল হাসান