প্রথমবার আইপিএল খেলতে নেমেই চমক দেখাতে পারেন যাঁরা

আইপিএল ট্রফিবিসিসিআই
প্রতি আইপিএল কোনো না কোনো নতুন তারকার জন্ম দেয়। এবার আইপিএল দেখবে কোন তারকাকে? নির্দিষ্ট করে কারও নাম তো বলে দেওয়ার সুযোগ নেই। তবে সাম্প্রতিক পারফরম্যান্সে কিছু ক্রিকেটারকে আলাদা নজরে রাখতে হবে। সেই ক্রিকেটারদের একবার দেখে নেওয়া যাক—

প্রিয়াংশ আর্য (পাঞ্জাব কিংস)

ভিত্তিমূল্য ছিল মাত্র ৩০ লাখ রুপি। আইপিএল নিলামে বিক্রি হন ৩ কোটি ৮০ লাখ রুপিতে, যা অ্যানক্যাপড ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ। প্রিয়াংশকে দলে নিতে নিলামে দিল্লি ক্যাপিটালস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংসের ত্রিমুখী লড়াই হয়েছে। শেষ পর্যন্ত তাঁকে পেয়েছে পাঞ্জাব। তাঁকে নিয়ে এমন কাড়াকাড়ির কারণ কী ছিল?

প্রিয়াংশ আর্য
দিল্লি প্রিমিয়ার লিগ

গত আগস্টে দিল্লি প্রিমিয়ার লিগে সাউথ দিল্লির হয়ে নর্থ দিল্লির বিপক্ষে বাঁহাতি স্পিনার মনন ভরদ্বাজের টানা ৬ বলে ৬টি ছক্কা মেরেছিলেন এই ক্রিকেটার। টুর্নামেন্টে ১০ ইনিংস সর্বোচ্চ ৬০৮ রান করেন এই বাঁহাতি ওপেনার। স্ট্রাইক রেট ছিল ১৯৮.৬৯। ১০ ইনিংসের মধ্যে ৪টিতে করেন ফিফটি, দুটিতে সেঞ্চুরি। ১০ ইনিংসে ছক্কা মারেন ৪৩টি।

দিল্লি প্রিমিয়ার লিগের পারফরম্যান্স তাঁকে সৈয়দ মুশতাক আলী ট্রফিতে দিল্লি দলে সুযোগ করে দেয়। দিল্লির হয়ে এই আইপিএল নিলামের ঠিক আগের দিন ৪৩ বলে ১০২ রান করেন প্রিয়াংশ আর্য। তাঁকে নিয়ে কাড়াকাড়ি হওয়াটাই তো স্বাভাবিক। এবারের আইপিএলে চমকে দিতে পারেন পাঞ্জাবের এই ব্যাটসম্যান।

জ্যাকব বেথেল (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু)

জ্যাকব বেথেল কেমন করবেন?
এএফপি

স্পিনটা ভালো খেলেন। মিডল অর্ডারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ভরসার নাম হতে পারেন বেথেল। ফর্মটাও তাঁর সঙ্গে আছে। ২০২৪ সালের পর থেকে টি-টোয়েন্টিতে ৬৩ ইনিংসে ১৪০ স্ট্রাইক রেটে ১৬৪০ রান করেছেন। ইংল্যান্ডের হয়ে ৯ ম্যাচে ব্যাটিং করে ফিফটি পেয়েছেন দুটিতে। ব্যাটিং করেছেন ১৪৭.৩৬ স্ট্রাইক রেটে। বাঁহাতি স্পিনটাও মন্দ করেন না। এসব সামর্থ্য দেখেই ২ কোটি ৬০ লাখ রুপিতে তাঁকে দলে নিয়েছে বেঙ্গালুরু। এই আইপিএলে চমকে দিতে পারেন তিনিও!

চ্যাম্পিয়নস ট্রফিতে সেঞ্চুরির পর রিকেলটন
এএফপি

রায়ান রিকেলটন (মুম্বাই ইন্ডিয়ানস)

বয়স ২৮। দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান আলোচনায় এসেছেন একটু দেরিতে। ২০২৪ সাল থেকে এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ১০৯১ রান করেছেন রায়ান রিকেলটন। সেখানে রান করেছেন ৫২ গড় আর ১৬৯.১ স্ট্রাইক রেটে। রোহিতের সঙ্গে মুম্বাই ইন্ডিয়ানসে ওপেনিংয়ে দেখা যেতে পারে প্রথমবার আইপিএলে দল পাওয়া রিকেলটনকে।

গুরজাপনিত সিং (চেন্নাই সুপার কিংস)

পেসার গুরজাপনিত সিং
চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ু প্রিমিয়ার লিগ তারকা তিনি। ২৬ বছর বয়সী এই বাঁহাতি পেসার গত আসরে তামিলনাড়ু প্রিমিয়ার লিগে ২২ উইকেট নিয়েছেন। ওভারপ্রতি খরচ করেছেন ৭.৩ ইকোনমি রেটে। যদিও টি-টোয়েন্টি খেলার খুব বেশি অভিজ্ঞতা নেই গুরজাপনিতের। এখন পর্যন্ত স্বীকৃত টি-টোয়েন্টি খেলেছেন মাত্র ৫। অচেনা এই পেসারকে নিয়ে বিশেষ পরিকল্পনা আছে বলেই তাঁর জন্য ২ কোটি ২০ লাখ রুপি খরচ করেছে চেন্নাই।

অনিকেত বর্মা (সানরাইজার্স হায়দরাবাদ)

অনিকেত বর্মা
এক্স

সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটিং লাইনআপ টুর্নামেন্ট–সেরা। অভিষেক শর্মা, ট্রাভিস হেড, হাইনরিখ ক্লাসেন তো আছেই সঙ্গে ঈশান কিষান এই দলে যোগ দিয়েছেন। এমন এক দলে সারপ্রাইজ প্যাকেজ হতে পারেন অনিকেত বর্মা। টুর্নামেন্ট শুরুর আগে নিজেদের মধ্যে খেলা ম্যাচে ১৬ বলে ৪৬ রানের একটি ইনিংসও খেলেছেন অনিকেত। মধ্যে প্রদেশ প্রিমিয়ার লিগে ৬ ম্যাচে ৫৪.৬০ গড়ে ২৭৩ রান করেছিলেন এই ব্যাটসম্যান।