সবচেয়ে বেশি রানে জেতা ঢাকাকে সবচেয়ে বেশি বল হাতে রেখে হারাল বরিশাল

ফরচুন বরিশালের তানভীর ইসলামই ঢাকা ক্যাপিটালসকে বড় ধাক্কা দিয়েছেন।প্রথম আলো

টস করতে নামার আগেই ঢাকা ক্যাপিটালস নিশ্চিত হয়ে যায়, জিতলেও সেরা চারে থাকার সম্ভাবনা নেই। বিদায় নিতে হবে লিগ পর্ব থেকেই। অনুপ্রেরণার অভাবেই কি না কে জানে, ম্যাচটা ঢাকা ক্যাপিটালস জিততে তো পারেইনি; উল্টো বিপিএল ইতিহাসে সবচেয়ে বেশি বল বাকি থাকতে হেরেছে ফরচুন বরিশালের কাছে।

প্রথমে ব্যাট করে ঢাকা অলআউট হয়েছে এবারের আসরের সর্বনিম্ন ৭৩ রানে। ‘মামুলি’ লক্ষ্যটা বরিশাল টপকে গেছে ৮১ বল আর ৯ উইকেট হাতে রেখে। বলের দিক থেকে এটি বিপিএলে সবচেয়ে বড় ব্যবধানে জয়। এ জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে বরিশাল, নিশ্চিত হয়েছে প্রথম কোয়ালিফায়ারে খেলাও।

ঢালিউড সুপারস্টার শাকিব খানের ঢাকার প্লে–অফে খেলার সম্ভাবনা শেষ হয়ে যায় আজ দিনের প্রথম ম্যাচে চিটাগং কিংস রংপুর রাইডার্সকে হারিয়ে দিলে। ঢাকার জন্য শেষ দুটি ম্যাচ হয়ে পড়ে স্রেফ খেলার জন্য খেলা। তবে চাপহীনতার এ ম্যাচেও ঢাকার ব্যাটসম্যানরা একের পর উইকেট ছুড়ে এসেছেন। ১৫.৩ ওভারে অলআউট হওয়ার আগে সর্বোচ্চ ১৫ রান করেন অধিনায়ক থিসারা পেরেরা। দ্বিতীয় সর্বোচ্চ ১০ রান করে করেন লিটন দাস ও রনসফোর্ড বিটন।

২ রানে ৩ উইকেট নিয়েছেন তানভীর ইসলাম
প্রথম আলো

বরিশালের হয়ে ৩টি করে উইকেট নেন তানভীর ইসলাম, মোহাম্মদ নবী ও ফাহিদ আশরাফ। তবে এর মধ্যে তানভীর ছিলেন সবচেয়ে ভয়ংকর। ২ ওভার হাত ঘুরিয়ে ১টিতে মেডেন আর অন্যটিতে ২ রান দিয়ে নেন ৩ উইকেট। তানভীরের তিন শিকার লিটন, রিয়াজ হাসান ও মোসাদ্দেক হোসেন। নবী ৩ উইকেট নেন ৪ ওভারে ৯ রান দিয়ে। আশরাফের ৩ উইকেট ২.৩ ওভারে ১৫ রানে।

আরও পড়ুন

এবারের বিপিএলে এত দিন সর্বনিম্ন ছিল চিটাগংয়ের বিপক্ষে রাজশাহীর ৮০ রান।
ঢাকার ৭৩ রান তাড়া করতে নেমে বরিশাল লক্ষ্যে পৌঁছে যায় ৬.৩ ওভারে। তাওহিদ হৃদয় ১৫ রান করে আউট হলেও অবিচ্ছিন্ন জুটি গড়ে জয় নিয়ে মাঠ ছাড়েন তামিম ইকবাল ও ডেভিড ম্যালান। তামিম ১৪ বলে করেন ২১ রান, ম্যালান ১৬ বলে ৩৭।

ম্যালান অপরাজিত থাকেন ১৬ বলে ৩৭ রানে।
প্রথম আলো

বল বাকি রেখে লক্ষ্যে পৌঁছানোর দিক থেকে বিপিএলে এর আগে সবচেয়ে বড় জয় ছিল ঢাকা ডায়নামাইটসের, ২০১৭ সালে মিরপুরে সিলেটের বিপক্ষে ৭৩ বল হাতে রেখে।

ঢাকা ক্যাপিটালস আজ সেই বিব্রতকর রেকর্ড নিজেদের করে নিয়েছে। যদিও ১২ জানুয়ারি সিলেটে রাজশাহীর বিপক্ষে রানের দিক থেকে বিপিএলের সবচেয়ে বড় ১৪৯ রানের জয়টিও ঢাকা ক্যাপিটালসেরই।

আরও পড়ুন