দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দলে অভিষেকের অপেক্ষায় থাকা দুজন

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলফাইল ছবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। আইসিসির কোনো টুর্নামেন্টে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দিতে যাচ্ছেন প্রোটিয়া ব্যাটসম্যান এইডেন মার্করাম।

দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে আছেন দক্ষিণ আফ্রিকার কেন্দ্রীয় চুক্তিতে না থাকা দুই ক্রিকেটার আনরিখ নর্কিয়া ও কুইন্টন ডি কক। দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টি লিগ এসএ টি-টোয়েন্টিতে পারফর্ম করে প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছেন রায়ান রিকেলটন ও ওটনিয়েল বার্টমান।

টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে ৯ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন নর্কিয়া। ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে পিঠের চোটে মাঠের বাইরে ছিলেন তিনি। মাঠে ফিরেছেন আইপিএল দিয়ে। রিকেলটন সর্বশেষ এসএ টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন। ১০ ম্যাচে করেছিলেন ৫৩০ রান। ডি ককের সঙ্গে ওপেনিংয়ে তাকে জুটি বাঁধতে দেখা যেতে পারে।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ হতে পারে ডি ককের শেষ বিশ্বকাপ। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ দিয়ে তিনি ওয়ানডেকে বিদায় বলেছিলেন। প্রথমবারের মতো সুযোগ পাওয়া ৩১ বছর বয়সী পেসার বার্টমান এসএটি-টোয়েন্টি উইকেট নিয়েছিলেন ১৮টি, যা টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ।

দক্ষিণ আফ্রিকার ১৫ সদস্যের দলে আছেন চারজন পেসার। নর্কিয়া, বার্টমান ছাড়া আছেন কাগিসো রাবাদা ও জেরাল্ড কোয়েৎজি। এ ছাড়া রিজার্ভ হিসেবে আছেন নান্দ্রে বার্গার ও লুঙ্গি এনগিডি। স্পিনার আছেন তিনজন—কেশব মহারাজ, তাব্রেইজ শামসি ও বিওর্ন ফোরটুইন। একমাত্র অলরাউন্ডার হিসেবে জায়গা পেয়েছেন মার্কো ইয়ানসেনের।

আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার গুঞ্জন শোনা গেলেও ফাফ ডু প্লেসি নেই দক্ষিণ আফ্রিকার স্কোয়াডে। নেই রেসি ফন ডার ডুসেনও। এরপরও দক্ষিণ আফ্রিকার মিডল অর্ডারকে অনেক শক্তিশালীই বলতে হবে। প্রোটিয়াদের ব্যাটিং অর্ডারে মিডল অর্ডারে দেখা যাবে—হাইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, এইডেন মার্করাম, ট্রিস্তান স্টাবসকে।

দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দল এইডেন মার্করাম (অধিনায়ক), কুইন্টন ডি কক, রেজা হেনড্রিকস, রায়ান রিকেলটন, হাইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, ট্রিস্তান স্টাবস, আনরিখ নর্কিয়া, ওটনিয়েল বার্টমান, মার্কো ইয়ানসেন, কাগিসো রাবাদা, জেরাল্ড কোয়েৎজি, কেশব মহারাজ, তাব্রেইজ শামসি ও বিওর্ন ফোরটুইন