বিসিবির চিঠির জবাবে কী বলেছেন হাথুরুসিংহে

বিসিবির চিঠির জবাব দিয়েছেন বাংলাদেশ দলের সদ্য সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহেশামসুল হক

‘অখণ্ড অবসর’–এর এই সময়টা কেমন কাটছে? জানার উপায় নেই। কারণ, অর্থ বহন করে এমন কোনো কিছুই আপাতত বলতে রাজি নন চন্ডিকা হাথুরুসিংহে। বাংলাদেশ দলের প্রধান কোচের পদ থেকে গতকাল তাঁকে বরখাস্ত করা হয়েছে। হাথুরুসিংহের হাতে তাই আপাতত কোনো কাজ নেই।

কাজ নেই বলতে মাঠের কাজটাই নেই আসলে। নইলে কাজ হাথুরুসিংহে করছেন। আজ যেমন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী বরাবর ই–মেইলে পাঠিয়ে দিয়েছেন কারণ দর্শানো নোটিশের জবাব। তাতে তিনি কী লিখেছেন, তার বিস্তারিত জানা যায়নি।

এ ব্যাপারে জানতে নিজাম উদ্দিন চৌধুরীর সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি তাঁকে। আইসিসির সভায় যোগ দিতে বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে তিনি আছেন দুবাইয়ে। বিষয়টি নিয়ে সবারই বেশ কৌতূহল থাকলেও এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি হাথুরুসিংহে।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম থেকে বেরিয়ে যাচ্ছেন চন্ডিকা হাথুরুসিংহে। বাংলাদেশের কোচ হিসেবে গতকাল ছিল তাঁর শেষ দিন
শামসুল হক

অসদাচরণের অভিযোগে সাময়িক বরখাস্ত হাথুরুসিংহেকে ৪৮ ঘণ্টার কারণ দর্শানো নোটিশ দিলেও কালই বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়ে দিয়েছেন যে পরবর্তী ধাপেই বরখাস্ত হবেন তিনি।

এখন প্রশ্ন হলো, হাথুরুসিংহেকে চাকরিচ্যুত করার প্রক্রিয়া শেষ না করে জাতীয় দলের নতুন প্রধান কোচ নিয়োগ নিয়ে বিসিবি আবার কোনো আইনি জটিলতায় পড়ে কি না। জানা গেছে, বিসিবির সিদ্ধান্তের ব্যাপারে পদক্ষেপ নিতে এরই মধ্যে আইনজীবীদের সঙ্গে আলোচনা শুরু করেছেন হাথুরুসিংহে।

ওদিকে বিসিবির সঙ্গে সম্পর্কটা আনুষ্ঠানিকভাবে শেষ না হওয়ায় ঢাকা ছেড়ে যাওয়ার ব্যাপারে দ্বিধাদ্বন্দ্বে আছেন শ্রীলঙ্কান এই কোচ। কারণ দর্শানো নোটিশের জবাব দেওয়ার পর এখন অপেক্ষা করা ছাড়া তাঁর আর কিছু করার নেই। তবে একটি সূত্র জানিয়েছে, কাল–পরশুর মধ্যেই বিসিবির কাছ থেকে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত সিদ্ধান্ত জানতে পারবেন বলে আশাবাদী হাথুরুসিংহে। পরবর্তী পদক্ষেপ নেবেন এরপরই।

আরও পড়ুন

বাড়তি এ সময়টা ঢাকায় কাটানো হাথুরুসিংহের জন্য একটু অস্বস্তিকরই। গতকালও তিনি ছিলেন বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ, মাঠে বাংলাদেশ দলের প্র্যাকটিস জার্সি পরে ক্রিকেটারদের অনুশীলন করিয়েছেন। অথচ আজ তিনি কিছুই নন! মাত্র এক দিনের ব্যবধানে কেমন ভোজবাজির মতো পাল্টে গেল বাংলাদেশের ক্রিকেট!

চন্ডিকা হাথুরুসিংহের জায়গায় দায়িত্বে এসেছেন ফিল সিমন্স
শামসুল হক

হাথুরুসিংহে এখনো ঢাকায়ই আছেন; কিন্তু আছেন অনেকটা নিভৃত হোটেলজীবনে। একই শহরে থেকেই তিনি দেখলেন তাঁর আসনে বসে গেছেন অন্য কেউ। বাংলাদেশের ক্রিকেটে আর কোনো ভূমিকা নেই হাথুরুসিংহের। প্রধান কোচের দায়িত্ব নিতে চলে এসেছেন ফিল সিমন্স। রাতারাতি সব বদলে যাওয়ার এর চেয়ে বড় উদাহরণ আর হয় না।