সাকিব-তামিমের সম্পর্ক নিয়ে নাজমুল হাসান বললেন ‘সবই শোনা কথা’

বিসিবি সভাপতি নাজমুল হাসানফাইল ছবি: প্রথম আলো

দুই দিন আগে এক সাক্ষাৎকারে সাকিব আল হাসান ও তামিম ইকবালের মধ্যে কথা না বলার বিষয়টি সামনে নিয়ে আসেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। দলের মধ্যে ‘গ্রুপিং’ এর বিষয়েও মন্তব্য করেন তিনি। আজ টিম হোটেলে দলের সঙ্গে এক বৈঠক শেষে তাঁর সুর পাল্টে গেছে। বৈঠক শেষে বিসিবি সভাপতি সাংবাদিকদের বলেছেন, এ সবই শোনা কথা।

আরও পড়ুন

সাকিব-তামিমের সম্পর্কের অবনতির বিষয়ে নাজমুল হাসানকে আজ প্রশ্ন করা হলে উত্তরে তিনি বলেছেন, ‘এই যে কথাটা, ড্রেসিংরুমের পরিবেশ ভালো না, তামিম ও সাকিবের মধ্যে সমস্যা, এই সব কিছু আমার বাইরের থেকে শোনা। সবচেয়ে বেশি মিডিয়া থেকে। গত অস্ট্রেলিয়া বিশ্বকাপে আমি সবকিছু খুবই ভালো পেয়েছি। এর আগের কথা শুনেছি। কিন্তু আমি নিজে দেখিনি। আমি যেটা বলেছি, তামিমও সেটাই বলেছে। আমি ওদের সঙ্গে কথা বলেছি, জিজ্ঞেস করেছি কোনো সমস্যা আছে কী না। ওরা দুজনই আমাকে আশ্বস্ত করেছে এটার জন্য খেলায় কোনো প্রভাব পড়বে না। আমিও আমার সাক্ষাৎকারে সেটাই বলেছি।’

বাংলাদেশের অনুশীলনে বাকি সতীর্থদের সঙ্গে সাকিব আল হাসান ও তামিম ইকবাল। আজ শেরেবাংলা স্টেডিয়ামে
ছবি: প্রথম আলো

তবে দুই তারকা ক্রিকেটার একজন আরেকজনের সঙ্গে কথা না বলার বিষয়টিকে অস্বস্তিকর বলেছেন নাজমুল হাসান, ‘দুজনের মধ্যে হয়তো কিছু একটা আছে। সবচেয়ে বেশি বলা হতো, সাকিব ও তামিম খুবই ভালো বন্ধু। এখন হঠাৎ করে ওদের মধ্যে একটা কিছু হয়েছে, যার জন্য একটু অস্বস্তিকর পরিবেশ… অস্বস্তিকর পরিবেশ বলতে, দলে তো আরও খেলোয়াড় আছে। ওরা কারও সঙ্গে কথা বলতে একটু ভয় পায়। দ্বিধাবোধ করে। আচ্ছা আমি যদি এখন সাকিব ভাইর সঙ্গে কথা বলতে যাই, তাহলে আবার উনি ভেবে না বসে উনার দলে! ওরা তো কোনো দলে না। আবার তামিমের সঙ্গে কথা বলতে গেলে ওরা মাইন্ড করে। কিন্তু ওরা যে মাইন্ড করে আজ পর্যন্ত শুনিনি। ওরা নিজে থেকেই…।’

আরও পড়ুন

এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার উপায় কী? নাজমুল হাসানকে এ প্রশ্ন করা হলে উত্তরে বলেছেন, ‘সমস্যাটা কি সেটাই তো জানি না। সমস্যাটা যদি জানতে পারতাম, তাহলে একটা প্ল্যান করতে পারতাম যে কীভাবে আগানো যায়। এখনো আমি তাদের কাছে জানতেও চাইনি যে কি সমস্যা। আমি প্রথম যে কাজটা করেছিলাম ওদের সঙ্গে, ওরা বলেছে এটার সঙ্গে খেলার কোনো সম্পর্ক নেই। দুজনই বলেছে। আমার প্রথম ধাপের কাজটা হয়ে গেছে।’

সাকিব–তামিমের মধ্যে দূরত্ব কতটা
ছবি: প্রথম আলো

নাজমুল হাসান আরও যোগ করেছেন, সাকিব-তামিমের সমস্যাটা আসলে খেলায় প্রভাব ফেলে কি না, সেটা ইংল্যান্ড সিরিজে বোঝা যাবে, ‘এখন অনেক দিন পর আবার তো এক সঙ্গে খেলছে। এখন এটা দেখার সুযোগ হবে। এর আগে তো আমি সুযোগ পাইনি। ভারত সিরিজে তামিম ছিল না। অনেকে টি-টোয়েন্টি ছেড়েছে। ওখানে কিন্তু বোঝা যাচ্ছিল না। তবে আমার মনে হয় কোনো সমস্যা হবে না। ওরা সবাই অভিজ্ঞ, পেশাদার ক্রিকেটার। দলের ক্ষতি হবে এমন কিছু হবে না। যে জিনিসটা এসেছে, এটা এমন কোনো মানুষ নাই যে যারা জানে না। আমাকে এত লোক প্রশ্ন করেছে এটা নিয়ে। আমার এই ভেতরে-ভেতরে গুঞ্জন আমার ভালো লাগছিল না। এটা কিন্তু একটা অস্বস্তিকর পরিবেশ। খেলোয়াড়দের জন্যও। আমি এই জিনিসটা বলে শেষ করতে চাচ্ছি, এটা শেষ। অতীত হয়ে গেছে। এটার সঙ্গে খেলার কোনো সম্পর্ক নেই।’

আরও পড়ুন

জাতীয় দলে ‘গ্রুপিং’ এর প্রসঙ্গে অবশ্য মুখ খুলতে চাননি নাজমুল হাসান। এ ব্যাপারে পরে উত্তর দেবেন বলে জানিয়েছেন, ‘সব সময় থাকে না। জাতীয় দলের খেলায় থাকে না। জাতীয় দলের খেলার আপনার সুযোগ কই, গ্রুপিং করবেন কীভাবে? এটার উত্তর আমি পরে দেব। এখন সিরিজ চলছে।’

এদিকে সাকিবকে ছাড়াই টিম হোটেলে বোর্ডের প্রধানের সঙ্গে ক্রিকেটারদের বৈঠক হয়েছে। সব ক্রিকেটাররা উপস্থিত থাকলেও সাকিব ব্যস্ত ছিলেন এক পণ্যের দূতিয়ালিতে। তবে বোর্ড প্রধানের কাছ থেকে ছুটি নিয়েই নাকি সেখানে গিয়েছেন সাকিব।

সাকিব–তামিমের মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা চলছে কয়েকদিন ধরে
ছবি: প্রথম আলো

নাজমুল হাসান এটি জানিয়ে বলেছেন, ‘সাকিব আমাকে ফোন করেছিল। সে নাকি এয়ারপোর্ট থেকে এসে সোজা অনুশীলনে গিয়েছিল। ওর কয়েকটা কাজ আছে। সুটকেস গোছানো থেকে শুরু করে আরও কি যেন একটা কাজ আছে বলল। সে বলেছে “আমার একটা কাজ আছে। আমি কি কাল আপনার সঙ্গে দেখা করতে পারি?” সো সে আমাকে বলেই নিয়েছে।’

আরও পড়ুন