পিসিবির সমালোচনায় ঐশ্বরিয়াকে টেনে আনলেন রাজ্জাক, আফ্রিদির হাততালি
ভারতের মাটিতে বিশ্বকাপ জিতে ট্রফি নিয়ে দেশে ফিরবেন বাবর আজমরা—এই ছিল পাকিস্তানের ক্রিকেট মহলের স্বপ্ন। কিন্তু শিরোপা জেতা দূরে থাক, সেমিফাইনালেই উঠতে পারেনি পাকিস্তান। প্রথম পর্বের ৯ ম্যাচের মাত্র চারটি জিতে ছিটকে পড়েছে বাবর আজমের দল।
এভাবে প্রথম পর্ব থেকেই পাকিস্তানের ছিটকে পড়াটা কিছুতেই যেন হজম করতে পারছেন না দেশটির সাবেক ক্রিকেটাররা। পাকিস্তান দলের খেলোয়াড় আর পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সমালোচনায় মুখর হয়ে উঠেছেন শহীদ আফ্রিদি, আব্দুল রাজ্জাকরা।
বিশ্বকাপে পাকিস্তান দলের ব্যর্থতা নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে এক মত বিনিময় সভায় রাজ্জাক পিসিবির সমালোচনা করতে গিয়ে টেনে এনেছেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনকে। ঐশ্বরিয়াকে টেনে এনে নতুন এক বিতর্কই যেন তৈরি করলেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার।
ক্রিকেটারদের ভালোভাবে গড়ে তোলার ক্ষেত্রে পিসিবির আরও উদ্যোগী হওয়ার বিষয়ে কথা বলতে গিয়ে ঐশ্বরিয়ার উদাহরণ টেনেছেন রাজ্জাক। তিনি বলেছেন, ‘আপনি যদি মনে করেন ঐশ্বরিয়া রাইকে বিয়ে করে একটা ভালো ও ধার্মিক বাচ্চার জন্ম দেবেন, সেটা তো হবে না। আগে নিজের মানসিকতা ঠিক করতে হবে। বুঝতে হবে যে আমি কী চাই। না হলে ভাল ক্রিকেটারও তৈরি হবে না আর পাকিস্তানও জিততে পারবে না।’
রাজ্জাক যখন এই মন্তব্য করেন, তখন তাঁর দুই পাশে ছিলেন শহীদ আফ্রিদি ও উমর গুল। রাজ্জাককে তাঁরা থামানোর চেষ্টা করেননি, উল্টো দুজনেই হেসে দিয়েছেন এবং একই সঙ্গে দিয়েছেন হাততালি।