‘শহীদ আফ্রিদিদের ব্যক্তিগত উদ্দেশ্য আছে’, বললেন সাবেক পিসিবি চেয়ারম্যান
আশি বা নব্বইয়ের দশকে কী এক দলই না ছিল পাকিস্তান! ক্রিকেটে পরাশক্তি দলগুলোর একটি এই পাকিস্তানে সেই সময় খেলেছেন ইমরান খান, জাভেদ মিয়াঁদাদ, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস, শোয়েব আখতার, সাঈদ আনোয়ার, সাকলায়েন মুশতাক, মুশতাক আহমেদের মতো খেলোয়াড়েরা। ইমরান খানের নেতৃত্বে ১৯৯২ বিশ্বকাপ জেতা ছাড়াও সেই সময় প্রতিপক্ষ দলগুলোর ওপর ছড়ি ঘোরাত পাকিস্তান।
সেই পাকিস্তানই এখন ক্রিকেটে কেমন যেন ম্লান এক দল। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ও ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এবারের চ্যাম্পিয়নস ট্রফিতেও গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে। ঘরের মাঠে বাংলাদেশের কাছে টেস্ট সিরিজে ধবলধোলাই হয়েছে। এরপর তো দেশটির সাবেক ক্রিকেটাররা রীতিমতো সমালোচনার তির ছুড়ছেন দলটির খেলোয়াড় ও পাকিস্তান ক্রিকেট বোর্ড কর্তাদের দিকে।
অনেকেই এর জন্য দায়ী করছেন পাকিস্তান ক্রিকেট প্রশাসনের অস্থিরতাকে। কয়েক বছরের মধ্যে পিসিবি দেখেছে ভিন্ন কয়েকজন চেয়ারম্যান। এই যেমন রমিজ রাজা, নাজাম শেঠি, জাকা আশরাফ ও সর্বশেষ মহসিন নাকভি।
সম্প্রতি পাকিস্তানের ক্রিকেটের করুণ অবস্থা নিয়ে কথা বলেছেন পিসিবির সাবেক চেয়ারম্যান এহসান মানি। পাকিস্তানের ক্রিকেটের বর্তমান দুরবস্থা নিয়ে অখুশি ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত পিসিবির চেয়ারম্যানের দায়িত্বে থাকা মানি ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসকে এক সাক্ষাৎকারে বলেন, ‘দেখুন, পাকিস্তানে প্রতিভার কমতি নেই। আমাদের শুধু ভাবতে হবে, কীভাবে পাকিস্তান বা ক্রিকেটকে সামনে এগিয়ে নেওয়া যায়। প্রথম শ্রেণির ক্রিকেটে নতুন একটা ফরম্যাট চালু করে আমি প্রক্রিয়া শুরু করেছিলাম।’
মানি এরপর যোগ করেন, ‘পাকিস্তানে প্রচুর ক্রিকেট হচ্ছে। কিন্তু মানসম্পন্ন ক্রিকেট খুব কম...পাকিস্তানের পুরো ক্রিকেট কাঠামোর দিকেই তাকাতে হবে পিসিবিকে। নিশ্চিত করতে হবে, উঁচু মানের ও প্রতিদ্বন্দ্বিতাময় ক্রিকেট হচ্ছে। যেটা এখন হচ্ছে না।’ পিসিবির বর্তমান চেয়ারম্যান নাকভি এটা নিয়ে ভাববেন বলেই আশা করছেন মানি।
কিন্তু সাবেক ক্রিকেটারদের অনেকেই মনে করেন, পাকিস্তানের ক্রিকেটের এই দুরবস্থার জন্য নাকভিরও দায় আছে। সম্প্রতি পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি বলেছিলেন, নাকভি তাঁর কাছে স্বীকার করেছেন, ক্রিকেট নিয়ে নাকভির জ্ঞানের অভাব আছে। একই সঙ্গে আফ্রিদি পাকিস্তানের ক্রিকেটকে তুলনা করেছিলেন নিবিড় পরিচর্যা কেন্দ্রে থাকা রোগীর সঙ্গে।
বিষয়টি মানির গোচরে আনা হলে এ নিয়ে তিনি বলেন, ‘আমি শহীদ আফ্রিদি বা অন্যদের কথায় কোনো পাত্তা দিই না। তাদের ব্যক্তিগত উদ্দেশ্য বা অন্য কিছু থাকতে পারে। তাই আমি এটার মধ্যে ঢুকতে চাই না। এ নিয়ে কোনো মন্তব্যও করছি না। আমি শুধু বলব, চেয়ারম্যান আর পিসিবির পরিচালকদের দিক থেকে নেতৃত্ব আসতে হবে।’