যেখানে সব মিলিয়ে বাংলাদেশের ৬, প্রতিপক্ষের মাঠে ৩
মঞ্চটা প্রস্তুতই ছিল বাংলাদেশের জন্য। অপেক্ষা ছিল সেন্ট ভিনসেন্টে ওয়েস্ট ইন্ডিজকে আজ আরেকবার হারানোর। জাকের আলী–পারভেজ হোসেনদের ব্যাটিং–ঝড়ের পর তাসকিন–মেহেদী হাসানদের বোলিং নৈপুণ্যে ৮০ রানের সহজ জয়ই পেয়েছে লিটন দাসের দল।
এই জয়ে প্রতিপক্ষের তাদের মাঠে তৃতীয়বারের মতো ধবলধোলাই করার স্বাদ পেল বাংলাদেশ। আর সব মিলিয়ে টি-টোয়েন্টিতে একাধিক ম্যাচের সিরিজে এটি বাংলাদেশের ষষ্ঠবারের মতো প্রতিপক্ষকে ধবলধোলাই করার কীর্তি।
এর আগে যে পাঁচ সিরিজে ধবলধোলাইয়ের আনন্দ পেয়েছিল বাংলাদেশ, যার দুটি সিরিজ ছিল তিন ম্যাচের—একটি আয়ারল্যান্ড ও অন্যটি ইংল্যান্ডের বিপক্ষে। ২০২৩ সালের মার্চে ঘরের মাঠে সে সময়ের বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ধবলধোলাই করাটা হয়তো বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাসেরই সেরা সাফল্য। তিন ম্যাচের অন্য সিরিজটি ২০১২ সালে। আয়ারল্যান্ড সফরে আইরিশদের ধবলধোলাই করেছিল বাংলাদেশ।
আয়ারল্যান্ডকে তাদের মাঠে ধবলধোলাইয়ের পর, প্রতিপক্ষের মাঠে তিন ম্যাচ সিরিজে এই স্বাদ পেতে বাংলাদেশকে অপেক্ষা করতে হলো প্রায় এক যুগ। তবে এক যুগ পর গড়া এই কীর্তি নানা কারণেই বাংলাদেশের জন্য মাহাত্ম্যপূর্ণ। একে তো ওয়েস্ট ইন্ডিজ এই সংস্করণে দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন, তার ওপর ঘরের মাঠে তাদের ইতিহাস।
এমন নয় যে ওয়েস্ট ইন্ডিজ ঘরের মাঠে টি–টোয়েন্টিতে কখনো ধবলধোলাই হয়নি। একাধিক ম্যাচের টি–টোয়েন্টি সিরিজে আজকের আগে ক্যারিবীয়রা ঘরের মাঠে চারবার ধবলধোলাই হয়েছে। তবে এর দুটি ছিল তিন ম্যাচের সিরিজ, দুটি ঘটনাই ২০১৯ সালের।
ওই বছরের মার্চে ইংল্যান্ডের কাছে ৩–০–তে হারের পর আগস্টে ভারতের কাছে একই ব্যবধানে হারে ওয়েস্ট ইন্ডিজ। এরপর ঘরের মাঠে ১৩টি তিন বা এর বেশি ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলে একবারও ধবলধোলাই হয়নি দলটি। এই ১৩ সিরিজের ৮টিতে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ, হেরেছে চারটিতে, ড্র হয়েছে অন্য সিরিজটি। ওয়েস্ট ইন্ডিজের এই ধারা এবার ভেঙে দিল বাংলাদেশ।
দেশ–বিদেশ মিলিয়েই তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজে খুব বেশি ধবলধোলাই হয়নি ওয়েস্ট ইন্ডিজ—মাত্র ৮ বার। ওয়েস্ট ইন্ডিজকে তিন ম্যাচের সিরিজে ধবলধোলাই করতে পারা দলের সংখ্যা বাংলাদেশসহ এখন চার। তিনবার করে এই কীর্তি আছে ভারত ও পাকিস্তানের। আর একবার করে করল ইংল্যান্ড ও বাংলাদেশ।
বাংলাদেশ এর আগেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে। তবে এবারের জয়ের অন্য মহিমা। পুরো শক্তির ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেছে বাংলাদেশের তরুণ এক দল, প্রথম পছন্দের একাধিক খেলোয়াড় যাতে ছিলেন না।
সেই বিবেচনায় টি-টোয়েন্টিতে বাংলাদেশের ইতিহাসের সেরা সাফল্য হিসেবে ওয়েস্ট ইন্ডিজে এই জয় ২০২৩ সালে ইংল্যান্ডকে ধবলধোলাই করার প্রতিদ্বন্দ্বীই হয়ে গেল।
টি-টোয়েন্টিতে বাংলাদেশের প্রতিপক্ষকে ধবলধোলাই
* প্রতিপক্ষের মাঠে