ওয়ানডে বিশ্বকাপের দল পেয়ে গেছে ভারত

ভারতের কোচ রাহুল দ্রাবিড়ফাইল ছবি: এএফপি

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১–১ সমতায় আছে ভারত। আগামীকাল সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। তবে সিরিজ জয়ের চেয়ে ভারতের চোখ এখন বিশ্বকাপ প্রস্তুতিতে।

তাই শেষ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে ভারতের কোচ রাহুল দ্রাবিড়কেও কথা বলতে হয়েছে বিশ্বকাপের দল নিয়ে। বলেছেন, বিশ্বকাপের দল পেয়ে গেছেন তাঁরা। অর্থাৎ, অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের ফল যা–ই হোক, সেটা ভারতের বিশ্বকাপ দল নির্বাচনে বিশেষ কোনো প্রভাব ফেলবে না।

আরও পড়ুন

বিশ্বকাপের দিন যতই ঘনিয়ে আসছে, দলগুলো ততই সেই টুর্নামেন্ট নিয়ে মনোযোগী হয়ে উঠছে। ভারতও নিজেদের দেশে আয়োজিত হতে যাওয়া অক্টোবরের সেই মহাযজ্ঞের প্রস্তুতিকে পাখির চোখ করেছে। বিশ্বকাপের আগে খুব বেশি ম্যাচ হাতে না থাকায় এখনই দল গোছানোয় মন দিয়েছে তারা।

বিশ্বকাপের দল নিয়ে সংবাদ সম্মেলনে এসে ভারতের কোচ দ্রাবিড় বলেছেন, ‘আমরা যে খেলোয়াড় এবং স্কোয়াডটি চাই, সেটা নিয়ে অনেকটাই পরিষ্কার। আমরা দলটিকে প্রায় ১৭–১৮ জনে নামিয়ে এনেছি। আমাদের এমন কয়েকজন খেলোয়াড় আছে, যারা চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় আছে। তারাও আসতে পারে। নির্ভর করছে কোন সময়ের মধ্যে তারা সেরে উঠছে এবং তাদের ফিরতে কত সময় লাগছে তার ওপর।’

এসব যদি–কিন্তুর পরও দ্রাবিড় মোটামুটি নিশ্চিত কোন দলটিকে তিনি খেলাতে চান, ‘সব মিলিয়ে আমরা বেশ ভালো অবস্থায় আছি। কী ধরনের দল আমরা খেলাতে চাই, সে ব্যাপারে অনেকটাই নিশ্চিত। যেসব খেলোয়াড়কে আমরা চিহ্নিত করেছি, তাদের যতটা সম্ভব খেলার সুযোগ দিতে চাই। ভারতে হলে দারুণ হবে, যদি না হয়, তবে দল গঠনের লক্ষ্যে যত বেশি সম্ভব তাদের খেলাতে চাই।’

আরও পড়ুন
আরও পড়ুন

দলে কারা থাকবেন, সেটি নিশ্চিত হলেও দলের সমন্বয় নিয়ে আরও পরীক্ষা–নিরীক্ষা হতে পারে বলে জানিয়েছেন দ্রাবিড়। বিভিন্ন ধরনের সমন্বয়ের মধ্য দিয়ে দলকে বাজিয়ে দেখার কথা বলেছেন ভারত কোচ, ‘১৫–১৬ জন খেলোয়াড়কে নিয়ে আমরা একাধিক সমন্বয় পরীক্ষা–নিরীক্ষা করে দেখব। কোনটা কাজ করছে, তা দেখার চেষ্টা করব। এটা অনেক বড় টুর্নামেন্ট। ভারতের বেশ দীর্ঘ একটি টুর্নামেন্ট। আমরা ৯টি ভিন্ন ভিন্ন শহরে খেলব, ৯টি ভিন্ন পরিবেশে। তাই আমাদের দলকেও সেটার সঙ্গে মানিয়ে নেওয়ার অবস্থায় রাখতে হবে। কোনো কন্ডিশনে ৪ জন ফাস্ট বোলার খেলাতে হবে, কখনো খেলাতে হবে ৩ জন স্পিনার। কন্ডিশন বিবেচনায় রেখে সবকিছু যেন ঠিকঠাকভাবে করা যায়, তা নিশ্চিত করতে হবে।’