অজ্ঞাত ব্যক্তির সঙ্গে ‘হাতাহাতি’তে জড়ালেন হারিস রউফ
এক অজ্ঞাত ব্যক্তির সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে আলোচনায় এসেছেন পাকিস্তান ফাস্ট বোলার হারিস রউফ। সে ঘটনা হাতাহাতি ও ধাক্কাধাক্কির পর্যায়ে চলে গিয়েছিল। পরে রউফ বলেছেন, নিজের পরিবারকে নিয়ে কেউ কটু কথা বললে তিনি সে অনুযায়ীই ব্যবস্থা নেবেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, ওই ব্যক্তির কোনো কথা শুনে মেজাজ হারান রউফ। সে সময় পাকিস্তান পেসারের সঙ্গে ছিলেন তাঁর স্ত্রীও। রউফকে ওই ব্যক্তির ওপর চড়াও হওয়া থেকে নিবৃত্ত করার চেষ্টা করছিলেন তিনি। ওই ব্যক্তির সঙ্গে থাকা বাকিরাও রউফকে এসে থামান। দুজনের মধ্যে ধাক্কাধাক্কি ও বেশ উত্তপ্ত বাক্যবিনিময় হতেও দেখা যায় ওই ভিডিওতে।
অপ্রীতিকর ঘটনাটি যুক্তরাষ্ট্রে ঘটেছে বলে মনে করা হচ্ছে। টি–টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে পাকিস্তানের সব ম্যাচই ছিল সেখানে, আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচটি ছিল পরশু ফ্লোরিডার লডারহিলে। আজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে সেই ঘটনার ব্যাপারে রউফ বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে এ ব্যাপারটি আনতে চাইনি। কিন্তু যেহেতু ভিডিও চলে এসেছে, পরিস্থিতির দিকে আলোকপাত করা দরকার বলে মনে করছি।’
এরপর ৩০ বছর বয়সী পেসার বলেন, ‘পাবলিক ফিগার (তারকা) হিসেবে জনগণের সব রকম মতামতের ব্যাপারে আমরা উন্মুক্ত। আমাদের সমর্থন বা সমালোচনা করার অধিকার তাঁদের আছে। তবে যেটিই হোক, আমার মা–বাবা বা পরিবারের ব্যাপারে কিছু হলে আমি সে অনুযায়ী প্রতিক্রিয়া দেখাতে দ্বিধা করব না। মানুষ এবং তাঁর পরিবারের প্রতি সম্মান দেখানো গুরুত্বপূর্ণ, তার পেশা যেটিই হোক না কেন।’
এ প্রতিবেদন লেখা পর্যন্ত অবশ্য এ ব্যাপারে পিসিবির পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
যুক্তরাষ্ট্র ও ভারতের কাছে হেরে এবার গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে গতবারের রানার্সআপ পাকিস্তানকে। স্বাভাবিকভাবেই দলটি বেশ সমালোচনার মধ্য দিয়ে যাচ্ছে। অবশ্য পাকিস্তানের হতাশাময় টুর্নামেন্টেও রউফ বেশ উজ্জ্বল ছিলেন। ৪ ম্যাচে ৬.৭৩ ইকোনমি রেটে বোলিং করে তিনি নেন ৭ উইকেট। তবে যুক্তরাষ্ট্রের কাছে সুপার ওভারে হারের দিন মূল ম্যাচের শেষ ওভারে ১৪ রান দিয়েছিলেন।