জয়াসুরিয়াকে ছাড়িয়ে শ্রীলঙ্কার প্রথম ডাবল সেঞ্চুরিয়ান পাতুম নিশাঙ্কা

নিশাঙ্কার ডাবল সেঞ্চুরি উদ্‌যাপন। সেই উদ্‌যাপনের সঙ্গী হলেন সতীর্থ চারিত আসালাঙ্কাএএফপি

১৩ বলে ১৩ রান দরকার। হবে তো?

খুব একটা কঠিন কাজ নয়। তারপরও আজ পাল্লেকেল্লেতে শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচে একটা রোমাঞ্চকর আবহ তৈরি হলো। কারণ একটাই, এই প্রয়োজনটা যে দলীয় নয়, একজন ব্যাটসম্যানের ব্যক্তিগত। আফগানিস্তানের বিপক্ষে দ্বিশতক থেকে শ্রীলঙ্কার ব্যাটসম্যান পাতুম নিশাঙ্কা তখন মাত্র ১৩ রান দূরে, ইনিংস শেষ হতে বলও বাকি ছিল ১৩টি। সব বল কি খেলতে পারবেন নিশাঙ্কা, জেগেছিল এই প্রশ্নও।

দ্বিশতক শেষ পর্যন্ত হলো নিশাঙ্কার। বিশ্বের দশম ও শ্রীলঙ্কার প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে এই মাইলফলক ছুঁলেন নিশাঙ্কা। যে কীর্তি গড়ার আগে তিনি ছাড়িয়ে গেছেন শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার সনাৎ জয়াসুরিয়াকেও। এত দিন ওয়ানডেতে শ্রীলঙ্কার হয়ে ওয়ানডেতে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসটি ছিল জয়াসুরিয়ার। তাঁর ১৮৯ রানের ইনিংসটি নিশাঙ্কা ছাড়িয়ে যাওয়ার সময়ও জয়াসুরিয়া মাঠেই ছিলেন। হাততালি দিয়ে অভিনন্দন জানিয়েছেন উত্তরসূরিকে।

টসে হেরে ব্যাটিংয়ে নেমে নিশাঙ্কার ডাবল সেঞ্চুরিতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ৩ উইকেটে ৩৮১ রান করেছে শ্রীলঙ্কা। নিশাঙ্কা ২০টি চার ও ৮টি ছয়ে ১৩৯ বলে ২১০ রান করে অপরাজিত ছিলেন। এ ছাড়া ৮৮ বলে ৮৮ রান করেছেন আভিস্কা ফার্নান্ডো। ৩৬ বলে ৪৪ রান করেছেন সাদিরা সামারাবিক্রমা।

গ্রাফিক্‌স : প্রথম আলো

নিশাঙ্কার আগে ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি ছিল ১১টি, করেছেন ৯ জন ব্যাটসম্যান। ওয়ানডেতে প্রথম ডাবল সেঞ্চুরিটি কিংবদন্তি শচীন টেন্ডুলকারের। ভারতের গোয়ালিয়রে ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেন্ডুলকার অপরাজিত ছিলেন ২০০ রানে। ওয়ানডেতে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসটিও একজন ভারতীয়র। ২০১৪ সালের নভেম্বরে কলকাতার ইডেন গার্ডেনে শ্রীলঙ্কার বিপক্ষে রোহিত শর্মা করেছিলেন ২৬৪ রান।

ওয়ানডেতে সবচেয়ে বেশি ডাবল সেঞ্চুরিও রোহিতের, ৩টি। রোহিতের বাকি দুটি ডাবল সেঞ্চুরির একটি শ্রীলঙ্কা ও অন্যটি অস্ট্রেলিয়ার বিপক্ষে। দেশ হিসেবেও ওয়ানডেতে ডাবল সেঞ্চুরিতে এগিয়ে ভারত। রোহিতের তিনটি ও টেন্ডুলকারের একটি ছাড়াও একটি করে ডাবল সেঞ্চুরি করেছেন শুবমান গিল, ঈশান কিষান ও বীরেন্দর শেবাগ। এ ছাড়া ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি আছে নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল, ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল, পাকিস্তানের ফখর জামান ও অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েলের। ওয়ানডেতে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ ইনিংস লিটন দাসের ১৭৬, খেলেছিলেন ২০২০ সালে সিলেটে, জিম্বাবুয়ের বিপক্ষে।

২১০ রানের অপরাজিত ইনিংস খেলার পথে পাতুম নিশাঙ্কা
এএফপি