মধুচন্দ্রিমা শেষে গম্ভীরকে ‘সংসারের’ হাল ধরতে বললেন গাভাস্কার
গৌতম গম্ভীর এখন প্রশ্নের মুখে। কারণটা নিশ্চয়ই জানা। কয়েক দিন আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ ৩–০ ব্যবধানে হেরেছে ভারত। দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এর আগে জানিয়েছে, ঘরের মাঠে সব ধরনের সুবিধা পেয়েও ব্যর্থ হওয়ায় ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকবে বিসিসিআই।
ওদিকে বিসিসিআইয়ের বাইরে থেকেও গম্ভীরকে বাস্তবতা মনে করিয়ে দেওয়া হচ্ছে। ভারতেরই কিংবদন্তি সুনীল গাভাস্কার যেমন বলেছেন, রোহিত–কোহলিদের প্রধান কোচ হিসেবে গম্ভীরের মধুচন্দ্রিমা শেষ হয়েছে। পারফরম্যান্স ভালো করতে গম্ভীরকে এখন দলের হালটা ভালোভাবে ধরার পরামর্শ দিয়েছেন গাভাস্কার।
গত ৯ জুলাই ভারত ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পান গম্ভীর। বিশ্বকাপজয়ী সাবেক এই ওপেনারের অধীনে শ্রীলঙ্কায় ওয়ানডে সিরিজ হেরেছে ভারত। তিন সংস্করণ মিলিয়ে গম্ভীরের অধীনে এ পর্যন্ত ১৪ ম্যাচ খেলেছে ভারত। জিতেছে ৮টি, হেরেছে ৫টি, টাই করেছে ১টি। ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে টেস্ট সিরিজে ধবলধোলাই হওয়ার পর থেকে প্রশ্ন উঠছে গম্ভীরের কৌশল নিয়ে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে যেমন বলা হয়েছিল, নিজেদের মাটিতে সাম্প্রতিক সিরিজগুলোয় পেস–সহায়ক উইকেটে ভালো করলেও ভারতের টিম ম্যানেজমেন্ট নিউজিল্যান্ড সিরিজে পিচ কিউরেটরদের স্পিনবান্ধব উইকেট বানানোর নির্দেশ দিয়েছিল। এতে গম্ভীরেরও ‘ইন্ধন’ ছিল। কিন্তু ফল হয়েছে উল্টো। ভারতের মাটিতে ছড়ি ঘুরিয়েছেন কিউই স্পিনার এজাজ প্যাটেল, মিচেল স্যান্টনার, গ্লেন ফিলিপস ও ইশ সোধি।
গাভাস্কার অবশ্য কোচ হিসেবে গম্ভীর যেসব ভুল করেছেন, সে জন্য তাঁকে ক্ষমা করে দিতে প্রস্তুত। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার–গাভাস্কার ট্রফিতে গম্ভীরের কাছ থেকে আর কোনো ভুল চান না তিনি। ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে গাভাস্কার বলেছেন, ‘গৌতম গম্ভীরের জন্য মধুচন্দ্রিমা শেষ। এ সময়ে ভুলগুলোর জন্য আমরা তাকে ক্ষমা করে দিতে চাই। কিন্তু এখন আমরা চাই অস্ট্রেলিয়া সফরে সে সামনে থেকে খেলোয়াড়দের ভালোভাবে নির্দেশনা দিক।’
ভারতের কোচিং স্টাফে রায়ান টেন ডেসকাট ও অভিষেক নায়ারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন গাভাস্কার। তাঁকে জানানো হয়েছিল ডেসকাট ও অভিষেকের ভূমিকাটা আসলে দ্বৈত—সহকারী কোচ এবং ব্যাটিং কোচ।
গাভাস্কার এ নিয়ে বলেছেন, ‘ব্যাটিংয়ের জায়গা থেকে...দলে অভিষেক নায়ারের ভূমিকাটা কী? সে ব্যাটিং কোচ নাকি সহকারী কোচ? গম্ভীর এই দুজনের চেয়ে অনেক বেশি রান করেছে। তাই অস্ট্রেলিয়ান কন্ডিশনে কীভাবে ও কোন অ্যাপ্রোচে ব্যাট করতে হবে, গম্ভীর এসব নিয়ে খেলোয়াড়দের নির্দেশনা দিলে আমরা সম্ভবত অস্ট্রেলিয়ায় ভালো করতে পারব।’
রাহুল দ্রাবিড় ভারতের কোচ থাকতে ঘরের মাঠে স্পিনবান্ধব পিচ বানানোর ঐতিহ্য থেকে সরে আসে বিসিসিআই। এশিয়ার বাইরেও ভালো করতে সিদ্ধান্তটি নিয়েছিলেন দ্রাবিড়। তাঁর অধীন শেষ টেস্ট সিরিজে ইংল্যান্ডকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দেয় ভারত। কিন্তু গম্ভীর কোচ হওয়ার পর আবারও স্পিনবান্ধব পিচ বানানোর ঐতিহ্য ফিরিয়ে আনা হয়। এমন প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত নেওয়ায় গম্ভীরকে জিজ্ঞাসাবাদ করবে বিসিসিআই।
টাইমস অব ইন্ডিয়াকে বোর্ডের একটি সূত্র বলেছে, স্পিন–সহায়ক উইকেট বানানোর সিদ্ধান্ত বোর্ডের কয়েকজনকে বিস্মিত করেছে। দলকে এগিয়ে নিয়ে যেতে গৌতম গম্ভীর ও তাঁর নতুন সাপোর্ট স্টাফদের দৃষ্টিভঙ্গি কেমন হবে, এ ব্যাপারে তাঁদের জিজ্ঞাসা করা হবে।
বোর্ডার–গাভাস্কার ট্রফিতে পাঁচ টেস্ট খেলতে ১০ নভেম্বর অস্ট্রেলিয়ার উদ্দেশে উড়াল দেবে ভারত। ২২ নভেম্বর পার্থে প্রথম টেস্ট।