- হ্যালো, মাউন্ট মঙ্গানুই
- মাউন্ট মঙ্গানুই বলেই বাড়তি আশা?
- ছিটকে গেছেন লিটন
- টস
- নিউজিল্যান্ড একাদশ
- বাংলাদেশ একাদশ
- প্রথম ওভারে ৯
- প্রথম আঘাত শরীফুলের
- উইকেটকিপার রনি
- তানজিমের ওভারে দুই চার
- আগ্রাসী সাইফার্ট
- পাওয়ারপ্লেতে ৫৪/১
- ভালো শুরু রিশাদের
- সাইফার্টকে থামালেন তানজিম
- রিশাদের দারুণ বোলিং
- বৃষ্টি এবং নাটক
- দুর্দান্ত রিশাদ, এরপর বৃষ্টিতে বন্ধ খেলা
- বলছেন নিক পোথাস
- লক্ষ্য যখন সিরিজ জয়
- খুব একটা সুবিধার নয় মাউন্ট মঙ্গানুইতে আবহাওয়ার পূর্বাভাস
- থামেনি বৃষ্টি
- আপডেট
- আপডেট
- প্রসঙ্গ রিশাদ হোসেন
- পরিত্যক্ত দ্বিতীয় টি-টোয়েন্টি
হ্যালো, মাউন্ট মঙ্গানুই
এ সফরের আগে সীমিত ওভারে নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতে কোনো জয় ছিল না বাংলাদেশ। সর্বশেষ দুই ম্যাচে দুই সংস্করণেই তারা পেয়েছে ঐতিহাসিক জয়। এবার মাউন্ট মঙ্গানুইতে বাংলাদেশের সামনে প্রথমবারের মতো সিরিজ জয়ের হাতছানি। সেই মাউন্ট মঙ্গানুই, যেখানে বাংলাদেশ পেয়েছিল নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতে প্রথম জয়—টেস্ট!
কিছুক্ষণ পর টস। প্রথম আলো লাইভে আপনাকে স্বাগত!
মাউন্ট মঙ্গানুই বলেই বাড়তি আশা?
বাংলাদেশ দলের অন্দরমহলেও নিশ্চয়ই এখন এমন আশার বুদবুদ। নেপিয়ারে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে পাওয়া জয়ের ধারা বজায় রেখে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও জিতেছে বাংলাদেশ। তিন দিনের ব্যবধানে নিউজিল্যান্ডকে তাদের আঙিনায় পরপর দুবার হারিয়ে বাংলাদেশ দলের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। তবে অতি আত্মবিশ্বাসেও ভাসছে না নাজমুল হোসেনের দল। উল্টো যথেষ্ট সাবধানীই বলতে হয় তাঁদের। ক্রিকেটাররা জানেন, প্রতিপক্ষ নিউজিল্যান্ড বলেই তাদের বারবার উড়িয়ে দেওয়া যাবে না।
ছিটকে গেছেন লিটন
প্রথম টি-টোয়েন্টিতে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া লিটন ছিটকে গেছেন এ ম্যাচ থেকে। বিসিবির ফিজিও কাইরন থমাস জানিয়েছেন, এমআরআইয়ের পর লিটনের ডান হ্যামস্ট্রিংয়ে লো-গ্রেড স্ট্রেইন দেখা গেছে। ফলে দ্বিতীয় ম্যাচে তাঁকে পাওয়া যাবে না। তিনি পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেছেন।
এদিকে প্রথম ম্যাচে ক্যাচ নেওয়ার সময় ডান হাতে চোট পেয়েছিলেন সৌম্য সরকার। তবে এক্স-রেতে কিছু ধরা পড়েনি।
টস
টসে জিতে আবারও ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন।
নিউজিল্যান্ড একাদশ
অপরিবর্তিত আছে নিউজিল্যান্ড একাদশ।
মিচেল স্যান্টনার (অধিনায়ক), টিম সাইফার্ট, ফিন অ্যালেন, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, জিমি নিশাম, বেন সিয়ার্স, অ্যাডাম মিলনে, ইশ সোধি ও টিম সাউদি।
বাংলাদেশ একাদশ
বাংলাদেশ একাদশে একটিই পরিবর্তন—চোটের কারণে ছিটকে যাওয়া লিটনের জায়গায় এসেছেন শামীম হোসেন।
নাজমুল হোসেন (অধিনায়ক), সৌম্য সরকার, শামীম হোসেন, রনি তালুকদার, তাওহিদ হৃদয়, মোস্তাফিজুর রহমান, আফিফ হোসেন, মেহেদী হাসান, তানজিম হাসান, শরীফুল ইসলাম, রিশাদ হোসেন
প্রথম ওভারে ৯
আবার প্রথম ওভার করতে এসেছেন মেহেদী। এবার আর সাফল্য পাননি। কাট করে একটি চার মেরেছেন টিম সাইফার্ট।
প্রথম আঘাত শরীফুলের
মেহেদী সাফল্য পাননি। তবে শরীফুল প্রথম ওভারে ঠিকই আঘাত করলেন। অফ স্টাম্পের বাইরের বলে ড্রাইভ করেছিলেন ফিন অ্যালেন, কিন্তু সরাসরি ক্যাচ গেছে এক্সট্রা কাভারে রিশাদ হাসানের হাতে। ৯ রানে প্রথম উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড।
সাইফার্ট এরপর আঘাত পেয়েছেন মিচেলের ড্রাইভে ননস্ট্রাইক প্রান্তে। শরীফুলের বলে জোরের ওপর খেলেছিলেন মিচেল। মাথা সরিয়ে নেওয়ার আগেই হেলমেটের পাশে গিয়ে লাগে সাইফার্টের। সঙ্গে সঙ্গেই পড়ে যান তিনি। শরীফুল অবশ্য রানআউট করতে উদ্যত হয়েছিলেন, তবে থেমে যান। আম্পায়ারও ডেড বলের সঙ্কেত দেন।
২ ওভারে ১২/১।
উইকেটকিপার রনি
লিটন দাস নেই বলে গ্লাভস তুলে নিয়েছেন রনি। টি-টোয়েন্টি দলে লিটনই একমাত্র স্বীকৃত উইকেটকিপার।
মেহেদীর দ্বিতীয় ওভারের প্রথম ৪ বলে ২ রান এসেছিল, শেষ বলে চার মেরেছেন মিচেল। ৩ ওভারে নিউজিল্যান্ডের সংগ্রহ ১৮/১।
তানজিমের ওভারে দুই চার
তানজিমের প্রথম ওভারে দুই চারে শুরু করেন সাইফার্ট। এরপর আর বাউন্ডারি আসেনি, উঠেছে ১১ রান। প্রথম উইকেট হারানোর পরও আক্রমণের চেষ্টা করে যাচ্ছে নিউজিল্যান্ড। ৪ ওভারে ২৯/১।
আগ্রাসী সাইফার্ট
৫ ওভারে ৪২/১। এর মধ্যে ১৪ বলে ৩১ রান সাইফার্টের। সর্বশেষ শরীফুলের ওভারে ছক্কার পর চার মেরেছেন তিনি। যদিও ছক্কাটি এসেছে টপ-এজে, উইকেটের পেছন দিকে। শুরুর ধাক্কা সামলে নিয়ন্ত্রণ নিচ্ছে নিউজিল্যান্ড।
পাওয়ারপ্লেতে ৫৪/১
মোস্তাফিজের দ্বিতীয় ও তৃতীয় বলে প্রায় একই ধরনের শটে ইন ফ্রন্ট অব স্কয়ারে দুটি চার মারেন সাইফার্ট, এর মধ্যে দ্বিতীয় চারে ৫০ ছুঁয়ে ফেলে নিউজিল্যান্ড। প্রথম ম্যাচে ৩৬ রান তুলতে ৪ উইকেট হারিয়ে ফেলেছিল নিউজিল্যান্ড। এবার পাওয়ারপ্লেতে তাদের ব্যাটিং এগোচ্ছে ভিন্ন এক পথেই।
ভালো শুরু রিশাদের
পাওয়ারপ্লের ঠিক পরের ওভারে আঁটসাঁট বোলিং করলেন রিশাদ। তাঁর প্রথম ওভারে এসেছে তিনটি সিঙ্গেল। এতক্ষণ সাইফার্টকে সঙ্গ দেওয়ার কাজ করেছেন মিচেল। ১৫ বলে ১২ রানে অপরাজিত তিনি এগিয়ে আসবেন এবার?
সাইফার্টকে থামালেন তানজিম
আগের ওভারে রিশাদ চাপ তৈরি করেছিলেন। তানজিম ফিরে করলেন আঘাত। তাঁর স্লোয়ার ডেলিভারিতে তুলে মেরেছিলেন সাইফার্ট। তবে যেভাবে চেয়েছিলেন, সেভাবে পারেননি। মিড অফ থেকে সরে গিয়ে বেশ ভালো ক্যাচ নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল। ২৩ বলে ৪৩ রান করে থেমেছেন সাইফার্ট, ৫৮ রানে দ্বিতীয় উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড।
রিশাদের দারুণ বোলিং
প্রথম দুই ওভারে দারুণ করেছেন রিশাদ। উইকেটের বাউন্স কাজে লাগিয়েছেন, স্টাম্প তাক করে বোলিং করেছেন যাতে ব্যাটসম্যান তেমন জায়গা না পান। বাইরে করলেও তাতে টার্ন ছিল। ২ ওভারে তিনি দিয়েছেন মাত্র ৫ রান। পাওয়ারপ্লের পরের ৩ ওভারে নিউজিল্যান্ড তুলতে পেরেছে মাত্র ৯ রান।
৯ ওভারে ৬৩/২।
বৃষ্টি এবং নাটক
মাউন্ট মঙ্গানুইতে বৃষ্টি। তবে এখনো তেমন নয়। মিচেল ও ফিলিপস অবশ্য ওভারের মাঝে আলোচনা শুরু করে দিলেন। বৃষ্টিতে খেলা বন্ধ হবে, আপাতত চাপে পড়া নিউজিল্যান্ড বিরতি পাবে—আশা এমন। তবে দুই আম্পায়ার আলোচনা করে খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তই নিয়েছেন।
মোস্তাফিজের এ ওভারে দুবার ক্যাচ তুলেও বেঁচে গেছেন মিচেল। প্রথম এক্সট্রা কাভারে ঠিক নাগাল পাননি আফিফ হোসেন। এরপর একইভাবে বলের গতিপথ পড়তে ভুল করেন তানজিম।
১০ ওভারে ৬৭/২। পাওয়ারপ্লেতে সাইফার্টের ঝোড়ো ব্যাটিংয়ের পর দারুণভাবে ফিরে এসেছে বাংলাদেশ।
দুর্দান্ত রিশাদ, এরপর বৃষ্টিতে বন্ধ খেলা
টানা ৩ ওভার করলেন রিশাদ। সর্বশেষ ওভারে দিয়েছেন ৫ রান। মিচেল সোজা ব্যাটে খেলতে চেয়েছেন, তবে বাউন্ডারির দেখা পাননি। পাওয়ারপ্লের পর আর বাউন্ডারির দেখা পায়নি নিউজিল্যান্ড।
এরপর খেলা বন্ধ করে দিয়েছেন আম্পায়াররা।
১১ ওভারে ৭২/২। ২৪ বলে ১৮ রানে অপরাজিত মিচেল, ১৪ বলে ৯ রান করে ব্যাটিং করছেন ফিলিপস।
বলছেন নিক পোথাস
অবশ্যই নিউজিল্যান্ডের পাওয়ারপ্লে ভালো কেটেছে, এরপর আমরা ফিরে এসেছি। মিচেল আউট হতে চাচ্ছে, কিন্তু আমরা সেটি হতে দিচ্ছি না (হাসি)। নিউজিল্যান্ড অনেক মানসম্পন্ন দল।নিক পোথাস, বাংলাদেশের সহকারি কোচ
লক্ষ্য যখন সিরিজ জয়
২০১২, প্রতিপক্ষ আয়ারল্যান্ড
২০১৮, প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ
২০২১, প্রতিপক্ষ জিম্বাবুয়ে
মেলবোর্নে রোমাঞ্চকর টেস্ট
মেলবোর্নে বক্সিং ডে টেস্টে লড়াই করলেও শেষের নাটকীয় ধসে হেরে গেছে পাকিস্তান। যে ধসের শুরুটা হয়েছে মোহাম্মদ রিজওয়ানের বিতর্কিত আউটে। পার্থের পর এখানেও জিতে ১ ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতল অস্ট্রেলিয়া।
খুব একটা সুবিধার নয় মাউন্ট মঙ্গানুইতে আবহাওয়ার পূর্বাভাস
থামেনি বৃষ্টি
ব্রডকাস্টিংয়ে লাইভ যে চিত্র দেখানো হচ্ছে, তাতে বৃষ্টি হচ্ছে ভালোই। আপাতত তাই খেলা শুরুর সম্ভাবনা নেই।
আপডেট
এখনো কমেনি বৃষ্টি। স্থানীয় সময় রাত ১০-২৮ মিনিটের মধ্যে খেলা শুরু হতে হবে ফল আসতে গেলে। মানে বাংলাদেশ সময় ৩-২৮ মিনিট। এখন থেকে আর সময় আছে সোয়া এক ঘণ্টার মতো।
মেহেদী, মেহেদী—দুজনকে নিয়ে লিখেছেন আরেক মেহেদী
‘দুজনই অফ স্পিনার। পরের পরিচয়টাও এক—দলের প্রয়োজনে দুজনই ব্যাটসম্যান। অর্থাৎ ব্যাটিংয়েও কার্যকর। উচ্চতায়ও পার্থক্য নেই বললেই চলে। দুজনের বাড়িই খুলনায়। মিল আছে নামেও—মেহেদী হাসান! পার্থক্য বলতে একজনের নামের আগে ‘শেখ’, আরেকজনের নামের শেষে ‘মিরাজ’। নেপিয়ারে গত পরশু প্রথম টি-টোয়েন্টিতে তাঁদের ঘিরেই তাৎপর্যপূর্ণ এক ঘটনা দেখল বাংলাদেশ ক্রিকেট।’
আপাতত বৃষ্টির কারণে বন্ধ মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি। এ ফাঁকে পড়তে পারেন বাংলাদেশের দুই ‘মেহেদী’র গল্প—
আপডেট
ছাতা মাথায় চতুর্থ আম্পায়ার কথা বলছেন গ্রাউন্ডসম্যানদের সঙ্গে। বৃষ্টি থামেনি এখনো। মনে করিয়ে দেওয়া যেতে পারে, ফল আসতে গেলে যে ন্যূনতম ৫ ওভার খেলা হতে হবে, সে জন্য খেলা শুরু হতে হবে বাংলাদেশ সময় ৩-২৮ মিনিটের মধ্যে। মানে এক ঘণ্টারও কম সময় আছে আর।
প্রসঙ্গ রিশাদ হোসেন
লেগ স্পিনার কই, লেগ স্পিনার কই—বাংলাদেশ ক্রিকেটে এ হাহাকার অনেক দিনের। বিশেষ করে টি-টোয়েন্টিতে যখন রিস্ট স্পিনাররা বেশ কার্যকর (এ মুহূর্তে আইসিসি র্যাঙ্কিংয়ের শীর্ষ ৫ বোলারের ৪ জনই রিস্ট স্পিনার)। ফলে রিশাদকে নিয়ে নতুন করে আশাবাদী হবেন বাংলাদেশ সমর্থকেরা, সেটি বলাই যায়।
এর আগেই এই দীর্ঘদেহী তরুণ লেগ স্পিনারের প্রশংসা করেছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। আজ পাওয়ারপ্লের পরে বোলিংয়ে আসেন তিনি। সে সময় টিম সাইফার্ট তুলছিলেন ঝড়। এরপর যে বাংলাদেশ বেশ ভালোভাবে ম্যাচে ফিরে এসেছে, তাতে মূল ভূমিকা রিশাদের। উইকেটের বাউন্স কাজে লাগিয়েছেন। বলে ‘রেভ’ বা ঘূর্ণন ব্যবহার করেছেন অনেক।
এখন পর্যন্ত ৩ ওভারে তিনি দিয়েছেন মাত্র ১০ রান। যদিও লেগ স্পিনারের মূল যে কাজ উইকেট নেওয়া, সেক্ষেত্রে সফল হননি। তবে চাপ তৈরি করতে পেরেছেন ঠিকই। সাইফার্টের আউটও এসেছে সে চাপের মধ্যেই।
পরিত্যক্ত দ্বিতীয় টি-টোয়েন্টি
ন্যূনতম ১০-২৮ মিনিটের মধ্যে শুরু হতে হতো খেলা। তবে এর প্রায় ৩০ মিনিট আগেই আনুষ্ঠানিকভাবে পরিত্যক্ত ঘোষণা করা হলো নিউজিল্যান্ড ও বাংলাদেশের সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি। মাউন্ট মঙ্গানুইতে বৃষ্টি থামেনি এখনো। ফলে সেটি থামলেও এ সময়ের মধ্যে মাঠ প্রস্তুত হবে না।
একই মাঠে আগামী ৩১ ডিসেম্বর হবে সিরিজের শেষ ম্যাচ। সিরিজ ড্র করতে গেলে সে ম্যাচ জিততেই হবে নিউজিল্যান্ডকে। আজকের মতো সে ম্যাচটি অবশ্য ফ্লাডলাইটে হবে না, খেলা শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৬ টায়।
এ ম্যাচে বাংলাদেশকে আশা জোগাবে পাওয়ারপ্লের পরের কয়েক ওভারের বোলিং। শুরুতে শরীফুল ইসলামের আঘাতের পরও টিম সাইফার্ট আক্রমণাত্মক ছিলেন। কিন্তু ৬ ওভারের পর থেকেই আঁটসাঁট বোলিংয়ে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। তাতে নেতৃত্ব দেন তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন। তাঁর ৩ ওভারে আসে মাত্র ১০ রান।
বৃষ্টি বিরতির আগে রান তুলতে ভুগছিলেন দুই কিউই ব্যাটসম্যানই। ড্যারিল মিচেল একাধিক সুযোগ দিয়েও বেঁচে গিয়েছিলেন।