হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় অশ্বিনের
ব্রিসবেন টেস্টের শেষ দিনে আজ বৃষ্টির কারণে আগেভাগেই চা বিরতির ঘোষণা এসেছে। খেলোয়াড়েরা তাই গ্যাবার ড্রেসিংরুমেই ছিলেন। ঠিক এমন সময় টিভি ক্যামেরা গেল ভারতের ড্রেসিংরুমের দিকে। রবিচন্দ্রন অশ্বিনকে খুব আবেগপ্রবণ দেখাচ্ছিল। বিরাট কোহলিকে তিনি কিছু একটা বলতেই তাঁর সঙ্গে আলিঙ্গন করেন। বোঝা যাচ্ছিল, কিছু একটা ঘটতে চলেছে।
অবিরাম বর্ষণে ম্যাচ ড্র হওয়ার পর সংবাদ সম্মেলনে ভারতের অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে রবিচন্দ্রন অশ্বিনও এলেন; দিলেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা। এর মধ্য দিয়ে কিংবদন্তিতুল্য এই অফ স্পিনারের ভারতের জার্সিতে ১৪ বছরের বর্ণিল ক্যারিয়ার শেষ হলো।
অবসরের ঘোষণা দিতে গিয়ে অশ্বিন বলেছেন, ‘ভারতের ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক পর্যায়ের সব সংস্করণে এটাই আমার শেষ দিন। আমার মনে হয়েছে ক্রিকেটার হিসেবে (দলকে) কিছু দেওয়ার খুব সামান্যই বাকি আছে। যা অবশিষ্ট আছে, তা ক্লাব পর্যায়ের ক্রিকেটে দেখাতে চাই।’
আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে নিজের সন্তুষ্টির কথা অশ্বিন জানিয়েছেন এভাবে, ‘আমি অনেক মজা করেছি। রোহিতসহ অন্য সতীর্থদের সঙ্গে অনেক স্মৃতি তৈরি করেছি। ধন্যবাদ দেওয়ার মতো অনেকেই আছে। তবে আমি যদি বিসিসিআই এবং সহকর্মী ও সতীর্থদের ধন্যবাদ না দিই, তা আমার জন্য দায়িত্ব পালনে ব্যর্থতা হবে।’
তাঁর বলে ক্যাচ নিয়ে সবচেয়ে বেশি উইকেট এনে দিতে সহায়তা করেছেন রোহিত–কোহলি–পূজারা–রাহানেরা। অশ্বিন তাঁদেরকেও বিশেষ ধন্যবাদ জানিয়েছেন, ‘এই মুহূর্তে সবার নাম মনে করতে পারছি না। অবশ্যই সব কোচ আমার এই যাত্রার অংশ ছিলেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে রোহিত, বিরাট (কোহলি), অজিঙ্কা (রাহানে) ও (চেতেশ্বর) পূজারা। ওরা আমার বলে (প্রতিপক্ষ) ব্যাটসম্যানদের কাছাকাছি ফিল্ডিং করেছে। ওদের কারণেই আমি এতগুলো উইকেট নিতে পেরেছি।’
অধিনায়ক রোহিত জানিয়েছেন, অশ্বিন নাকি অবসরের সিদ্ধান্ত পার্থ টেস্টের সময়ই নিয়ে রেখেছেন। কিন্তু রোহিত তাঁকে অ্যাডিলেড টেস্ট পর্যন্ত খেলতে রাজি করিয়েছেন। আজ ব্রিসবেন টেস্ট শেষ হতেই সিদ্ধান্তটা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিলেন।
রোহিত বলেছেন, ‘দল হিসেবে তার সিদ্ধান্তকে আমাদের সম্মান জানাতে হবে। সে যা করতে চেয়েছিল, সে ব্যাপারে পুরোপুরি নিশ্চিত ছিল। দলও তার সেই ভাবনাকে সমর্থন জানিয়েছে।’
রবিচন্দ্রন অশ্বিনের আন্তর্জাতিক ক্যারিয়ার
৩৮ বছর বয়সী অশ্বিন ভারতের হয়ে তিন সংস্করণ মিলিয়ে ২৮৭ ম্যাচে ৭৬৫ উইকেট নিয়েছেন। দেশটির ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি তিনি। ব্যাট হাতেও অবদান একেবারে কম নয়; করেছেন ৪৩৯৪ রান। টেস্টে ৬টি সেঞ্চুরিও আছে তাঁর।
বর্তমানে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে তিনি বিশ্বের তৃতীয় শীর্ষ অলরাউন্ডার। অবসর নেওয়ার আগমুহূর্ত পর্যন্ত তিনিই ছিলেন বর্তমান খেলোয়াড়দের মধ্যে টেস্টে সর্বোচ্চ উইকেটশিকারি (৫৩৭)।
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ১০০ উইকেটের মাইলফলক ছোঁয়া প্রথম বোলারও অশ্বিন। ক্যারিয়ার শেষ করলেন টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষ উইকেটশিকারি (১৯৫) হিসেবে।
ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্রই শেষ হওয়া বোর্ডার–গাভাস্কার ট্রফির তৃতীয় টেস্টে ভারতের একাদশে ছিলেন না অশ্বিন, জায়গা হয়নি পার্থে সিরিজের প্রথম টেস্টেও। মাঝে অ্যাডিলেডে গোলাপি বলে দিবারাত্রির টেস্টটাই দেশের জার্সিতে তাঁর শেষ ম্যাচ হয়ে রইল।
টেস্টেই বেশি আলো ছড়ানো অশ্বিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল ২০১০ সালে হারারেতে শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ম্যাচ দিয়ে। ২০১১ সালে ভারতের ওয়ানডে বিশ্বকাপ, ২০১৩ সালে চ্যাম্পিয়নস ট্রফি ও ২০১৬ সালে এশিয়া কাপ জয়ী দলের সদস্য তিনি।
অশ্বিনের আচমকা অবসরের ঘোষণায় ব্রিসবেন টেস্টের ফল অনেকটাই আড়ালে চলে গেছে। শুধু দ্বিতীয় দিন ছাড়া বাকি চারদিন বৃষ্টিই মূল খেলাটা খেলেছে।
গতকাল চতুর্থ দিনের পড়ন্ত বিকেলে শেষ উইকেট জুটিতে যশপ্রীত বুমরা ও আকাশ দীপের দৃঢ়তার ফলো অন এড়ায় ভারত। তখনই ম্যাচের ভাগ্য একরকম নিশ্চিত হয়ে যায়। আজ শেষ দিনে বুমরা ও আকাশ আরও ২৪ বল খেলে ৮ রান যোগ করেছেন।
১৮৫ রানের লিড নিয়ে দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়া খুব একটা ভালো করতে পারেনি। ১৮ ওভারে ৭ উইকেটে ৮৯ রান করার পর ইনিংসের সমাপ্তি ঘোষণা করেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স। ফলে ভারতের লক্ষ্য দাঁড়ায় ২৭৫ রান।
কিন্তু ভারতের ব্যাটিংয়ে নামার আগেই বৃষ্টি শুরু হয়ে যায়। রোহিতের দল শেষ পর্যন্ত ব্যাটিংয়ে নামতে পারে চা বিরতির আগে আগে। কিন্তু ২.১ ওভারে বিনা উইকেটে ৮ রান তোলার পর আলোকস্বল্পতায় খেলা বন্ধ হওয়ার পরপরই চা বিরতির ঘোষণা দেন আম্পায়াররা।
এরপরই ভারতের ড্রেসিংরুমে কোহলির সঙ্গে অশ্বিনের আবেগমাখা আলাপ ও আলিঙ্গন। ততক্ষণে আবারও বৃষ্টি চলে আসায় আর কোনো বল মাঠে গড়ায়নি।
আগামী ২৬ ডিসেম্বর মেলবোর্নে শুরু অস্ট্রেলিয়া–ভারতের বক্সিং ডে টেস্ট। সিরিজে এখন ১–১ সমতা।