সূচি নেই, ভেন্যু ঠিক হয়নি—এর মধ্যেই চ্যাম্পিয়নস ট্রফির ‘অদ্ভুত’ ট্রফি ট্যুর কেন

চ্যাম্পিয়নস ট্রফি আগামী বছর ফেব্রুয়ারি–মার্চে হওয়ার কথা পাকিস্তানে। কিন্তু ভারত পাকিস্তান দল না পাঠানোর সিদ্ধান্তে অনড়আইসিসি

আগামী বছরের ১৯ ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা। আদৌ চ্যাম্পিয়নস ট্রফি এই তারিখে শুরু হবে কি না, সেটা এ মুহূর্তে বলা বেশ কঠিন হয়ে গেছে। টুর্নামেন্টটি হওয়ার পাকিস্তানে, এখানেও অনিশ্চয়তা, শেষ পর্যন্ত পাকিস্তানে চ্যাম্পিয়নস ট্রফি হবে কি না, তা–ও নিশ্চিত নয়।

শেষ পর্যন্ত টুর্নামেন্ট পাকিস্তানে না হলে তারা চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নেবে কি না, তারও ঠিক নেই! এর মধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) একটি ঘোষণা দিয়েছে। গতকাল রাতে পিসিবি তাদের এক্স হ্যান্ডলে জানিয়েছে, ১৬ নভেম্বর থেকে ইসলামাবাদ দিয়ে শুরু হবে টুর্নামেন্টের ট্রফি ট্যুর। এত সব অনিশ্চয়তার মধ্যে পিসিবির এমন ঘোষণায় প্রশ্ন তুলেছেন পাকিস্তানের সাবেক উইকেটকিপার–ব্যাটসম্যান মঈন খান।

পিসিবির ঘোষণাটি এ রকম, ‘পাকিস্তান, তৈরি হও! আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫–এর ট্রফি ট্যুর ১৬ নভেম্বর ইসলামাবাদে শুরু হচ্ছে। ট্রফিটি স্কার্দু, মুরি ও মুজাফ্‌ফরাবাদেও যাবে। ২০১৭ সালে ওভালে সরফরাজ আহমেদের উঁচিয়ে ধরা ট্রফিটি ১৬ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত দেখুন।’

পিসিবির এ ঘোষণার প্রতিক্রিয়ায় মঈন ভারতের সংবাদমাধ্যম স্পোর্টসকিরাকে বলেছেন, ‘কোন ভেন্যুতে খেলা হবে এবং পাকিস্তান ও ভারত একে অন্যের বিপক্ষে খেলবে কি না, এটাই যখন কেউ জানে না, তাহলে কোন কারণে এই ট্রফি ট্যুর।’ মঈন এরপর যোগ করেন, ‘সূচি ঘোষণা ছাড়াই ট্রফি ট্যুর একটা অদ্ভুত ব্যাপার।’

চ্যাম্পিয়নস ট্রফির সূচি মূলত ১১ নভেম্বর লাহোরে উন্মোচন করার কথা ছিল। লাহোরেই হওয়ার কথা ছিল ভারতের সব ম্যাচ। কিন্তু চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পাকিস্তানে দল না পাঠানোর সিদ্ধান্তে ভারত অনড় অবস্থানে থাকায় টুর্নামেন্টের ভাগ্যই গেছে অনিশ্চিত হয়ে।

আরও পড়ুন

ভারত চাইছে গত বছরের এশিয়া কাপের মতো এবারের চ্যাম্পিয়নস ট্রফিও আয়োজন করা হোক ‘হাইব্রিড মডেলে’, যেখানে ভারতের ম্যাচগুলো হবে পাকিস্তানের বাইরে নিরপেক্ষ কোনো ভেন্যুতে। কিন্তু পাকিস্তান কোনোভাবেই এবার হাইব্রিড মডেলে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করতে রাজি নয়।

আপাতত আলোচনা চলছে পাকিস্তান থেকে সরিয়ে চ্যাম্পিয়নস ট্রফি অন্য কোথাও আয়োজন করা যায় কি না। এ ক্ষেত্রে দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরাত ও শ্রীলঙ্কার নাম শোনা যাচ্ছে। কিন্তু পিসিবি হুমকি দিয়ে রেখেছে, চ্যাম্পিয়নস ট্রফি পাকিস্তান থেকে সরিয়ে নিলে তারা অংশ নেবে না। কে জানে, শেষ পর্যন্ত কী লেখা আছে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির ভাগ্যে!

আরও পড়ুন