সাদা বলেও স্টোকসকে অধিনায়ক করতে ইংল্যান্ডকে ‘অপ্রথাগত’ পরামর্শ মরগানের

বেন স্টোকসকে (বাঁয়ে) অধিনায়ক করার কথা বললেন এউইন মরগানএএফপি

সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ডের পরবর্তী অধিনায়ক কে হবেন, এই নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। সম্ভাবনার বিচারে অবশ্য এগিয়ে হ্যারি ব্রুক। তবে ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক এউইন মরগান ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকে (ইসিবি) একটু অপ্রথাগত পরামর্শ দিয়েছেন। মরগানের পরামর্শ, টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকসকে সাদা বলে ইংল্যান্ডের অধিনায়ক করার। তবে স্টোকসকে শুধু বড় কোনো টুর্নামেন্টেই অধিনায়কের দায়িত্ব দিয়ে অগুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সিরিজগুলোতে স্টোকসের ‘সহকারী’কে অধিনায়ক করার পরামর্শ দিয়েছেন মরগান।

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম রাউন্ড থেকেই ইংল্যান্ডের বিদায়ের পর পদত্যাগ করেছেন ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক জস বাটলার। ইংল্যান্ডকে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ জেতানো অধিনায়ক মরগানের পরামর্শ, স্টোকসকে মূল অধিনায়ক করে তাঁর সহকারীকে অধিনায়ক হিসেবে গড়ে তোলার।

বেন (স্টোকস) আসা–যাওয়ার মধ্যে থাকবে। বড় টুর্নামেন্টের আগে সে প্রস্তুতি নেবে, সেখানে অধিনায়কত্ব করবে, এরপর বাইরে চলে যাবে। এরপর আরেকটি বড় টুর্নামেন্ট না আসা পর্যন্ত শুধু টেস্ট ক্রিকেট নিয়েই ভাববে।
এউইন মরগান, ইংল্যান্ডের সাবেক অধিনায়ক

ইসিবির ছেলেদের ক্রিকেট ডিরেক্টর রব কি এ মাসের শুরুর দিকে স্টোকসকে অধিনায়ক হিসেবে বিবেচনা করার কথা বলেছিলেন। কি বলেছিলেন ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক হিসেবে স্টোকসকে বিবেচনা না করাটা ‘মূর্খতা’ হবে। ৩৩ বছর বয়সী স্টোকস ২০২২ সাল থেকেই ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক। তবে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পরে আর সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ডের হয়ে খেলেননি স্টোকস।

হ্যারি ব্রুকের সম্ভাবনা আছে ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক হওয়ার
রয়টার্স

ইংল্যান্ডের হয়ে ২২৫টি ওয়ানডে ও ১১৫টি টি-টোয়েন্টি খেলা মরগান অধিনায়ক প্রসঙ্গে কথা বলেছেন স্কাই স্পোর্টসের সঙ্গে। সেখানেই ইসিবিকে পরামর্শ দিয়েছেন মরগান, ‘আমার মনে হয়ে বেন স্টোকসকে দায়িত্ব দিতে গিয়ে একটু অপ্রথাগত পথে হাঁটা যায়। যেখানে স্টোকসকে পূর্ণকালীন অধিনায়কত্ব করতেই হবে, এমন কোনো বাধ্যবাধকতা থাকবে না। এমন একটা ব্যবস্থা করতে হবে, যেখান বেন (স্টোকস) আসা–যাওয়ার মধ্যে থাকবে। বড় টুর্নামেন্টের আগে সে প্রস্তুতি নেবে, সেখানে অধিনায়কত্ব করবে, এরপর বাইরে চলে যাবে। এরপর আরেকটি বড় টুর্নামেন্ট না আসা পর্যন্ত শুধু টেস্ট ক্রিকেট নিয়েই ভাববে।’

আরও পড়ুন

মরগান অবশ্য হ্যারি ব্রুককে নিয়েই উচ্ছ্বসিত। চোটের কারণে বাটলার না থাকায় সর্বশেষ মৌসুমে অস্ট্রেলিয়ার বিপক্ষে অধিনায়কত্ব করেছিলেন ব্রুক। অধিনায়কত্বটা ব্রুকের জন্য চাপ হবে না বলেই বিশ্বাস মরগানের।

আরও পড়ুন