বাংলাদেশ–পাকিস্তান টেস্ট বিনা পয়সায় দেখতে পারবেন দর্শক

টেস্টের তৃতীয় দিনে মাঠে থাকা সমর্থকদের একাংশপিসিবি

বাংলাদেশ–পাকিস্তান সিরিজের রাওয়ালপিন্ডি টেস্টের চতুর্থ ও পঞ্চম দিনের খেলা দেখতে দর্শকদের টিকিটের প্রয়োজন নেই। পিসিবির পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

ছুটির দিনে পারিবারিক দর্শক ও শিক্ষার্থীদের মাঠে টানতেই পিসিবির পক্ষ থেকে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। সিরিজের পরের টেস্টটিও হবে রাওয়ালপিন্ডিতেই। সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২০২৫ চক্রের অংশ।

আরও পড়ুন

দর্শকদের মাঠে ঢুকতে জাতীয় পরিচয়পত্র অথবা শিশু নিবন্ধন ফরম সঙ্গে রাখলেই হবে। পারিবারিক দর্শকদের জন্য উন্মুক্ত থাকছে ইমরান খান ও জাভেদ মিঁয়াদাদের ভিআইপি এনক্লোজার। মিরান বক্স, শোয়েব আখতার, সোহেল তানভীর ও ইয়াসির আরাফাত প্রিমিয়াম এনক্লোজারেও বিনা পয়সায় খেলা দেখতে পারবেন দর্শক। তবে পিসিবি গ্যালারি ও প্লাটিনাম বক্স এর বাইরে থাকছে।

তৃতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ৩১৬ রান
এএফপি

যেসব দর্শক এরই মধ্যে চতুর্থ ও পঞ্চম দিনের টিকিট কেটে ফেলেছেন, তাঁদের টাকা ফেরত দেওয়া হবে। অনলাইনে কেনা টিকিটের দাম স্বয়ংক্রিয়ভাবেই ডেভিড ও ক্রেডিট কার্ডে ফেরত পাঠানো হবে। তবে যাঁরা এক্সপ্রেস সেন্টার থেকে টিকিট কেটেছেন, টাকা ফেরত পেতে তাঁদের মূল টিকিট নিয়ে সেখানে যেতে বলা হয়েছে। দর্শকদের সুবিধার জন্য শাটল বাসের ব্যবস্থাও করেছে পিসিবি।

আরও পড়ুন