জয়সোয়ালের আউটে শরফুদ্দৌলার সিদ্ধান্ত নিয়ে স্নিকো কর্তৃপক্ষ যা বলল

বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদফাইল ছবি: আইসিসি

খোলা চোখে দেখা যাচ্ছে বল গ্লাভস ছুঁয়ে যাওয়ার পর গতিপথ পরিবর্তন করেছে, কিন্তু স্নিকো প্রযুক্তি বলছে বলের সঙ্গে কিছুই লাগেনি—এমসিজি টেস্টে যশস্বী জয়সোয়ালের আউট নিয়ে বিতর্কের মূল কারণ এটিই। এ ক্ষেত্রে তৃতীয় আম্পায়ারের দায়িত্বে থাকা বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সঠিক সিদ্ধান্তই নিয়েছেন বলে মনে করেন বেশির ভাগ বিশ্লেষক ও সাবেক ক্রিকেটার।

তবে সুনীল গাভাস্কার ও ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সহসভাপতি রাজীব শুক্লার মতো কেউ কেউ ভিন্নমতও পোষণ করেন। তাঁদের প্রশ্ন—প্রযুক্তি ব্যবহার করা হয় সিদ্ধান্ত নিখুঁত করার জন্য। তাহলে সেই প্রযুক্তির প্রমাণ কেন জয়সোয়ালের আউটের ক্ষেত্রে গ্রহণ করা হলো না? বিষয়টি নিয়ে পক্ষে–বিপক্ষে নানা মত প্রকাশের পর এ নিয়ে কথা বলেছেন স্নিকো প্রযুক্তির কারিগর।

ক্রিকেটে ডিসিশন রিভিউ সিস্টেম বা ডিআরএসে কয়েক ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়। এর মধ্যে ব্যাটে বা প্যাডে বল লেগেছে কি না, তা বুঝতে রিয়েল টাইম স্নিকো (আরটিএস) বা আল্ট্রা এজ এবং হট স্পটের সাহায্য নেওয়া হয়। স্নিকো মূলত শব্দকেন্দ্রিক ফল দেয়। বল যতটা জোরে বা তীব্রতার সঙ্গে ব্যাট বা প্যাড স্পর্শ করে, তরঙ্গ চিহ্ন ততটাই স্পষ্ট ফুটে ওঠে। হটস্পটে ফুটে ওঠে বল ব্যাট বা প্যাডের ঠিক কোন জায়গায় কতটুকু স্পর্শ করেছে।

আউট হয়ে মাঠ ছাড়ছেন জয়সোয়াল
এএফপি

অস্ট্রেলিয়া–ভারতের মধ্যকার চলমান বোর্ডার–গাভাস্কার ট্রফিতে হট স্পট নেই। ২০১৩ অ্যাশেজে এটি নিয়ে প্রশ্ন ওঠার পর অস্ট্রেলিয়া সব সিরিজে হটস্পট ব্যবহার করে না। হট স্পট ও স্নিকো—দুটি প্রযুক্তিরই উদ্ভাবক বিবিজি স্পোর্টস, যেটির প্রতিষ্ঠাতা ওয়ারেন ব্রেনান। নিজের মালিকানাধীন প্রতিষ্ঠানটিতে প্রযুক্তিপ্রধানেরও দায়িত্বে আছেন তিনি। জয়সোয়ালকে শরফুদ্দৌলার আউট দেওয়া নিয়ে ওঠা বিতর্কে কোড স্পোর্টসের সঙ্গে কথা বলেছেন ব্রেনান।

আরও পড়ুন

সেখানে তিনি বলেছেন, স্নিকো হালকা স্পর্শ বা আলত আঘাতের বিষয়টি সব সময় ধরতে পারে না, ‘(জয়সোয়ালের) এই শটটাও তেমনই একটা শট, যেটায় কোনো শব্দ হয়নি। স্নিকোও তা–ই কোনো শব্দ (তরঙ্গ চিহ্ন) দেখায়নি। আমি অডিও পরিচালকের সঙ্গে কথা বলেছি। তিনিও বলেছেন কোনো শব্দ হয়নি। সম্ভবত হট স্পটই এ ক্ষেত্রে সমাধান দিতে পারত।’

মেলবোর্ন টেস্টে শেষ দিনের তৃতীয় সেশনে জয়সোয়ালের বিরুদ্ধে ক্যাচের আবেদন করেছিল অস্ট্রেলিয়া। মাঠের আম্পায়ার জোয়েল উইলসন আবেদনে সাড়া না দেওয়ার পর প্যাট কামিন্স রিভিউ চান। তৃতীয় আম্পায়ারের দায়িত্বে থাকা শরফুদ্দৌলা ভিডিও রিপ্লে দেখে জয়সোয়ালকে আউটের রায় দেন খোলা চোখে বলের দিকপরিবর্তন দেখে।

৮৪ রান করা জয়সোয়ালের আউটের পর ভারতের দ্বিতীয় ইনিংস বেশিক্ষণ টেকেনি। ১৮৪ রানে ম্যাচ হেরে সিরিজে ২–১ ব্যবধানে পিছিয়ে পড়েছে ভারত। পাঁচ টেস্ট সিরিজের শেষ ম্যাচ শুরু হবে শুক্রবার সিডনিতে।

আরও পড়ুন