২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

‘ছক্কাবাজ’রোহিত ছাড়িয়ে গেলেন ডি ভিলিয়ার্স–মরগানকে

এক বছরে ওয়ানডেতে সবচেয়ে বেশি ছক্কা এখন রোহিত শর্মারছবি: এএফপি

ছক্কা, ছক্কা আর ছক্কা—ক্রিকেট খেলাটাই এখন যেন এমন হয়ে গেছে। এর সঙ্গে তাল মিলিয়ে অনেকেই ছক্কা মেরে যাচ্ছেন যখন-তখন। সেই সব ছক্কাবাজদের অন্যতম রোহিত শর্মা। ভারতের ওপেনার যেন ছক্কা মেরেই সবচেয়ে বেশি আনন্দ পান!

ওয়ানডে ক্রিকেটে ছয় মারার প্রসঙ্গে এলে সবার আগে আসবে শহীদ আফ্রিদির নাম। ওয়ানডেতে ৩৫১টি ছয় মেরেছেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার। ৩৩১টি ছক্কা মেরে দ্বিতীয় স্থানে আছেন ক্রিস গেইল। ওয়েস্ট ইন্ডিজের এই মারকুটে ব্যাটসম্যানের পরই ছক্কা মারায় আছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।

আরও পড়ুন
অধিনায়ক এক বিশ্বকাপে সবচেয়ে বেশি ছক্কাও এখন রোহিতের
ছবি: এএফপি

তবে এক বছরে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডে এত দিন সবার ওপরে ছিলেন এবি ডি ভিলিয়ার্স। আজ ‘৩৬০ ডিগ্রি’ খ্যাত প্রোটিয়া ব্যাটসম্যানকে পেছনে ফেলেছেন রোহিত। বেঙ্গালুরুতে নেদারল্যান্ডসের বিপক্ষে ইনিংসের সপ্তম ওভারে কলিন অ্যাকারম্যানের বলে রোহিত যে ছক্কাটি মেরেছেন, সেটি এ বছরে তাঁর ৫৯তম।

এক বছরে এর চেয়ে বেশি ছক্কা এর আগে কেউ মারেনি। এত দিন সর্বোচ্চ ছিল ডি ভিলিয়ার্সের ৫৮ ছয়, যা তিনি ২০১৫ সালে মেরেছিলেন। ২০১৯ সালে ক্রিস গেইল মারেন ৫৬টি ছক্কা। ২০০২ সালে ৪৮ ছক্কা মেরে এই তালিকায় চতুর্থ স্থানে শহীদ আফ্রিদি। এ বছরই ৪৭টি ছক্কা মেরে তালিকার পঞ্চম স্থানে আছেন সংযুক্ত আরব আমিরাতের মোহাম্মদ ওয়াসিম।

আরও পড়ুন

এক বছরে সবচেয়ে বেশি ছয়ের পাশাপাশি অধিনায়ক হিসেবে বিশ্বকাপের এক আসরে বেশি ছয়ের রেকর্ডও নিজের করে নিয়েছেন রোহিত। ২০১৯ বিশ্বকাপে ইংল্যান্ডের এউইন মরগান মেরেছিলেন ২২ ছক্কা। আজ রোহিত মেরেছেন ২৩তম ছক্কা।

আরও পড়ুন