২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

মিঠুনের নেতৃত্বে চেন্নাই যাবে বিসিবি একাদশ, দলে মুমিনুল

মোহাম্মদ মিঠুনফাইল ছবি: প্রথম আলো

সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে চলতি মাসে সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশ ‘এ’ দলের। কিন্তু আর্থিক সমস্যার কারণে সিরিজটি স্থগিত করে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।

পরে ভারতের চেন্নাইয়ে তামিলনাড়ুর রঞ্জি ট্রফির দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের সিরিজ আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ সে সিরিজের জন্য বিসিবি একাদশ নামে স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। স্কোয়াডের নাম বিসিবি একাদশ হলেও এটি মূলত ‘এ’ দলই।

চেন্নাইয়ে তামিলনাড়ু একাদশের বিপক্ষে দুটি চার দিনের এবং তিনটি একদিনের ম্যাচ খেলবে বিসিবি একাদশ। ৯ অক্টোবর চেন্নাইয়ের উদ্দেশে উড়াল দেবে দল। দুই দিন অনুশীলনের পর ১২ অক্টোবর চার দিনের ম্যাচে মাঠে নামবে বিসিবি একাদশ।

চার দিনের ম্যাচের সিরিজ শেষে শুরু হবে ওয়ানডে সিরিজ। দুই সংস্করণের দলেই অধিনায়ক করা হয়েছে মোহাম্মদ মিঠুনকে। সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হকও এই দলের সঙ্গে চেন্নাই সফরে যাবেন।

মুমিনুল হক দলের সঙ্গে চেন্নাই সফরে যাবেন
ফাইল ছবি

চার দিনের ম্যাচের স্কোয়াড: মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, মাহমুদুল হাসান, মুমিনুল হক, এনামুল হক, তৌহিদ হৃদয়, জাকের আলী, নাঈম হাসান, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, রেজাউর রহমান, মুকিদুল ইসলাম, মোহাম্মদ এনামুল হক।

ওয়ানডে ম্যাচের স্কোয়াড: মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সাইফ হাসান, এনামুল হক, নাঈম শেখ, মাহমুদুল হাসান, শামীম পাটোয়ারী, তৌহিদ হৃদয়, আকবর আলী, তানভীর ইসলাম, শেখ মেহেদী হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরী, রিপন মণ্ডল, মুকিদুল ইসলাম, রিশাদ হোসেন ও রেজাউর রহমান।

সিরিজের সূচি:

৯ অক্টোবর: চেন্নাইয়ে পৌঁছাবে বিসিবি একাদশ।

১২-১৫ অক্টোবর: প্রথম চার দিনের ম্যাচ।

১৯-২২ অক্টোবর: দ্বিতীয় চার দিনের ম্যাচ।

২৭ অক্টোবর: প্রথম ওয়ানডে।

২৯ অক্টোবর: দ্বিতীয় ওয়ানডে।

৩১ অক্টোবর: তৃতীয় ওয়ানডে।

১ নভেম্বর: চেন্নাই ছাড়বে বিসিবি একাদশ।