দ্রুততম ৫০ টেস্ট উইকেট: শ্রীলঙ্কায় দুজন, বাংলাদেশে কারা

আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ক্যারিয়ারের ১১তম টেস্টে ৫০তম উইকেট পেয়েছেন রমেশ মেন্ডিস। শ্রীলঙ্কার হয়ে দ্রুততম ৫০ উইকেটে দিলরুয়ান পেরেরার রেকর্ড ছুঁয়েছেন এ অফ স্পিনার। অবশ্য মেন্ডিস ও পেরেরার রেকর্ডও হুমকির মুখে। প্রবাত জয়াসুরিয়ার টেস্ট উইকেট এখন ৪৩টি, খেলেছেন মাত্র ৬টি টেস্ট। প্রথম টেস্টেই জয়াসুরিয়া নিয়েছেন ১০ উইকেট। পরের টেস্টে কাছাকাছি পারফরম্যান্স করলে শুধু শ্রীলঙ্কা নয়, বিশ্ব রেকর্ডের তালিকাতেই ওপরের দিকে চলে আসবেন এ বাঁহাতি স্পিনার।

ম্যাচের হিসাবে টেস্টে ৫০ উইকেট নেওয়ার ক্ষেত্রে দ্রুততম অস্ট্রেলিয়ার চার্লস টার্নার। তাঁর লেগেছিল মাত্র ৬ ম্যাচ। ক্যারিয়ারে ১৭টি টেস্ট খেলেছিলেন এ পেসার, শেষ টেস্টে নিয়েছিলেন ১০০তম উইকেট। দ্রুততম ১০০ উইকেটের তালিকায় অবশ্য তিনি দুইয়ে, ইংল্যান্ডের জর্জ লোম্যানের লেগেছিল ১৬ টেস্ট।

১১৩ দিন

সময়ের হিসাবে দ্রুততম ৫০ উইকেট নেওয়ার রেকর্ডটি রডনি হগের। অস্ট্রেলিয়ান পেসারের অভিষেক হয়েছিল ১৯৭৮ সালের ১ ডিসেম্বর, ব্রিসবেনে ইংল্যান্ডের বিপক্ষে। ৫০তম উইকেটটি তিনি নিয়েছিলেন ১১৩ দিনে, ১৯৭৯ সালের ২৪ মার্চ শুরু হওয়া পার্থ টেস্টে পাকিস্তানের বিপক্ষে। সব মিলিয়ে এক বছরের কম সময়ের মধ্যে ৫০ উইকেট নিয়েছেন ১৩ জন।

৯ বছর ৫৮ দিন

দক্ষিণ আফ্রিকান পেসার জিমি বাকেনবার্গের ৫০ উইকেট নিতে লেগেছিল মাত্র ১২ টেস্ট, সময়ের ৯ বছর ৫৮ দিন। ১৯১৪ সালের ফেব্রুয়ারি থেকে ১৯২১ সালের নভেম্বর—এ সময়ের মধ্যে যে কোনো টেস্টই খেলেনি দক্ষিণ আফ্রিকা!

১৩

এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে ৫০টি টেস্ট উইকেট নিয়েছেন ছয়জন। তাঁদের মধ্যে দুজন বোলারের ৫০ উইকেট নিতে লেগেছে ১৩ ম্যাচ—মোহাম্মদ রফিক ও মেহেদী হাসান মিরাজ। অবশ্য রফিক ৫০ উইকেট পেয়েছিলেন ২১ ইনিংসে, মিরাজের সেখানে লেগেছিল ২৩ ইনিংস।

বাংলাদেশের দ্রুততম ৫০ উইকেট

১০

এখন পর্যন্ত টেস্টে ৫০০ বা এর বেশি উইকেট পেয়েছেন ৭ জন বোলার। তাঁদের মধ্যে ৫০ উইকেট পেতে সবচেয়ে কম ১০ ম্যাচ লেগেছিল ভারতীয় স্পিনার অনিল কুম্বলের। সবচেয়ে বেশি ১৯ ম্যাচ লেগেছিল ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রডের।

তাঁদের ৫০ উইকেট