ম্যাক্সওয়েল আর কত টাকা নষ্ট করবেন

ছন্দে নেই ম্যাক্সওয়েলএএফপি

০, ১, ০, ৪, ১৬, ০, ০, ৩০, ১, ৩...

আইপিএলে সর্বশেষ ১০ ইনিংসে গ্লেন ম্যাক্সওয়েলের পারফরম্যান্স এমন। সর্বশেষ ফিফটি করেছেন আরও ৫ ইনিংস আগে। এই ১৫ ইনিংসের মধ্যে তাঁর সর্বোচ্চ রানের ইনিংস ৩০।

কী বুঝলেন! হ্যাঁ, নামটা ম্যাক্সওয়েল বলেই এরপরও আইপিএলে খেলছেন। সেটিও প্রায় প্রতি ম্যাচে। দলগুলোও কোটি কোটি রুপি খরচ করছে। তবে পারফরম্যান্সের দিকে চোখ দিলে বলতে হচ্ছে, দলগুলোর কোটি কোটি রুপি উসুল হচ্ছে না!

এবার ম্যাক্সওয়েল খেলছেন পাঞ্জাব কিংসের হয়ে। ৪ ইনিংস ব্যাটিং করে রান করেছেন মাত্র ৩৪। ৪ কোটি ২৫ লাখ রুপিতে কেনা এই ক্রিকেটারকে নিয়ে নানা প্রশ্ন উঠছে। তবে ম্যাক্সওয়েলকে কিনে কিছুটা লাভ এই পাঞ্জাবই করতে পেরেছিল। সেটি অবশ্য ১১ বছর আগের কথা।

৫৫২ রান
২০১৪ সালের আইপিএলে ম্যাক্সওয়েলের পারফরম্যান্স

২০১৪ সালের আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের (বর্তমানে পাঞ্জাব কিংস) হয়ে ১৮৭ স্ট্রাইক রেটে ৫৫২ রান করেছিলেন এই অস্ট্রেলিয়ান। এই পাঞ্জাবকে প্রথমবার তুলেছিলেন ফাইনালে।

সেবার ম্যাক্সওয়েলকে ৬ কোটি রুপিতে কিনেছিল তাঁরা। এমন একটি মৌসুম কাটিয়ে পরের দুই মৌসুমের একটিতেও পাঞ্জাবের হয়ে ২০০ রানও করতে পারেননি তিনি। ২০১৭ সালে করেছিলেন মাত্র ৩১০ রান। হতাশ হয়ে তাঁকে ছেড়ে দেয় দলটি।

এরপর ম্যাক্সওয়েলকে দলে পেতে ৯ কোটি রুপি খরচ করে দিল্লি। ৯ কোটি খরচ করে ম্যাক্সওয়েলের কাছে দলটি পায় মাত্র ১৬৯ রান। এই দিল্লির হয়েই ২০১২ সালে আইপিএলে প্রথমবার খেলেছিলেন ম্যাক্সওয়েল। তাঁকে কিনেছিল ৬ কোটি রুপিতে।

ব্যর্থ হলেও প্রতি ম্যাচে খেলছেন ম্যাক্সওয়েল
এএফপি

২০২০ সালে ম্যাক্সওয়েল আবার যান পাঞ্জাবে। ধারাবাহিক ব্যর্থতার পরও তাঁকে দলে নিতে ১০ কোটি ৭৫ লাখ রুপি খরচ করতে কুণ্ঠাবোধ করেনি পাঞ্জাব। এবার প্রায় ১১ কোটি রুপিতে পাঞ্জাব পেয়েছে ১৩ ম্যাচে ১০৮ রান।

আইপিএলে ব্যর্থ হলেও একই সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে দাপট দেখিয়েছেন ম্যাক্সওয়েল। আর তাঁর ছক্কা মারার সামর্থ্য নিয়ে তো প্রশ্নই নেই! পাশাপাশি বোলিং করতে পারেন, ক্যাচ ধরেন পাখির মতো। এসব কারণেই মূলত তাঁর পেছনে বড় খরচ করতে পিছপা হয় না ফ্র্যাঞ্চাইজিগুলো। তারাও জানে, ম্যাক্সওয়েল যেদিন খেলবেন, একাই জেতাবেন!

আরও পড়ুন

এই ভরসাতেই ২০২১ সালে ম্যাক্সওয়েলকে দলে নেয় বেঙ্গালুরু। নিলামে ১৪ কোটি ২৫ লাখ রুপিতে খরচ করে এই অস্ট্রেলিয়ানের পেছনে। আইপিএলে এটিই ছিল ম্যাক্সওয়েলের সর্বোচ্চ মূল্য। এ মৌসুমে ‘বিগ শো’ খারাপও করেননি। ৪২ গড় আর ১৪৪ স্ট্রাইক রেটে ৫১৩ রান করেছিলেন।

এরপর ২০২২ সালে মেগা নিলামের আগে তাঁকে ছেড়ে দিয়ে ১১ কোটি রুপিতে নিলাম থেকে আবার দলে নেয় বেঙ্গালুরু। ২০২২ ও ২০২৩ মৌসুমে অসাধারণ কিছু না করলেও মোটামুটি ভালোই করেছিলেন। ২০২২ সালে ১৬৯ স্ট্রাইক রেটে ৩০১ রান, ১৮৩ স্ট্রাইক রেটে ২০২৩ সালে করেন ৪০০।

অস্ট্রেলিয়ান এই ক্রিকেটার নিজের সবচেয়ে খারাপ মৌসুম কাটান ২০২৪ সালে। বেঙ্গালুরুর হয়ে ১০ ম্যাচে কত গড়ে রান করেছেন, জানেন? ৫.৭৮। এবার পাঞ্জাবের হয়ে দেখা যাচ্ছে তারই ধারাবাহিকতা।

এবারের আইপিএলে এখন পর্যন্ত ৩৪ রান করেছেন ম্যাক্সওয়েল
এএফপি

অস্ট্রেলিয়ান এই ক্রিকেটার চাইলে নিজের কাছ থেকেই ফেরার অনুপ্রেরণা নিতে পারেন। গত বিগ ব্যাশে শুরুর ৪ ম্যাচে তাঁর রান ছিল ১৫, ৩২, ৬ ও ০। এমন শুরুর পর দারুণভাবে ফিরে আসেন ম্যাক্সওয়েল। পরের ৫ ইনিংসের মধ্যে ফিফটি করেন ৩টিতে। এই ৫ ইনিংসের মধ্যে তিন ইনিংসেই ছিলেন অপরাজিত। দেখা যাক, আইপিএলে বিগ ব্যাশের সেই ম্যাক্সওয়েল ফেরেন কি না!

আরও পড়ুন