বিশ্বকাপে চোখ আম্পায়ার সাথিরার

বাংলাদেশের নারী আম্পায়ার সাথিরা জাকিরফেসবুক

সদ্য সমাপ্ত মেয়েদের এশিয়া কাপ ক্রিকেটে আম্পায়ারিং করেছেন। এবার মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপেও ম্যাচ পরিচালনা করার স্বপ্ন দেখছেন বাংলাদেশের নারী আম্পায়ার সাথিরা জাকির। আগামী অক্টোবরে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে বাংলাদেশ। সাবেক এই ক্রিকেটারের চোখ এখন সেই বিশ্বকাপে।

সফল এশিয়া কাপ শেষে দেশে ফিরে আইসিসির ডেভেলপিং প্যানেলের আম্পায়ার সাথিরা আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে বলেছেন, ‘আমি আশাবাদী, স্বপ্ন সেটাই দেখছি। বিসিবিও আশাবাদী। কিন্তু যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না হচ্ছে ততক্ষণ কিছু বলা যাচ্ছে না। সুযোগ আছে। বাংলাদেশের মাটিতে বিশ্বকাপ, সেই স্বপ্নটা সবাই দেখে।’

এশিয়া কাপে ভারত-পাকিস্তান ও ভারত-শ্রীলঙ্কার ফাইনাল ম্যাচসহ মোট চারটি ম্যাচে আম্পায়ারিং করেছেন সাথিরা। গুরুত্বপূর্ণ দুটি ম্যাচসহ পুরো টুর্নামেন্টেই আম্পায়ার হিসেবে তাঁর পারফরম্যান্স প্রশংসিত হয়েছে।

জেসি যখন শুধুই খেলোয়াড় ছিলেন
ফেসবুক

সাথিরাও বলেছেন, ‘যেমন চিন্তা করে গিয়েছি, তার চেয়ে ভালো কেটেছে। এশিয়া কাপের প্রথম ম্যাচটা ছিল ভারত-পাকিস্তানের। ম্যাচটা খুব ভালো হয়েছে। প্রথম ইম্প্রেশনটা খুব ভালো হওয়ায় সেটা হয়তো এশিয়া কাপের ফাইনাল ম্যাচটাও পেতে সাহায্য করেছে।’

আম্পায়ার হিসেবে বড় মঞ্চে ভালো করার প্রস্তুতি বাংলাদেশে ছেলেদের ঘরোয়া ক্রিকেটেই হয়েছে সাথিরা। এবারের ছেলেদের ঢাকা প্রিমিয়ার লিগেও ম্যাচ পরিচালনা করেছেন তিনি। এর আগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ লিগ ম্যাচ পরিচালনা করেছেন।

প্রিমিয়ার লিগে আম্পায়ার সাথিরা জাকির জেসি
সংগৃহীত

তাঁর অভিজ্ঞতা বলছে, মেয়েদের এশিয়া কাপের ফাইনালের চেয়েও বেশি চাপ বাংলাদেশের প্রিমিয়ার লিগের ম্যাচে, ‘আমার মনে হয় ভারত-পাকিস্তান বা এশিয়া কাপের ফাইনাল ম্যাচের থেকে আমাদের ডিপিএলেই বেশি চাপের ম্যাচ থাকে। আমি এটা মনে করেই সেখানে গিয়েছি। যে কারণে আমি ওই ম্যাচগুলো উপভোগ করেছি, চাপ অনুভব করিনি।’