সুপার সিক্সে বাংলাদেশের প্রতিপক্ষ শুধু ভারত ও উইন্ডিজ কেন

ভারতের বিপক্ষে সুপার সিক্সে খেলবে বাংলাদেশএসিসি

সুপার সিক্স নিশ্চিত হয়েছে গতকালই। বাংলাদেশের মেয়েদের লক্ষ্য এখন সেমিফাইনাল। অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে শেষ চারে খেলতে বাংলাদেশের এখন কী করতে হবে? আগে সুপার সিক্সে জিততে হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। পরে আসবে অন্য সমীকরণ।

সুপার সিক্সে বাংলাদেশ খেলবে ১ নম্বর গ্রুপে। এই গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে আরও ৫টি দল—ভারত, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, স্কটল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। প্রশ্ন করতে পারেন, বাংলাদেশ শুধু ভারত ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে কেন?

সুপার সিক্সের ১ নম্বর গ্রুপ তৈরি হয়েছে গ্রুপ পর্বের ‘এ’ ও ‘ডি’ গ্রুপ দিয়ে। বাংলাদেশ গ্রুপ পর্বে ছিল ‘ডি’ গ্রুপে। এখান থেকে বাংলাদেশের সঙ্গে সুপার সিক্সে উঠেছে অস্ট্রেলিয়া ও স্কটল্যান্ড।

গ্রুপ পর্বে বাংলাদেশ হেরেছিল শুধু অস্ট্রেলিয়ার কাছে
আইসিসি

নিয়ম অনুযায়ী, একই গ্রুপে থাকা দলগুলো সুপার সিক্সে একে অন্যের মুখোমুখি হবে না। আবার গ্রুপ পর্বের চ্যাম্পিয়ন অন্য গ্রুপের চ্যাম্পিয়নদের সঙ্গে খেলবে না। রানার্সআপদের বেলাতেও একই নিয়ম।

‘ডি’ গ্রুপে বাংলাদেশ ২ জয় নিয়ে ছিল পয়েন্ট তালিকার ২ নম্বরে, মানে রানার্সআপ। গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া। আর ‘এ’ গ্রুপের শীর্ষ দল ভারত, রানার্সআপ শ্রীলঙ্কা। তাই বাংলাদেশের আর শ্রীলঙ্কার সঙ্গে খেলতে হবে না, খেলবে ভারতের বিপক্ষে। খেলতে হবে ‘এ’ গ্রুপের তৃতীয় হওয়া ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে।

এই দুই ম্যাচ জিতলেই বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত, তা নয়। কারণ, গ্রুপ পর্বে খেলা ম্যাচের পয়েন্টও হিসাবের মধ্যে আসবে। তবে যারা সুপার সিক্সে উঠেছে, তাদের বিপক্ষে পাওয়া পয়েন্টই শুধু যোগ হবে।

তাই সুপার সিক্সে ২ পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান ৪ নম্বরে। সুপার সিক্সে থাকা দুই দলের বিপক্ষে জয় নিয়ে শীর্ষ দুই দল ভারত ও অস্ট্রেলিয়া। ২ পয়েন্ট পেলেও তালিকার ৩ নম্বরে আছে শ্রীলঙ্কা (‍+০.৫২৫), তাদের রানরেট বাংলাদেশের (‍+০.৪২৫) চেয়ে বেশি।

আরও পড়ুন