১৫ জানুয়ারি, ভারত ও ৩০০ রানের জয়
কাকতালীয়ই বটে! কীভাবে?
১৫ জানুয়ারি ২০২৩: শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ম্যাচে ভারত ৩১৭ রানে জয়ী।
১৫ জানুয়ারি ২০২৫: আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ম্যাচে ভারত ৩০৪ রানে জয়ী।
ওপরের জয়টা ভারতের ছেলেদের দলের, নিচেরটা মেয়েদের। নিজেদের ওয়ানডে ইতিহাসে দুই দলেরই এটি প্রথমবারের মতো ৩০০+ রানে জয়, রানের ব্যবধানে তাদের সবচেয়ে বড় জয়ও। জয় দুটি এসেছে ঠিক দুই বছরের ব্যবধানে, অর্থাৎ একই তারিখে। ব্যাপারটা কাকতালীয় নয়তো কী!
ভারতীয় মেয়েদের কীর্তিটা যে অতিসাম্প্রতিক, বুঝতেই পারছেন। নিজেদের মাঠে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতে গতকাল আইরিশ মেয়েদের ৩০৪ রানে উড়িয়ে দিয়েছে স্মৃতি মান্ধানার দল। মেয়েদের ওয়ানডেতে যা রানের হিসাবে সপ্তম বড় জয়।
রাজকোটের নিরঞ্জন শাহ স্টেডিয়ামে রেকর্ডের বন্যা বইয়ে দেওয়া ম্যাচে ভারত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে তুলেছিল ৪৩৫ রান, যা ওয়ানডেতে তাদের সর্বোচ্চ তো বটেই; প্রথমবারের মতো ৪০০ পেরোনো স্কোর। জবাবে আয়ারল্যান্ড অলআউট মাত্র ১৩১ রানে।
এ বছর মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ হবে ভারতেই। স্বাগতিক হওয়ার সুবাদে তারা সরাসরি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের আওতাধীন সিরিজটিতে তাই নিয়মিত অধিনায়ক হারমানপ্রীত কৌরকে বিশ্রাম দিয়েছিল ভারত। কিন্তু তাঁর অভাব বুঝতেই দেয়নি স্মৃতি মান্ধানার নেতৃত্বাধীন দল। তিন ম্যাচের সিরিজে আইরিশদের ৩-০ ব্যবধানে ধবলধোলাই তো করেছেই, একই সঙ্গে গড়েছে একগাদা রেকর্ড।
কাল নিজেদের ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে জয় পাওয়ার পাশাপাশি সর্বোচ্চ বাউন্ডারিও (৫৭টি—৪৮টি চার, ৯টি ছক্কা) মেরেছে ভারত নারী দল। অধিনায়ক মান্ধানা ভারতীয় নারী ব্যাটারদের মধ্যে দ্রুততম সেঞ্চুরি (৭০ বলে) করেছেন। তাঁর উদ্বোধনী সঙ্গী প্রতীকা রাওয়াল করেন ১৫৪ রান।
২০২৩ সালের ১৫ জানুয়ারি ভারত পুরুষ দল শ্রীলঙ্কাকে ৩১৭ রানে হারিয়ে তো বিশ্ব রেকর্ডই গড়ে। রানের হিসাবে ওয়ানডেতে সেটিই কোনো দলের সবচেয়ে বড় ব্যবধানে জয়, প্রথমবারের মতো ৩০০+ রানের জয়ও।
তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়ামে সেদিন আগে ব্যাটিংয়ে নেমে বিরাট কোহলি ও শুবমান গিলের সেঞ্চুরিতে ভারত ৩৯০ রান করেছিল। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে মোহাম্মদ সিরাজ ও মোহাম্মদ শামির তোপ এবং কুলদীপ যাদবের ঘূর্ণিতে শ্রীলঙ্কা অলআউট মাত্র ৭৩ রানে।
ছেলেদের ওয়ানডেতে ভারতের দেখানো পথে ৩০০+ রানে জয় এসেছে আরও তিনবার। কাকতালীয়ভাবে সব কটিই ২০২৩ সালে। সর্বশেষ কীর্তিটাও ভারতের। প্রতিপক্ষ একই—শ্রীলঙ্কা। সেই বছরের নভেম্বরে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশ্বকাপের ম্যাচে রোহিত শর্মার দল জিতেছিল ৩০২ রানে।
হারারেতে জুনে যুক্তরাষ্ট্রের বিপক্ষে জিম্বাবুয়ে জিতেছিল ৩০৪ রানে। আর অক্টোবরে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অস্ট্রেলিয়া নেদারল্যান্ডসকে হারিয়েছিল ৩০৯ রানে, যা ওয়ানডে বিশ্বকাপে সবচেয়ে বড় ব্যবধানে জয়।