কুককে ছাড়িয়ে রুট এখন পাঁচ নম্বরে
উপলক্ষ যত বড়, জো রুটের ব্যাটও যেন তত বড়!
গত আগস্টে লর্ডসে ইংল্যান্ড-শ্রীলঙ্কা সিরিজের দ্বিতীয় টেস্টটার কথাই ধরা যাক। আর একটি সেঞ্চুরি হলেই ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরির রেকর্ডে অ্যালিস্টার কুকের পাশে বসার সুযোগ ছিল জো রুটের। জোড়া সেঞ্চুরি করে কুকের রেকর্ডই ছাড়িয়ে গেলেন। সেঞ্চুরি সংখ্যাটাকে ৩২ থেকে ৩৪ বানিয়ে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক পেছনে ফেলেন পূর্বসূরি কুকের ৩৩ টেস্ট সেঞ্চুরিকে।
সেই রুট এবারের পাকিস্তান সফরটা শুরু করেছিলেন কুকের আরেকটি রেকর্ড কেড়ে নেওয়ার হাতছানি নিয়ে। টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের সবচেয়ে বেশি রানের মালিক হতে ৭১ রান দরকার ছিল রুটের। প্রথম সুযোগেই সেই কাজটা সেরে ফেললেন ৩৩ বছর বয়সী ব্যাটসম্যান। কুকের ১২৪৭২ রান ছাড়িয়ে রুটই এখন রানসংখ্যায় ইংল্যান্ডের সর্বকালের সেরা।
গতকাল মুলতান টেস্টের দ্বিতীয় দিনেই রেকর্ডের সঙ্গে দূরত্বটা ৩৯ রানে নামিয়ে এনেছিলেন রুট। আজ তৃতীয় দিনের প্রথম সেশনের শেষ দিকে আমের জামালকে অন ড্রাইভে চার মেরে কুককে ছাড়িয়ে গেছেন। মুলতানের তক্তা পিচে তাঁর দলও আছে ভালো অবস্থানে, মধ্যাহ্নবিরতির আগে করছে ২ উইকেটে ২৩২ রান।
কুককে পেছনে ফেলে ইংলিশ রেকর্ড গড়া রুট টেস্ট ইতিহাসে সর্বকালের শীর্ষ পাঁচেও উঠে গেছেন। তাঁর ওপরে আছেন শচীন টেন্ডুলকার, রিকি পন্টিং, জ্যাক ক্যালিস ও রাহুল দ্রাবিড়।
রুট কুককে ছাড়িয়ে গেলেন ১৪ টেস্ট ও ২৩ ইনিংস কম খেলেই। কুক ১২৪৭২ রান করেছেন ১৬১ টেস্টের ২৯১ ইনিংসে। রুটকে খেলতে হলো ১৪৭ টেস্টের ২৬৮ ইনিংস।