ক্রিস গ্রিভসের ব্যাটিং-বোলিং দেখলে বাংলাদেশের বিপক্ষে ম্যাচটা মনে পড়ার কথা। কোন ম্যাচ? মাসকাটে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ। গ্রিভসের অলরাউন্ড নৈপুণ্যে সেদিন বাংলাদেশকে ৬ রানে হারিয়েছিল স্কটল্যান্ড। ব্যাট হাতে ৪৫ রানের সময়োপযোগী ইনিংসের পর লেগ স্পিনে সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমকে ফিরিয়েছিলেন একসময়কার ‘ডেলিভারিম্যান’।
ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে আজ সেই পারফরম্যান্সকেও ছাপিয়ে গেছেন গ্রিভস। ৪ উইকেট নিয়ে লঙ্কানদের ব্যাটিংয়ে ধস নামানোর পর ক্যারিয়ার–সেরা ৫৬ রানে ছিলেন অপরাজিত। তবে সতীর্থ ব্যাটসম্যানদের ব্যর্থতায় বৃথা গেছে গ্রিভসের বীরত্ব। গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৮২ রানে হেরেছে স্কটল্যান্ড।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে ২৪৫ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। গ্রিভসের লড়াকু ইনিংসের পরও স্কটল্যান্ড ২১ ওভার বাকি থাকতে থামে ১৬৩ রানে।
‘বি’ গ্রুপ থেকে শ্রীলঙ্কা, স্কটল্যান্ড ও ওমান সুপার সিক্সে খেলবে, এটা নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। গ্রুপ চ্যাম্পিয়ন হয় কোন দল, সেটাই দেখার অপেক্ষা ছিল। মহীশ তিকশানা-ওয়ানিন্দু হাসারাঙ্গাদের দুর্দান্ত বোলিংয়ে শেষ পর্যন্ত লঙ্কানরাই হলো গ্রুপসেরা। ৪ ম্যাচ থেকে দাসুন শানাকার দলের পয়েন্ট ৮, স্কটল্যান্ডের ৬ আর ওমানের ৪।
সুপার সিক্সে যেহেতু গ্রুপে থাকা দলগুলোর বিপক্ষে পাওয়া পয়েন্ট যোগ হবে, লঙ্কানরা তাই থাকবে সুবিধাজনক অবস্থানে। স্কটল্যান্ড ও ওমানের বিপক্ষে জেতায় ৪ পয়েন্ট নিয়ে সুপার সিক্সে খেলতে নামবে শ্রীলঙ্কা।
আগের তিন ম্যাচে প্রতিপক্ষদের পাত্তা না দিলেও আজ ব্যাটিংয়ে খুব একটা সুবিধা করতে পারেনি শ্রীলঙ্কা। ইনিংসের ৩ বল বাকি থাকতেই অলআউট হয়ে যায় ২৪৫ রানে। সেই রান তাড়া করতে নেমে গ্রিভস ছাড়া স্কটল্যান্ডের কোনো ব্যাটসম্যান দিশা খুঁজে পাননি। মাত্র ২৯ ওভারে স্কটিশরা অলআউট হয়ে গেছে ১৬৩ রানে।
ওপেনার পাথুম নিশাঙ্কা ৮৫ বলে ৭৫ রানের ইনিংসের পর মিডল অর্ডারে চারিথ আসালাঙ্কার ৬৫ বলে ৬৩ রানের ইনিংস। শ্রীলঙ্কার রান আড়াই শর কাছাকাছি গেছে আসলে এ দুজনের দৃঢ়তাতেই। ১০টি চার মারেন নিশাঙ্কা, আসালাঙ্কার ইনিংসে ৪টি চারের সঙ্গে ২টি ছক্কা। এ দুজন ছাড়া আর কেউ ৩০ রানের ইনিংসও খেলতে পারেননি।
তাড়া করতে নেমে ১৪ রানে প্রথম উইকেট হারায় স্কটল্যান্ড। টপ ও মিডল অর্ডারে কেউই প্রতিরোধ গড়তে পারেননি। সবচেয়ে বড় জুটিটা হয়েছে নবম উইকেটে, ৪৩ বলে ৫৫ রান যোগ করেছেন গ্রিভস ও ক্রিস সোল। সঙ্গীহীন হয়ে যাওয়া গ্রিভস শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৪১ বলে ৫৬ রান করে। ব্যাট হাতে ১৬ রান করার পর বল হাতে ৪১ রানের বিনিময়ে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন তিকশানা।
বুলাওয়ে অ্যাথলেটিক ক্লাব মাঠে দিনের আরেক ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ১৩৮ রানে হারিয়েছে আয়ারল্যান্ড।
সংক্ষিপ্ত স্কোর :
শ্রীলঙ্কা : ৪৯.৩ ওভারে ২৪৫
(নিশাঙ্কা ৭৫, আসালাঙ্কা ৬৩; গ্রিভস ৪/৩২, ওয়াট ৩/৫২)
স্কটল্যান্ড : ২৯ ওভারে ১৬৩
(গ্রিভস ৫৬*, ম্যাকব্রাইড ২৯; তিকশানা ৩/৪১, হাসারাঙ্গা ২/৪২)
ফল : শ্রীলঙ্কা ৮২ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : মহীশ তিকশানা।