ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার টানা দশম সিরিজ জয়

সিরিজ জিতেছে দক্ষিণ আফ্রিকাএএফপি

দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ৪০ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। এই জয়ে ১-০ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করছে প্রোটিয়ারা। এটি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে দক্ষিণ আফ্রিকার টানা দশম সিরিজ জয়। তবে টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের চক্রে ৬ ম্যাচ খেলে প্রোটিয়াদের এটি দ্বিতীয় জয়।  

গায়ানায় ম্যাচ জিততে ওয়েস্ট ইন্ডিজকে ২৬৩ রানের লক্ষ্য দিয়েছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ২২২ রানেই গুটিয়ে গেছে। প্রথম ইনিংসে ১৬০ রানে অলআউট হওয়া দক্ষিণ আফ্রিকা গতকাল তৃতীয় দিনের প্রথম সেশনে দ্বিতীয় ইনিংসে অলআউট হয় ২৪৬ রানে।

আরও পড়ুন

রান তাড়া করতে নেমে ১০৪ রানেই ৬ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। এরপর সেখান থেকে গুড়াকেশ মোতি ও জশুয়া ডা সিলভা ৭৭ রানের জুটি গড়েন। এই জুটি কিছুটা সময়ের জন্য হলেও ওয়েস্ট ইন্ডিজকে সিরিজ জেতার স্বপ্ন দেখায়। তবে কেশব মহারাজ সেই স্বপ্ন সত্যি হতে দেননি। ১ রানের মধ্যে দুজনকেই ফেরান মহারাজ। দলের ১৮১ রানে ৪৫ রান করে আউট হন মোতি। এরপর ডা সিলভা ফেরেন ২৭ রান করে।

১৩ উইকেট নিয়ে সিরিজের সেরা মহারাজ
এএফপি

ওয়েস্ট ইন্ডিজের শেষ ব্যাটসম্যান জেইডেন সিলসকেও আউট করেন মহারাজ। সব মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে ৩৭ রানে ৩ উইকেট নেন তিনি। দক্ষিণ আফ্রিকার স্পিনারদের মধ্যে সর্বোচ্চ উইকেটশিকারি এখন মহারাজই। ৫২ টেস্টে তাঁর উইকেট ১৭১টি।

আরও পড়ুন

দক্ষিণ আফ্রিকা গতকাল তৃতীয় দিনের খেলা শুরু করে ৫ উইকেটে ২২৩ রান নিয়ে। ১০.৪ ওভারে আর মাত্র ২৩ রান তুলতেই অলআউট হয় তারা। ৫০ রান নিয়ে দিন শুরু করা কাইল ভেরেইনা ৫৯ ও ৩৪ রানে দিন শুরু করা উইয়ান মুল্ডার ফেরেন আর কোনো রান না করেই। ভেরেইনার স্টাম্প উড়িয়ে ইনিংসে পঞ্চম উইকেট পান জেইডেন সিলস।

নিজের কাজটা করেছেন রাবাদাও
এএফপি

ক্যারিবীয় পেসার পরে দক্ষিণ আফ্রিকার ১১ নম্বর ব্যাটসম্যান নান্দ্রে বার্গারকেও ফেরান ফিরতি ক্যাচে। সব মিলিয়ে ৬১ রানে ৬ উইকেট নিয়েছেন সিলস, যেটা তাঁর ক্যারিয়ারসেরা বোলিং। প্রথম শ্রেণির ক্যারিয়ারেই এই প্রথম ৬ উইকেট পেলেন ২২ বছর বয়সী সিলস।

সিলসের ক্যারিয়ারসেরা বোলিংয়ের দিনে ম্যাচসেরা হয়েছেন প্রোটিয়া পেসার উইয়ান মুল্ডার। দুই ইনিংস মিলিয়ে ৬ উইকেট নিয়েছেন এই পেসার। ১৩ উইকেট নিয়ে সিরিজের সেরা মহারাজ।

সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা: ১৬০ ও ২৪৬ (মার্করাম ৫১, ভেরেইনা ৫৯, জর্জি ৩৯, মুল্ডার ৩৪; সিলস ৬/৬১)।
ওয়েস্ট ইন্ডিজ: ১৪৪ ও ২২২ (মোতি ৪৫, হজ ২৯, সিলভা ২৭; রাবাদা ৩/৫০, মহারাজ ৩/৩৭)।
ফল: দক্ষিণ আফ্রিকা ৪০ রানে জয়ী।
সিরিজ: ২ ম্যাচের সিরিজে দক্ষিণ আফ্রিকা ১–০তে জয়ী।
ম্যাচসেরা: উইয়ান মুল্ডার

আরও পড়ুন