নিউজিল্যান্ডে ধবলধোলাই বাংলাদেশ নারী দল

নিগার সুলতানাফাইল ছবি

আরও একটি ম্যাচ, আরও একটি হার। নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ নারী দলের ভাগ্য বদলায়নি আজও। নিউজিল্যান্ড নারী দলের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ৬৩ রানে হেরেছেন বাংলাদেশের মেয়েরা। সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে আগেই সিরিজ খুইয়েছে নিগার সুলতানার দল।

কুইন্সটাউনে আজ নারী দলের ধবলধোলাই এড়ানোর সুযোগ ছিল। কিন্তু নিউজিল্যান্ডের ১৫২ রান তাড়া করতে নেমে টপ অর্ডারের ব্যর্থতায় বাংলাদেশের ইনিংস থেমেছে ৭ উইকেটে ৮৯ রানে। রুমানা আহমেদের ব্যাট থেকে এসেছে সর্বোচ্চ ২৫ রান। আরেক অভিজ্ঞ সালমা খাতুন ২৩ রানে অপরাজিত ছিলেন।

লিয়ে তাহুহু ছিলেন নিউজিল্যান্ডের সেরা বোলার। ৪ ওভারে ১৩ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন তিনি। ২ উইকেট নিয়েছেন ইডেন কার্সেন।

নিউজিল্যান্ডে ধবলধোলাই বাংলাদেশ নারী দল
ছবি: টুইটার

বাংলাদেশের মেয়েদের কাজটা কঠিন করেছে মূলত নিউজিল্যান্ডের ব্যাটিং। অধিনায়ক সোফিয়া ডিভাইন উদ্বোধনে নেমে ৪৭ রান যোগ করেন ৩৩ বল খেলে। ৭টি চার ছিল তাঁর ইনিংসে। মিডল অর্ডার ব্যাটার আমেলিয়া কারের ব্যাট থেকে এসেছে নিউজিল্যান্ড ইনিংসের সর্বোচ্চ ৪৮ রান। ৩১ বল খেলে ৫টি চারে ইনিংস সাজিয়েছেন তিনি।

এই দুজনের সৌজন্যে ৭ উইকেটে ১৫২ রান করে নিউজিল্যান্ড। বাংলাদেশের লেগ স্পিনার ফারিহা তৃষ্ণা ৪ ওভারে ১৯ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন। ১টি করে উইকেট পেয়েছেন মারুফা আক্তার, সালমা খাতুন, নাহিদা আক্তার ও রাবেয়া খান।

সিরিজের প্রথম দুই ম্যাচেও বাংলাদেশ দলের বোলিং মোটামুটি ভালোই হয়েছে। যা দুশ্চিন্তা সেটা ছিল, ব্যাটিং নিয়ে। আজ ম্যাচ শেষে নারী দলের অধিনায়ক নিগার সুলতানাও একই কথা বলছিলেন, ‘আজ আমাদের শুরুটা ভালোই হয়েছে। পাওয়ারপ্লেতে ওদের আমরা আটকে রেখেছিলাম। কিন্তু পরে আমেলিয়া এসে ম্যাচটা আমাদের নাগালের বাইরে নিয়ে যায়। আমাদের ব্যাটিংও ভালো হচ্ছে না। এখানে যদি আমরা আরও ৫-১০ শতাংশ উন্নতি করতে পারি, তাহলে ওয়ানডে সিরিজে ভালো করতে পারব।’

১১ ডিসেম্বর ওয়েলিংটনে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলবেন বাংলাদেশের মেয়েয়া, ১৪ ডিসেম্বর নেপিয়ারে দ্বিতীয়টি। ১৭ ডিসেম্বর হ্যামিল্টনে তৃতীয় ম্যাচ দিয়ে সফর শেষ হবে নারী দলের।