দ্বিতীয় বলেই বাবরকে ফিরিয়ে শরীফুলের স্বপ্নপূরণ
মাত্র দুটি বলই লাগল শরীফুল ইসলামের।
সিরিজ শুরুর আগে বাংলাদেশের বাঁহাতি পেসার সংবাদ সম্মেলনে বলেছিলেন, বাবর আজম তাঁর স্বপ্নের উইকেট। আজ রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিনে সেই বাবরকেই নিজের দ্বিতীয় বলে আউট করেছেন শরীফুল। পাকিস্তানের তারকা ব্যাটসম্যান উইকেটের পেছনে ক্যাচ দিয়ে মাঠ ছেড়েছেন শূন্য রানে!
পাঁচবারের মুখোমুখি লড়াইয়ে বাবরকে এই প্রথম ফেরালেন শরীফুল। আর ৫৪ টেস্টের ক্যারিয়ারে বাবর শূন্য রানে আউট হলেন এ নিয়ে অষ্টমবার।
পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশ দেশটিতে অবস্থান করছে এক সপ্তাহ আগে থেকেই। গত শুক্রবার রাওয়ালপিন্ডিতে অনুশীলনে শরীফুল সংবাদ সম্মেলনের মুখোমুখি হলে তাঁকে বড় চ্যালেঞ্জ নিয়ে জিজ্ঞেস করা হয়েছিল। বাঁহাতি এ পেসার তখন বলেছিলেন, ‘বাবর আজম কঠিন চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য। তাই দ্রুত তার উইকেট নিতে হবে। আমার স্বপ্নের উইকেট বাবর আজম। বাবর আজম ভাইয়ের উইকেট পেলে আমার খুব ভালো লাগবে। গত বছর তাঁর সঙ্গে এলপিএল খেলেছি। মানুষ হিসেবেও তিনি খুব ভালো।’
আজ বৃষ্টিবিঘ্নিত রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানের প্রথম ইনিংসে বাবর ব্যাট করতে নামেন শান মাসুদের আউটের পর। মাসুদকে উইকেটের পেছনে লিটন দাসের ক্যাচ বানিয়ে আউট করেন শরীফুলই। এরপর বাবর নেমে শরীফুলের প্রথম বল লেগ সাইডে খেলেন, যদিও রান পাননি। পরের ওভারে আবার শরীফুলের মুখোমুখি হয়ে প্রথম বলেই ক্যাচ তোলেন বাবর। লেগ সাইডে পড়া বল বাবরের ব্যাটে লেগে পেছনে ডাইভ দিয়ে ক্যাচ নেন লিটন। বাবর ফেরেন নামের সঙ্গে শূন্য রানে, শরীফুল তাঁর স্বপ্নের উইকেটটি নেন মুখোমুখি দ্বিতীয় বলেই!