ক্রিকেট বোর্ডকে বরখাস্ত করার সিদ্ধান্ত তুলে নিল শ্রীলঙ্কা

কলম্বোয় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের কার্যালয়, আজ দেশটির ক্রীড়ামন্ত্রী বোর্ডকে বরখাস্ত করার সিদ্ধান্ত তুলে নেওয়ার কথা জানানএএফপি

দুর্নীতির অভিযোগে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে বরখাস্ত করার সিদ্ধান্ত তুলে নিয়েছেন দেশটির ক্রীড়ামন্ত্রী হারিন ফার্নান্ডো। আজ মঙ্গলবার এ সিদ্ধান্তের কথা জানান তিনি। আইসিসি যাতে দেশটির ক্রিকেট বোর্ডের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়, তাঁর সিদ্ধান্ত সেটিরই একটি প্রচেষ্টা।

সরকারের হস্তক্ষেপের অভিযোগে শ্রীলঙ্কা ক্রিকেটকে (এসএলসি) নিষেধাজ্ঞা দেয় আইসিসি। ফার্নান্ডোর সিদ্ধান্তের পর এখন এ নিষেধাজ্ঞা তুলে নিতে পারে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। যদিও এখন পর্যন্ত আইসিসির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

শ্রীলঙ্কা ক্রিকেটে চলমান ঘটনাপ্রবাহে এটি সর্বশেষ সংযোজন। এ ঘটনার জেরে ফার্নান্ডোর পূর্বসূরি রোশান রানাসিংহেকে মন্ত্রিসভা থেকে চলেও যেতে হয়েছে। দেশটির প্রেসিডেন্ট তাঁকে হত্যাচেষ্টা করছেন, সংসদে এমন অভিযোগ তুলেছিলেন রানাসিংহে।

আরও পড়ুন

এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে ফার্নান্ডো লিখেছেন, ‘আমাদের ওপর দেওয়া আইসিসির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার লক্ষ্যে আমি আজ শ্রীলঙ্কা ক্রিকেটে অন্তর্বর্তীকালীন কমিটি নিয়োগের সিদ্ধান্ত তুলে নিতে একটি গেজেটে স্বাক্ষর করেছি।’

ফার্নান্ডো বলেছেন, গত বছর অস্ট্রেলিয়ায় হয়ে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ওঠা দুর্নীতির অভিযোগের ওপর করা একটি অডিট প্রতিবেদনে আইসিসির ‘পর্যালোচনা’ও জানতে চেয়েছেন তিনি।

গত নভেম্বরে স্থূল দুর্নীতির অভিযোগ তুলে পুরো ক্রিকেট বোর্ডকে বরখাস্ত করেছিলেন তখনকার ক্রীড়ামন্ত্রী রানাসিংহে। যদিও সে অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে এসএলসি, এ নিয়ে আদালতেও লড়ছে তারা।

তবে এর মধ্যে শ্রীলঙ্কার বোর্ডকে নিষিদ্ধ করে আইসিসি। এমনিতে ঋণগ্রস্ত দেশটিতে সবচেয়ে ধনী ক্রীড়া সংস্থা ক্রিকেট বোর্ডই। এসব বিতর্কের মধ্যেই বরখাস্ত করা হয় রানাসিংহেকে।

রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে নিষিদ্ধ করে আইসিসি
এএফপি

ক্রিকেট বোর্ডকে বরখাস্ত করার সিদ্ধান্ত তুলে নিতে দেশটির প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের সঙ্গে দ্বন্দ্বে জড়ান রানাসিংহে। গত মাসে দেশটির সংসদে তিনি অভিযোগ তোলেন, ‘ক্রিকেট বোর্ড পরিচ্ছন্ন করার কাজের’ কারণে নিজের জীবননাশের শঙ্কা করছেন তিনি। তিনি বলেছিলেন, ‘যদি আমাকে রাস্তায় হত্যা করা হয়, তাহলে এর জন্য প্রেসিডেন্ট ও তাঁর চিফ অব স্টাফ দায়ী থাকবেন।’

আরও পড়ুন

নভেম্বরে দেওয়া আইসিসির নিষেধাজ্ঞার পর শ্রীলঙ্কা থেকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ সরিয়ে নেওয়া হয়, যেটি শুরু হওয়ার কথা আগামী মাসে। এর আগেও রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগে শ্রীলঙ্কার ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল আইসিসি।

এবার দেশটির ক্রিকেট বোর্ডের নির্বাচিত সদস্যরা বলেছেন, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ সরিয়ে নেওয়ায় তাঁরা আইসিসির অনুদানের ২.৪ মিলিয়ন ইউএস ডলার পাওয়া থেকে বঞ্চিত হয়েছেন, যেটি এ টুর্নামেন্টের জন্য ভেন্যুর উন্নয়নে ব্যয় করার কথা ছিল।

অবশ্য নিষেধাজ্ঞার মধ্যেও দেশটিকে আন্তর্জাতিক ক্রিকেট খেলা চালিয়ে যাওয়ার অনুমতিও দেওয়া হয়। আগামী মাসে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে শ্রীলঙ্কা যাবে জিম্বাবুয়ে।