লারাদের হারিয়ে ‘বুড়ো’দের ইন্টারন্যাশনাল মাস্টার্স জিতল টেন্ডুলকারের ভারত

উদ্বোধনী জুটিতেই ভারত মাস্টার্সকে ৬৭ রানে এনে দেন টেন্ডুলকার (ডানে) ও রায়ডুএক্স/ইন্টারন্যাশনাল মাস্টার্স

টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস ট্রফির পর সাবেকদের টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল মাস্টার্সও জিতল ভারত। রায়পুরে আজ ফাইনালে ব্রায়ান লারার ওয়েস্ট ইন্ডিজ মাস্টার্স দলকে ৬ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে শচীন টেন্ডুলকারের ভারত মাস্টার্স দল।

ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগের প্রথম আসর ছিল এটি। অভিষেক সেই টুর্নামেন্টে লারা-টেন্ডুলকার মুখোমুখি হওয়ায় ফাইনালটা একটু বাড়তি নজর কেড়েছিল। ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা দুই ব্যাটসম্যানের ব্যক্তিগত লড়াইয়েও দলের মতোই বড় ব্যবধানে জিতলেন টেন্ডুলকার।

টি-টোয়েন্টি ফরম্যাটের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ করে ৭ উইকেটে ১৪৮ রান। এই স্কোরে লারার অবদান মাত্র ৬। ওপেন করতে নেমে ৬ বলেই এই রান করেন ক্যারিবীয় কিংবদন্তি। দলটির হয়ে ৪১ বলে সর্বোচ্চ ৫৭ রান করেন লেন্ডল সিমন্স। এ ছাড়া ৩৫ বলে ৪৫ রান করেছেন ওপেনার ডোয়াইন স্মিথ। ভারতীয় পেসার বিনয় কুমার নেন ২৬ রানে ৩ উইকেট।

আরও পড়ুন

রান তাড়ায় অম্বাতি রায়ডুর সঙ্গে উদ্বোধনী জুটিতেই ৭.৫ ওভারে ৬৭ রানে এনে দেন টেন্ডুলকার। ১৮ বলে ২৫ রান করে টিনো বেস্টের বলে আউট হয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রানের মালিক। ৫০ বলে ৭৪ রান করে রায়ডু যখন ১৫তম ওভারে ফিরলেন জয়ে পায় হাতের মুঠোয় ভারতীয়দের। ১৮তম ওভারের প্রথম বলে জয় পেয়ে যায় ভারত মাস্টার্স।