আফ্রিদির বল টেম্পারিংয়ের ছবি দিয়ে পাকিস্তানের সাবেক ক্রিকেটার লিখলেন, ‘প্রধান নির্বাচক’

পাকিস্তানের প্রধান নির্বাচক শহীদ আফ্রিদিছবি: টুইটার

শহীদ আফ্রিদিকে পাকিস্তানের প্রধান নির্বাচক বানানো নিয়ে বিভক্ত পাকিস্তানের ক্রিকেটাঙ্গন। তাঁর সঙ্গে সহনির্বাচক হিসেবে আছেন আবদুর রাজ্জাক ও রাও ইফতিখার। রমিজ রাজার জায়গায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নাজাম শেঠি শনিবার সন্ধ্যায় নতুন নির্বাচক কমিটির নাম ঘোষণার পরই আলোচনার ঝড় ওঠে পাকিস্তানের ক্রিকেটে।

সাবেক ক্রিকেটার থেকে সাধারণ ক্রিকেটপ্রেমী—পিসিবির নতুন নির্বাচক কমিটি নিয়ে পক্ষে ও বিপক্ষে কথা বলতে শুরু করেন। এমনিতেই আফ্রিদির সঙ্গে পুরোনো বচসা আছে দেশটির সাবেক স্পিনার দানিশ কানেরিয়ার। আফ্রিদিকে প্রধান নির্বাচক করার পক্ষে–বিপক্ষে যখন কথা হচ্ছে, তাঁকে একহাত নেওয়ার সুযোগটা লুফে নিলেন তিনি।

আরও পড়ুন
পাকিস্তানের সাবেক স্পিনার দানিশ কানেরিয়া
ফাইল ছবি

আফ্রিদিকে প্রধান নির্বাচক করার বিপক্ষে কথা বলতে গিয়ে কানেরিয়া আশ্রয় নিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমের। আফ্রিদি দাঁত দিয়ে বলের সুতা ছিঁড়ছেন, পাকিস্তানের সাবেক অধিনায়কের এমন একটি ছবি দিয়ে কানেরিয়ার লিখেছেন, ‘প্রধান নির্বাচক।’

আফ্রিদির এই ছবি ২০১০ সালের। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি–টোয়েন্টি ম্যাচটি ছিল পার্থে। আফ্রিদির বলের আকৃতি পরিবর্তন করার একাধিক চেষ্টার বিষয়টি টিভি ক্যামেরায় ধরা পড়ে। এরপর মাঠের আম্পায়ার তাঁকে ডেকে কথা বলেন এবং বলই বদলে ফেলেন। এরপর এ ঘটনার জন্য আফ্রিদিকে দুটি টি–টোয়েন্টিতে নিষিদ্ধ করা হয়।

আফ্রিদি পরে বল টেম্পারিংয়ের কথা স্বীকার করে বলেছিলেন, ‘আমার এটা করা উচিত হয়নি। কিন্তু করে ফেলেছি। আমি শুধু আমার বোলারদের সহায়তা করতে এবং ম্যাচ জিততেই এটা করেছি। পৃথিবীতে এমন কোনো দল নেই, যারা বল টেম্পারিং করে না। আমার পদ্ধতিটা ছিল ভুল। আমি এর জন্য লজ্জিত।’