১১ গড়ের রোহিত কি বাংলাদেশকে বকেয়া বুঝিয়ে দিতে পারবেন

ভারত অধিনায়ক রোহিত শর্মাএএফপি

রোহিত শর্মা কে, কী করতে পারেন—এ নিয়ে আলোচনা বোকামি। ১৭ বছর ধরেই প্রতিপক্ষ দলগুলো এই নামটির সঙ্গে পরিচিত। তাঁর ব্যাটিংয়ের আদ্যোপান্তও মুখস্থ প্রতিপক্ষ দলগুলোর।

অবশ্য মুখস্থ করেও বেশির ভাগ ক্ষেত্রেই দলগুলা পার পায় না। উল্টো ব্যাটিং শুরু হতে না হতেই চাপে পড়ে যায়। ভারত সফরেও বাংলাদেশের বড় দুশ্চিন্তার নাম এই রোহিত। তবে পরিসংখ্যানের একটি পাতা থেকে কিছুটা অনুপ্রেরণা নিতে পারে বাংলাদেশ।

রোহিতের টেস্ট ক্যারিয়ারে সবচেয়ে কম ব্যাটিং গড় বাংলাদেশের বিপক্ষে—মাত্র ১১। যদিও রোহিত বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলেছেনও সবচেয়ে কম—মাত্র ৩টি। এই ৩ টেস্টে ৩ ইনিংসে ব্যাটিং করে মোট রান করেছেন ৩৩।

আরও পড়ুন

বাংলাদেশের বিপক্ষে রোহিত প্রথম টেস্ট খেলেছেন ২০১৫ সালে ফতুল্লায়। বৃষ্টিবিঘ্নিত সেই টেস্টে ভারতের সঙ্গে ড্র করে বাংলাদেশ। তিন নম্বরে ব্যাটিং করতে নেমে ৬ রান করে সাকিব আল হাসানের বলে বোল্ড হয়েছিলেন।

বাংলাদেশের বিপক্ষে কেমন করবেন রোহিত
এএফপি

এরপর ২০১৯ সালে দেশের মাটিতে বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট খেলেন রোহিত। দুটি টেস্টেই বাংলাদেশ হারে ইনিংস ব্যবধানে। তাতে এক ইনিংস করে ব্যাটিংয়ের সুযোগ পাওয়া রোহিত আউট হন যথাক্রমে ৬ ও ২১ রানে। টি-টোয়েন্টি সিরিজে রোহিতকে নিয়ে বাংলাদেশকে ভাবতে হচ্ছে না। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বলেছেন এই ওপেনার।

বাংলাদেশের বিপক্ষে রোহিতের তিন টেস্টকে অবশ্য দুটি ভাগে ভাগ করা যায়। ২০১৫ সালের সেই রোহিত আর ২০১৯ সালে রোহিতের মধ্যে বেশ তফাত ছিল। ২০১৫ সালে ভারতের টেস্ট দলে নিজের জায়গা নিয়েই ভাবতে হতো রোহিতকে। থাকতে হতো আসা–যাওয়ার মধ্যে। নিজের পছন্দের ওপেনিং পজিশনেও সেই টেস্টে ব্যাটিং করতে পারেননি। তবে ২০১৯ সালের বাংলাদেশের ভারত সফরের সময় পরিস্থিতি ভিন্ন ছিল।

১১
বাংলাদেশের বিপক্ষে রোহিতের টেস্ট গড়

রোহিতের টেস্ট ক্রিকেটে পুনর্জন্ম সেই বছরই। বাংলাদেশ সিরিজের আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ দিয়ে মিডল অর্ডার ব্যাটসম্যান থেকে টেস্টে ওপেনার হয়ে ওঠেন।

২০১৯ সালের অক্টোবরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওপেনার হিসেবে অভিষেক টেস্টে করেন জোড়া শতক। টেস্ট ক্রিকেট ইতিহাসে যেটা একমাত্র ঘটনা। এরপর সিরিজের তৃতীয় টেস্টে রোহিত করেন দ্বিশতক। মূলত এর পর থেকে রোহিত আর পেছনে ফিরে তাকাননি। অর্থাৎ, নিজের সেরাটায় থাকার সময়েই বাংলাদেশের বিপক্ষে সেই সিরিজে রান পাননি রোহিত।

আরও পড়ুন

রোহিত সবচেয়ে বেশি টেস্ট খেলেছেন ইংল্যান্ডের বিপক্ষে। ১৪ টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে রান করেছেন ৪৭.৭৯ গড়ে। বাংলাদেশের বিপক্ষে ৩ টেস্ট ব্যর্থ রোহিত এমনিতে ঘরের মাঠে সব সময়ই ভয়ংকর। দেশের মাটিতে সব মিলিয়ে ২৯ টেস্টে রোহিত রান করেছেন ৬১.৬৮ গড়ে। টেস্টে তাঁর ১২ সেঞ্চুরির ১০টিই দেশের মাটিতে। তাই এই সিরিজেই বাংলাদেশকে বকেয়া বুঝিয়ে দিতে পারেন ভারতীয় অধিনায়ক।