বাবরদের রমিজের পরামর্শ, ‘স্ট্রাইক রেট ফোবিয়া থেকে বেরিয়ে এসো’

বাবর আজমদের পরীক্ষা–নিরীক্ষার মনোভাব থেকে বেরিয়ে আসতে পরামর্শ দিলেন রমিজ রাজাএএফপি

বিশ্বকাপ শুরু হতে আর মাত্র এক দিন বাকি। এর আগেও সঠিক সমন্বয় খুঁজে বেড়াচ্ছে পাকিস্তান দল। শুধু তাই নয়, বিশ্বকাপের আগে পাকিস্তানের ব্যাটসম্যানদের ঘিরে সবচেয়ে বেশি কথা হয়েছে তাঁদের কম স্ট্রাইক রেট নিয়ে। বিশেষ করে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের বেলায়।

পাকিস্তানের সাবেক ব্যাটসম্যান রমিজ রাজা এবারের বিশ্বকাপে পাকিস্তান দলের কৌশল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বাবরদের প্রতি তাঁর পরামর্শ—স্ট্রাইক রেটে এত বেশি গুরুত্ব না দিয়ে আরও ভারসাম্যময় মনোভাব দেখাতে বলেছেন।

আরও পড়ুন

ইংল্যান্ডের বিপক্ষে গতকাল সিরিজের শেষ টি-টোয়েন্টিতে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ দেখে এটা মনে হওয়া স্বাভাবিক যে বিশ্বকাপ শুরুর দুদিন আগেও তারা সমন্বয় নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেছে। এ বছর প্রথমবারের মতো কালই তারা বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানকে ওপেন করতে পাঠিয়েছে।

নিজের ইউটিউব চ্যানেলে রমিজ বলেছেন, ‘সবার আগে বলব, পরীক্ষা–নিরীক্ষার মনোভাব থেকে বেরিয়ে আসতে। সঠিক সমন্বয় নিয়ে মাঠে নামো এবং আল্লাহর দোহাই, দয়া করে স্ট্রাইক রেট ফোবিয়া থেকে বেরিয়ে এসো। কারণ, পাকিস্তানের ওই পর্যায়ের ক্রিকেটার নেই। স্ট্রাইক রেটের ওপর ভিত্তি করে দল গড়ার চেষ্টা করে আমরা সবকিছু নষ্ট করছি।’

আরও পড়ুন
রমিজ রাজা ও বাবর আজম
এএফপি

ওপেনিংয়ে নিয়মিত পরিবর্তনের বিষয়সহ পিসিবির সাবেক প্রধান রমিজ দলের আরও কিছু সমস্যার কথা তুলে ধরেছেন, ‘ওপেনিংয়ের সমন্বয়টা বদলে ফেলে আপনারা দলটাকে ধ্বংস করে দিয়েছেন। মিডল অর্ডারে ভূমিকা নির্দিষ্ট করে দেওয়া নেই। মিডল অর্ডারে অলরাউন্ডারদের যুক্ত করা হয়েছে এবং দুজন উইকেটকিপার খেলছে। ফাস্ট বোলার পরিবর্তন হচ্ছে এবং পাকিস্তানের স্পিনাররা বলই ঘোরাতে পারে না। আত্মবিশ্বাস বলে কিছু নেই।’

পাকিস্তানের বিশ্বকাপ অভিযান শুরু হবে ৬ জুন। ডালাসের গ্র্যান্ড প্রেইরি ক্রিকেট স্টেডিয়ামে সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ স্বাগতিক যুক্তরাষ্ট্র। এরপর ৯ জুন নিউইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান। দুদিন পর একই মাঠে বাবরদের প্রতিপক্ষ কানাডা। গ্রুপপর্বে পাকিস্তানের শেষ ম্যাচটি ১৬ জুন, ফ্লোরিডার লডারহিলে প্রতিপক্ষ আয়ারল্যান্ড।

আরও পড়ুন