ওয়ানডে দলে দুই বছর পর নাঈম, ফিরলেন আফিফও

আফিফ ও নাঈম ফিরেছেন ওয়ানডে দলেশামসুল হক

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি। দলে ফিরেছেন ওপেনার মোহাম্মদ নাঈম, ব্যাটসম্যান আফিফ হোসেন। চোট কাটিয়ে একমাত্র টেস্টে খেলা পেসার তাসকিন আহমেদও ফিরেছেন ওয়ানডে দলে।

২০২১ সালের মে মাসে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন নাঈম, আন্তর্জাতিক ক্রিকেটে সর্বশেষ তাঁকে দেখা গিয়েছিল গত বছরের আগস্টে। আর আফিফ এ বছরের মার্চে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পর বাদ পড়েন। তাঁদের জায়গা করে দিতে আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডে হওয়া সিরিজের দল থেকে বাদ পড়েছেন রনি তালুকদার, ইয়াসির আলী ও মৃত্যুঞ্জয় চৌধুরী।

মাঝে আফিফের দল থেকে বাদ পড়া নিয়ে আলোচনা কম হয়নি। এবার প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন আফিফকে ফিরিয়ে আনার ব্যাপারে বললেন, ‘আফিফ তো আমাদের পরিকল্পনায় আগে থেকেই ছিল। মাঝে তাকে প্রিমিয়ার লিগে খেলিয়ে দেখতে চেয়েছিলাম। সে ভালো ছন্দে আছে। এ জন্য আবার দলে ফিরিয়ে এনেছি।’

ঢাকা প্রিমিয়ার লিগটা ভালো কেটেছে আফিফের, দলে ফিরলেন সে পারফম্যান্সে ভর করেই
বিসিবি

সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগে আফিফের ব্যাট থেকে এসেছে ৫৫০ রান। ১৫ ম্যাচের ১৩ ইনিংসে ব্যাটিং করেছেন ৫৫ গড় ও ১১০ স্ট্রাইক রেটে। আফিফের মতো দারুণ ছন্দে আছেন আরেক বাঁহাতি নাঈমও। প্রিমিয়ার লিগে সর্বোচ্চ ৯৩২ রান করেছিলেন তিনি। সেটিও আবার ৯১.৬৪ স্ট্রাইক রেটে। নাঈম সেটিরই পুরস্কার পেলেন।

আরও পড়ুন

দুই বছর পর ওয়ানডে দলে জায়গা করে নিতে নাঈমের অমন পারফরম্যান্স যথেষ্ট ছিল বলে মনে করেন মিনহাজুল, ‘প্রিমিয়ার লিগে সে দারুণ ফর্মে ছিল। এখানে আমরা ওপেনার দুজনের মধ্যে ভারসাম্য রাখছি। রনি টি-টোয়েন্টি খেলবে। আমাদের দেখার জন্য এই সিরিজই আছে। এ জন্য আমরা নাঈমকে এ সিরিজে সুযোগ দিয়েছি।’

আয়ারল্যান্ড সিরিজে কোনো ম্যাচ না খেলেই বাদ পড়লেন ইয়াসির
প্রথম আলো

দল থেকে বাদ পড়া ব্যাটসম্যানদের মধ্যে ইয়াসির আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে কোনো ম্যাচ খেলেননি। সুযোগ না পাওয়া এই ক্রিকেটারকে আফগানিস্তান সিরিজ থেকে বাদ দেওয়ার কারণও সেই পরীক্ষা-নিরীক্ষা, ‘ইয়াসির আমাদের পরিকল্পনার মধ্যে আছে। আমরা কিছু খেলোয়াড়কে ঘুরিয়ে–ফিরিয়ে দেখছি। সে জন্য এই সিরিজে তাকে রাখা হয়নি।’

এ ছাড়া টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান, ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালও অনুমিতভাবেই দলে আছেন। দুজনই চোটের কারণে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে খেলেননি। আগামী ৫-১১ জুলাই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশ দল

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, আফিফ হোসেন, মোহাম্মদ নাঈম।

তিন ম্যাচ সিরিজের সূচি

৫ জুলাই, প্রথম ওয়ানডে, চট্টগ্রাম

৮ জুলাই, দ্বিতীয় ওয়ানডে, চট্টগ্রাম

১১ জুলাই, তৃতীয় ওয়ানডে, চট্টগ্রাম