লুইস-ঝড়ে উড়ে গেল ইংল্যান্ড

আবারও ব্যাট হাতে ঝড় তুললেন এভিন লুইসএএফপি

তিন বছরের বেশি সময় ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দলে ছিলেন না। গত সপ্তাহে পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ফিরেই খেলেন ৬১ বলে ১০২ রানের ঝোড়ো ইনিংস। এভিন লুইস সেই ধারা ধরে রাখলেন গতকাল রাতে ইংল্যান্ডের বিপক্ষেও।

অ্যান্টিগার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে সফরকারী ইংলিশদের একাই উড়িয়ে দিয়েছেন লুইস। খেলেছেন ৬৯ বলে ৯৪ রানের ঝোড়ো ইনিংস। যে ইনিংসে ছক্কা মেরেছেন ৮টি, অথচ ইংল্যান্ডের পুরো ইনিংসেই ছক্কা মাত্র দুটি।

লুইসের ঝোড়ো ব্যাটিংয়ের দিনে ইংল্যান্ডকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথমে ব্যাট করে ইংলিশরা তোলে ২০৯ রান। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ক্যারিবীয়রা পরিবর্তিত লক্ষ্যে পৌঁছে যায় ৫৫ বল হাতে রেখে।

রান তাড়ায় ওয়েস্ট ইন্ডিজের শুরুটা ছিল দেখেশুনে। প্রথম তিন ওভারে লুইস ও ব্রান্ডন কিং তোলেন মাত্র ৯ রান। চতুর্থ ওভারের শেষ বলে জন টার্নারকে ছয় মেরে আক্রমণাত্মক ব্যাটিংয়ের শুরু করেন লুইস। এরপর তুলে মারতে শুরু করেন জফরা আর্চার, স্যাম কারেন আর আদিল রশিদদেরও। ইনিংসের ১৪তম ওভারে ব্যক্তিগত ৪৬ বলে পূর্ণ হয় লুইসের ফিফটি।

আরও পড়ুন

তবে ওয়েস্ট ইন্ডিজের রান ১৫ ওভারে বিনা উইকেটে ৮১ থাকার সময় বৃষ্টি নামলে খেলা বন্ধ থাকে এক ঘণ্টা। ক্যারিবীয়দের জন্য নতুন লক্ষ্য দাঁড়ায় ৩৫ ওভারে ১৫৭ রানের। লক্ষ্যটা হাতের নাগালে নিয়ে আসেন দুই ওপেনারই। ব্যক্তিগত ৩০ রানে কিং যখন লিভিংস্টোনের বলে ক্যাচ দেন, ততক্ষণে ১১৮ রান উঠে গেছে স্কোরবোর্ডে। লুইস ছুটছিলেন অবশ্য সেঞ্চুরির দিকেই। তবে সেঞ্চুরি থেকে ৬ রান দূরে থাকতে রশিদকে উড়িয়ে মারতে গিয়ে লং–অফে বেথেলের ক্যাচে পরিণত হন লুইস, থামে ৯৪ রানের ইনিংস।

৯৪ রানের ইনিংসে ৮টি ছয় মেরেছেন এভিন লুইস
এএফপি

এর আগে টসে হেরে ব্যাট করতে নামা ইংল্যান্ডের হয়ে বড় ইনিংস খেলতে পারেননি কেউই। প্রথম ছয় ব্যাটসম্যানের সবাই ন্যূনতম ২৭ বল খেলেছেন, কিন্তু কারও ইনিংসই পঞ্চাশ পার হয়নি। সর্বোচ্চ ৪৮ রান আসে অধিনায়ক লিভিংস্টোনের ব্যাট থেকে। জেকব বেথেল করেন ২৭ রান।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ৪৬ রান দিয়ে ৪ উইকেট নেন গুড়াকেশ মোতি। ম্যাথিউ ফোর্ড, জেডেন সিলস ও আলজারি জোসেফরা নেন দুটি করে উইকেট। ম্যাচসেরার স্বীকৃতি ওঠে বাঁহাতি মোতির হাতেই।

সিরিজের দ্বিতীয় ওয়ানডে আগামীকাল।

সিরিজে ইংল্যান্ডকে নেতৃত্ব দিচ্ছেন লিয়াম লিভিংস্টোন (বাঁয়ে)
এএফপি

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড: ৪৫.১ ওভারে ২০৯ (লিভিংস্টোন ৪৮, কারেন ৩৭, বেথেল ২৭; মোতি ৪/৪১, সিলস ২/২২)।
ওয়েস্ট ইন্ডিজ: (লক্ষ্য ৩৫ ওভারে ১৫৭) ২৫.৫ ওভারে ১৫৭/২ (লুইস ৯৪, কিং ৩০; লিভিংস্টোন ১/৩২)।
ফল: ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেটে জয়ী (ডিএল মেথডে)।
ম্যান অব দ্য ম্যাচ: গুড়াকেশ মোতি।

আরও পড়ুন