ওয়ানডেতে দুটি বল ব্যবহার থেকে সরে আসার কথা ভাবছে আইসিসি
ওয়ানডেতে ব্যাট–বলের লড়াইয়ে ভারসাম্য আনতে ইনিংসে দুটি বল ব্যবহারের নিয়ম থেকে সরে আসার কথা ভাবছে আইসিসি। চলতি সপ্তাহে জিম্বাবুয়ের হারারেতে আইসিসির বৈঠকে এক ইনিংসে ৩৫তম ওভার থেকে একটি বল ব্যবহারের সুপারিশ করা হয়। অর্থাৎ, ওয়ানডেতে এক ইনিংসে ৩৪তম ওভার পর্যন্ত দুই প্রান্ত থেকে দুটি বল ব্যবহার করা হবে। কিন্তু ৩৫তম ওভার থেকে বোলিংয়ের দুই প্রান্তেই একটি বল ব্যবহারের সুপারিশ করা হয়েছে।
আইসিসির বোর্ডের প্রধান নির্বাহীদের কাছে এই সুপারিশ করেছে ছেলেদের ক্রিকেট কমিটি, যার প্রধান ভারতের সাবেক অধিনায়ক ও বিসিসিআইয়ের সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলী। দুই প্রান্তে দুটি নতুন বল দিয়ে বোলিং শুরু করবে ফিল্ডিং দল, যেটা এখনকার নিয়ম। সুপারিশে বলা হয়েছে, দুটি বলের মধ্যে কোন বলটি ইনিংসের ৩৫তম ওভার থেকে ব্যবহার করা হবে, সেই সিদ্ধান্ত নেবে ফিল্ডিং দল। যে বলটি ব্যবহার করা হবে না, সেটা রেখে দেওয়া হবে অতিরিক্ত বল হিসেবে। ব্যবহার করা বলটি হারিয়ে গেলে কিংবা নষ্ট হলে অতিরিক্ত বলটি ব্যবহার করা হবে।
ক্রিকেট কমিটি ২৫ ওভার পরই একটি বল ব্যবহারের বিষয়ে ভেবেছিল। ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, এই বিষয়ে কমিটির সদস্যদের তেমন একটা সাড়া মেলেনি। তাঁরা ভেবেছেন দুই প্রান্ত থেকে ১৭ ওভার করে দুটি বল ব্যবহারের পর ইনিংসের বাকি সময়ে শুধু একটি বল বেছে নেওয়াই বেশি যৌক্তিক। এ বিষয়ে চলতি মাসের মধ্যেই বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডগুলোকে নিজেদের মতামত জানাতে হবে। বোর্ডগুলোর সম্মতির ভিত্তিতে এটি ওয়ানডের প্লেয়িং কন্ডিশনে অর্ন্তভুক্ত করা হবে, যেটা আগামী জুলাইয়ে আইসিসির বার্ষিক সাধারণ সভায় চূড়ান্ত করা হতে পারে। প্লেয়িং কন্ডিশনের নিয়ম পাল্টানোর ক্ষেত্রে আইসিসির বোর্ডের অনুমোদনের প্রয়োজন নেই।
বর্তমান প্লেয়িং কন্ডিশনে এক ইনিংসে দুই প্রান্ত থেকে দুটি বল ব্যবহারের নিয়ম ২০১১ সালে চালু করে আইসিসি। অতীতে বিভিন্ন খণ্ড খণ্ড সময়ে অবশ্য এই নিয়মটি ছিল। ১৯৯২ বিশ্বকাপ এর উল্লেখযোগ্য উদাহরণ। ২০১১ সালের আগে কয়েক বছর ওয়ানডের প্লেয়িং কন্ডিশনে ইনিংসের ৩৪তম ওভারের পর বাধ্যতামূলকভাবে বল পাল্টানোর নিয়ম ছিল। পাল্টানো বলটাও ছিল ম্যাচের বলের মতোই ব্যবহার করা।
টেস্ট ক্রিকেটে ৬০ সেকেন্ডের ‘স্টপ ক্লক’ নিয়ম কার্যকরের বিষয়েও মতামত জানাতে হবে বোর্ডগুলোকে। দলগুলোর ওভাররেট যেন মন্থর না হয়, সেজন্য গত বছর ওয়ানডে ও টি–টোয়েন্টিতে এই নিয়ম কার্যকর করা হয়।
ছেলেদের অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ ৫০ ওভারের সংস্করণ থেকে ২০ ওভারে নিয়ে আসার বিষয়েও আলোচনা হয়েছে ক্রিকেট কমিটিতে। তবে এ বিষয়ে তেমন সমর্থন মেলেনি বলে জানিয়েছে ইএসপিএন ক্রিকইনফো। এই নিয়ম পাল্টানোর জন্য আইসিসি বোর্ডের আনুষ্ঠানিক অনুমোদনের প্রয়োজন। কমিটির সদস্যরা টেস্ট চ্যাম্পিয়নশিপে বোনাস পয়েন্ট পুরস্কার দেওয়ার বিষয়েও আলোচনা করেছেন। তবে এ বিষয়ে সামষ্টিক দৃষ্টিভঙ্গি হলো, বোনাস পয়েন্ট কার্যকর করাটা জটিল হবে।